Ajker Patrika

সংলাপে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব, পিটার হাসকে জানাল জাতীয় পার্টি 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সংলাপে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব, পিটার হাসকে জানাল জাতীয় পার্টি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারে কে থাকবে, সে বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির অনড় অবস্থানের কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করে জাতীয় পার্টি। আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে এ কথা জানিয়েছে দলটি। 

আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার বাসভবনে ঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে মাসরুর মাওলা আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে কথা হয়েছে। রাষ্ট্রদূত বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে, নির্বাচনে তেমন পরিবেশ হওয়া উচিত। 

নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কী ভাবছে, রাষ্ট্রদূত তা জানতে চেয়েছেন বলে উল্লেখ করেন মাসরুর মাওলা। তিনি বলেন, রাষ্ট্রদূতকে বলা হয়েছে, আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা দল বিবেচনা করছে। 

চলমান রাজনৈতিক সংকট অবসানে সমঝোতার উপায় কী হতে পারে, সে প্রশ্নও রাষ্ট্রদূত উত্থাপন করেন। মাসরুর মাওলা জানান, রাষ্ট্রদূতকে বলা হয়েছে, জাতীয় পার্টি বিএনপির মতো রাজপথে জ্বালাও-পোড়াও ধরনের আন্দোলনের বিপক্ষে। জাতীয় পার্টি মনে করে সংলাপের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব। 

যুক্তরাষ্ট্র এর আগে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভিসা নীতি ঘোষণা দিয়েছে। সহসা বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দিতে যাচ্ছে কিনা, এ প্রশ্নটি জাতীয় পার্টি নেতারা তুলেছেন রাষ্ট্রদূতের কাছে। মাসরুর মাওলা জানান, পিটার হাস বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঠিক করে থাকে। এ বিষয়ে এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত