Ajker Patrika

রংপুর সদর আসনে জিএম কাদেরকে প্রার্থী ঘোষণা

প্রতিনিধি, রংপুর 
রংপুর সদর আসনে জিএম কাদেরকে প্রার্থী ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের (সদর ও সিটি করপোরেশন) জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) নাম ঘোষণা করেছে স্থানীয় নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যায় রংপুর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় ও কর্মী সভায় উপস্থিত নেতা-কর্মীরা এ ঘোষণা দেন।  জিএম কাদের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনে এরশাদপুত্র রাহগীর আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদ দলীয় মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। অন্যদিকে জিএম কাদের বর্তমানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য।

এদিকে মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, রংপুরের মাটি ও মানুষের নেতা হিসেবে মোস্তফা প্রমাণিত হয়েছে। তাই আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। এ সময় ভেদাভেদ ভুলে গিয়ে মোস্তফার জন্য কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তার অনুমতি ব্যতীত কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 

জিএম কাদের বলেন, নির্বাচনে কারচুপি করা হলে আমরা বরদাশত করব না। কোনো রকম ছাড় দেব না। জাতীয় পার্টি তার সর্বোচ্চ শক্তি দিয়ে ন্যায় ছিনিয়ে আনবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে তা কঠিন হাতে প্রতিহত করব বলে শপথ নিলাম। 

এ সময় স্থানীয় নেতা–কর্মীরা জিএম কাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের (সদর ও সিটি করপোরেশন) জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন। জিএম কাদের নেতা-কর্মীদের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এখনো সময় আছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশে মানুষ পরিবর্তন চাচ্ছে। এরশাদ সরকারের পর মানুষ মুদ্রার এপিঠ-ওপিঠ দেখেছে। তারা অচল মুদ্রা বাদ দিয়ে নতুন মুদ্রা আনার সিদ্ধান্ত নিয়েছে। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের। দলকে সুসংগঠিত করে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, নেতৃত্ব মেনে চলতে হবে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধন সৃষ্টি করতে হবে। তাহলেই আমরা যে কোনো  প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে পারব।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেশে সুশাসন নেই। সুশাসনের অভাবে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। আইনের শাসন ও প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। তাই ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারছি না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...