নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপি ক্ষমতায় গেলে বড় দলতো আছেই, সঙ্গে ছোট দলের মেধাবী ও প্রাজ্ঞদের নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘দেশে অনেক ছোট-বড় দল আছে। এসব দল বা দলের নেতারা একেবারে আমজনতার কাছে তেমন পরিচিত নয়, কিন্তু মেধাবী এবং প্রাজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে।’
‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বি–কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সভাটি আয়োজন করা হয়। মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভায় জাতীয় সরকার নিয়ে মতামত দেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে দাবি করে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারটি হবে প্রাজ্ঞ ও মেধাবীদের সম্মিলন।’
রুমিন ফারহানা বলেন, ‘দেশে অনেক ছোট বড় দল আছে। সেসব দলে অনেক মেধাবীরা আছেন। বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কারণ গত ১৫ বছরে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, বিএনপি মনে করে সেসব মেরামত বিএনপির একা করা সমীচীন হবে না। যদিও বিএনপি চাইলে করতে পারে। কিন্তু করবে না। কারণ বিএনপি বহুদলের বিশ্বাস করে। এই জন্য জাতীয় সরকারের কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি।’
দ্বি–কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্রের তিনটি বিভাগ—আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। এর মধ্যে আইন বিভাগের কাজ হলো শুধু আইন প্রণয়ন নয়, সেই সঙ্গে রাষ্ট্র প্রণয়নও। বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সংসদও স্বৈরতন্ত্র হয়ে উঠতে পারে। সে জন্য দ্বি–কক্ষ বিশিষ্ট ধারণাটা তারেক রহমান সাহেব নিয়ে আসছেন। এটির মাধ্যমে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসবে।’
এই সভায় বিএনপির জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে কৌশলী ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ওপর জোর দেওয়ার কথা বলেন নেতারা। ২০১৮ সালে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
মূল প্রবন্ধ পাঠ করেন মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপি ক্ষমতায় গেলে বড় দলতো আছেই, সঙ্গে ছোট দলের মেধাবী ও প্রাজ্ঞদের নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘দেশে অনেক ছোট-বড় দল আছে। এসব দল বা দলের নেতারা একেবারে আমজনতার কাছে তেমন পরিচিত নয়, কিন্তু মেধাবী এবং প্রাজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে।’
‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বি–কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সভাটি আয়োজন করা হয়। মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভায় জাতীয় সরকার নিয়ে মতামত দেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে দাবি করে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারটি হবে প্রাজ্ঞ ও মেধাবীদের সম্মিলন।’
রুমিন ফারহানা বলেন, ‘দেশে অনেক ছোট বড় দল আছে। সেসব দলে অনেক মেধাবীরা আছেন। বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কারণ গত ১৫ বছরে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, বিএনপি মনে করে সেসব মেরামত বিএনপির একা করা সমীচীন হবে না। যদিও বিএনপি চাইলে করতে পারে। কিন্তু করবে না। কারণ বিএনপি বহুদলের বিশ্বাস করে। এই জন্য জাতীয় সরকারের কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি।’
দ্বি–কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্রের তিনটি বিভাগ—আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। এর মধ্যে আইন বিভাগের কাজ হলো শুধু আইন প্রণয়ন নয়, সেই সঙ্গে রাষ্ট্র প্রণয়নও। বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সংসদও স্বৈরতন্ত্র হয়ে উঠতে পারে। সে জন্য দ্বি–কক্ষ বিশিষ্ট ধারণাটা তারেক রহমান সাহেব নিয়ে আসছেন। এটির মাধ্যমে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসবে।’
এই সভায় বিএনপির জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে কৌশলী ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ওপর জোর দেওয়ার কথা বলেন নেতারা। ২০১৮ সালে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
মূল প্রবন্ধ পাঠ করেন মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৬ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৬ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৭ ঘণ্টা আগে