Ajker Patrika

পদত্যাগের বুদ্ধি যারা দিয়েছেন তাঁরা পস্তাবেন: ওবায়দুল কাদের

মানিকগঞ্জ প্রতিনিধি
পদত্যাগের বুদ্ধি যারা দিয়েছেন তাঁরা পস্তাবেন: ওবায়দুল কাদের

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুনেছি জাতীয় সংসদ থেকে বিএনপির সাতজনের মধ্যে পাঁচজনের পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়েছেন। আমি বলতে চাই, এই সংসদে আওয়ামী লীগের ৩০১ জন সদস্য এখনো আছে। সংসদ সচল রাখতে প্রয়োজন ১৫১ জন। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি আছে, সমাজতান্ত্রিক দল আছে, বিকল্প ধারা আছে, তরিকত ফেডারেশন আছে, জাতীয় পার্টি আছে, গণফোরাম আছে। সংরক্ষিত আসনের সদস্য আছে। যারা আছে তারা তো আর বিরোধী দলের এই বয়কটে অংশ নিচ্ছে না। তাহলে সাতজন কী? সিন্ধুর মধ্যে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এ বুদ্ধি যারা দিয়েছেন অচিরেই তাঁরা পস্তাবেন। এই ভুলের জন্য বিএনপিকে একদিন অনুতাপ করতে হবে।’

আজ রোববার বিকেল সাড়ে ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রিজার্ভ কমে গিয়েছিল, এখন আবার বাড়ছে। আমাদের কাছে আমদানি করার মতো পাঁচ মাসের রিজার্ভ আছে। ভোজ্য তেল, জ্বালানি তেল, গম, ভুট্টা, খাদ্য বেশি দামে কিনে, অল্পদামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে। এই মানিকগঞ্জেও অনেক উন্নয়ন হয়েছে।’

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, মমতাজ বেগম এমপি, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন, অ্যাডভোকেট সানজিদা খানম ও সামছুন নাহার চাপা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত