নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপি ক্ষমতায় গেলে বড় দলতো আছেই, সঙ্গে ছোট দলের মেধাবী ও প্রাজ্ঞদের নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘দেশে অনেক ছোট-বড় দল আছে। এসব দল বা দলের নেতারা একেবারে আমজনতার কাছে তেমন পরিচিত নয়, কিন্তু মেধাবী এবং প্রাজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে।’
‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বি–কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সভাটি আয়োজন করা হয়। মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভায় জাতীয় সরকার নিয়ে মতামত দেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে দাবি করে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারটি হবে প্রাজ্ঞ ও মেধাবীদের সম্মিলন।’
রুমিন ফারহানা বলেন, ‘দেশে অনেক ছোট বড় দল আছে। সেসব দলে অনেক মেধাবীরা আছেন। বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কারণ গত ১৫ বছরে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, বিএনপি মনে করে সেসব মেরামত বিএনপির একা করা সমীচীন হবে না। যদিও বিএনপি চাইলে করতে পারে। কিন্তু করবে না। কারণ বিএনপি বহুদলের বিশ্বাস করে। এই জন্য জাতীয় সরকারের কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি।’
দ্বি–কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্রের তিনটি বিভাগ—আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। এর মধ্যে আইন বিভাগের কাজ হলো শুধু আইন প্রণয়ন নয়, সেই সঙ্গে রাষ্ট্র প্রণয়নও। বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সংসদও স্বৈরতন্ত্র হয়ে উঠতে পারে। সে জন্য দ্বি–কক্ষ বিশিষ্ট ধারণাটা তারেক রহমান সাহেব নিয়ে আসছেন। এটির মাধ্যমে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসবে।’
এই সভায় বিএনপির জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে কৌশলী ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ওপর জোর দেওয়ার কথা বলেন নেতারা। ২০১৮ সালে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
মূল প্রবন্ধ পাঠ করেন মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপি ক্ষমতায় গেলে বড় দলতো আছেই, সঙ্গে ছোট দলের মেধাবী ও প্রাজ্ঞদের নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘দেশে অনেক ছোট-বড় দল আছে। এসব দল বা দলের নেতারা একেবারে আমজনতার কাছে তেমন পরিচিত নয়, কিন্তু মেধাবী এবং প্রাজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে।’
‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বি–কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সভাটি আয়োজন করা হয়। মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভায় জাতীয় সরকার নিয়ে মতামত দেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে দাবি করে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারটি হবে প্রাজ্ঞ ও মেধাবীদের সম্মিলন।’
রুমিন ফারহানা বলেন, ‘দেশে অনেক ছোট বড় দল আছে। সেসব দলে অনেক মেধাবীরা আছেন। বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কারণ গত ১৫ বছরে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, বিএনপি মনে করে সেসব মেরামত বিএনপির একা করা সমীচীন হবে না। যদিও বিএনপি চাইলে করতে পারে। কিন্তু করবে না। কারণ বিএনপি বহুদলের বিশ্বাস করে। এই জন্য জাতীয় সরকারের কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি।’
দ্বি–কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্রের তিনটি বিভাগ—আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। এর মধ্যে আইন বিভাগের কাজ হলো শুধু আইন প্রণয়ন নয়, সেই সঙ্গে রাষ্ট্র প্রণয়নও। বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সংসদও স্বৈরতন্ত্র হয়ে উঠতে পারে। সে জন্য দ্বি–কক্ষ বিশিষ্ট ধারণাটা তারেক রহমান সাহেব নিয়ে আসছেন। এটির মাধ্যমে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসবে।’
এই সভায় বিএনপির জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে কৌশলী ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ওপর জোর দেওয়ার কথা বলেন নেতারা। ২০১৮ সালে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
মূল প্রবন্ধ পাঠ করেন মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৮ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৯ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১০ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১২ ঘণ্টা আগে