Ajker Patrika

শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত মাহরীন চৌধুরী: রিজভী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২০: ৫৫
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের প্রয়াত শিক্ষিকার রয়েল পার্কের বাসায় তাঁর পরিবারকে সমাবেদনা জানাতে গিয়ে বুধবার (৩০ জুলাই) দুপুরে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ছাত্রছাত্রীরা সন্তানের চেয়ে বড়—তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোন কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী।

তিনি বলেন, ‘এটি মৃত্যুই নয় শুধু, এটি একটি আদর্শিক আত্মত্যাগ। তিনি নিভৃতে দায়িত্ব পালন করে গেছেন। এতটাই নিঃস্বার্থভাবে যে জাতি আজ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।’

রিজভী বলেন, ‘স্বার্থপর হলে তিনি ফিরে আসতে পারতেন। কিন্তু ছাত্রদের রক্ষায় তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এমন মানুষদের কারণেই পৃথিবী এখনো মানবিকতার আলোয় আলোকিত।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজ দেহের ৯০ শতাংশ পুড়ে গিয়ে শিক্ষক মাহরীন মৃত্যুবরণ করেন। আল্লাহ যেন প্রতিটি ঘরে এমন আদর্শবান মানুষ তৈরি করেন।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত