নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে কঠিন জাতীয় সংকট সৃষ্টি হবে।’ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-৫ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়ের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের ওপর ভিত্তি করে তৃণমূল বিএনপি নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে তৈমুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে কমিটমেন্ট করেছেন—আগামী নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। আমরা গতকালই দেখেছি বড় বড় শোডাউন করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রূপগঞ্জের সরকারি দলের প্রার্থী অস্ত্র প্রদর্শন করে নমিনেশনপত্র জমা দিয়েছেন। তার পেপার কাটিং আমি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। সরকারপ্রধান যে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্টের ওপর ভিত্তি করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করি তিনি তাঁর কমিটমেন্ট রক্ষা করতে সক্ষম হবেন।’
দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফের মনোনয়ন জমা দিতে মিছিলসহ আসেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। এ সময় তাঁর সঙ্গে প্রায় অর্ধশত নেতা-কর্মী ছিলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। সেই সঙ্গে দলীয় প্রতীকের নাম উচ্চারণ করে মিছিলও করেন নেতা-কর্মীরা।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে কঠিন জাতীয় সংকট সৃষ্টি হবে।’ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-৫ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়ের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের ওপর ভিত্তি করে তৃণমূল বিএনপি নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে তৈমুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে কমিটমেন্ট করেছেন—আগামী নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। আমরা গতকালই দেখেছি বড় বড় শোডাউন করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রূপগঞ্জের সরকারি দলের প্রার্থী অস্ত্র প্রদর্শন করে নমিনেশনপত্র জমা দিয়েছেন। তার পেপার কাটিং আমি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। সরকারপ্রধান যে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্টের ওপর ভিত্তি করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করি তিনি তাঁর কমিটমেন্ট রক্ষা করতে সক্ষম হবেন।’
দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফের মনোনয়ন জমা দিতে মিছিলসহ আসেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। এ সময় তাঁর সঙ্গে প্রায় অর্ধশত নেতা-কর্মী ছিলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। সেই সঙ্গে দলীয় প্রতীকের নাম উচ্চারণ করে মিছিলও করেন নেতা-কর্মীরা।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষের দিকে। মাঠপর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়ার চূড়ান্ত ফল দৃশ্যমান হবে...
৪ ঘণ্টা আগেআবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন নয়, পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ..
৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের (ঢাকা-৬ আসনের) উদ্যোগে মন্দির ও পূজা..
৬ ঘণ্টা আগেনিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূম
৮ ঘণ্টা আগে