নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সাতটি থানার কারা নির্যাতিত নেতা-কর্মীদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন তো শেষ হয়নি। আমাদের আন্দোলনে এখনো আমরা রয়েছি। আমাদের লক্ষ্যে এখনো আমরা পৌঁছাতে পারিনি। আমরা এখনো সাহসে ভর করে, এত নিপীড়ন সহ্য করে, এই বৈশাখী খরতাপে এত মানুষ রৌদ্রতাপ উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন সদ্য কারামুক্তদের সংবর্ধিত করার জন্য।’
রিজভী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বা আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে আমাদের ২০ জন নেতা-কর্মী মারা গেছেন গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। পঙ্গু হয়েছেন অনেকেই। কারও পা চলে গেছে, কারও হাত চলে গেছে, আর কারও পৃথিবীর আলো চলে গেছে, দুই চোখ অন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে আজকে অনেক নেতা-কর্মী অন্ধ।’
এ সময় ভারতের সহায়তা নিয়েই সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন রিজভী। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি, আপনারা শুধু পার্শ্ববর্তী দেশকে (ভারত) খুশি করার জন্যই কথা বলেন। আপনারা যে কত ভণ্ড, কত আত্মপ্রবঞ্চক, এটা দেশবাসী জানে। এ জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন দেন না, মতপ্রকাশের স্বাধীনতা দেন না, এ জন্য জনগণের সমস্ত নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকারকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন।’
রিজভী বলেন, ‘আজকে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়, সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন, কোথায়ও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা বন্দী করে রেখে, এ দেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধু পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে।’
‘এবার আমরা বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব এ রকম কথা বলতে লজ্জা করল না? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ংকরতম সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশের রাষ্ট্র পরিচালনা করছে। বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। এটা কি মিথ্যা নাকি সত্য? সেই সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, একমাত্র তারা আপনাদের (সরকার) সমর্থন জানিয়েছে।’
‘ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক’ উল্লেখ করে রিজভী বলেন, ‘ইসরায়েল যখন হামাসের ওপর আক্রমণ করছে, নির্বিচারে বোমের আঘাতে শিশুরা আর্তনাদ করছে। এই সরকারের প্রধান তখন তাদের পক্ষে বললেন, খুব মায়া কান্না কাঁদলেন। আবার ইসরায়েলের বিমান এখানে (ঢাকায়) নেমেছে কেন? এই রহস্য কী? আমরা অনেক কথাই শুনি। বিরোধী দলের কথাবার্তা মোবাইল থেকে টেপ (রেকর্ড) করার জন্য নাকি যন্ত্র কেনা হচ্ছে ইসরায়েল থেকে। আর মায়া কান্না দেখাচ্ছেন...এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা।’
রিজভী আরও বলেন, ‘অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে শেখ হাসিনার। তা না হলে ওদের (ইসরায়েল) সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের পাসপোর্টে লেখা ছিল সব দেশে ভ্রমণ করা যাবে এক্সসেপ্ট ইসরায়েল। ইসরায়েল ছাড়া প্রত্যেকটা দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা। এখন সেটা তুলে দিয়েছে। মুখে বলছে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নাই। কিন্তু প্রধানমন্ত্রী, ওই যে তাদের একজন মন্ত্রী বলেছেন না যে তলে তলে সব ঠিক করে...তলে তলে ঠিকই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে।’
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. মোস্তফা জামানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উত্তরের সদস্যসচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, এ বি এম আবদুর রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, হাজি মো. ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।
বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সাতটি থানার কারা নির্যাতিত নেতা-কর্মীদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন তো শেষ হয়নি। আমাদের আন্দোলনে এখনো আমরা রয়েছি। আমাদের লক্ষ্যে এখনো আমরা পৌঁছাতে পারিনি। আমরা এখনো সাহসে ভর করে, এত নিপীড়ন সহ্য করে, এই বৈশাখী খরতাপে এত মানুষ রৌদ্রতাপ উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন সদ্য কারামুক্তদের সংবর্ধিত করার জন্য।’
রিজভী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বা আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে আমাদের ২০ জন নেতা-কর্মী মারা গেছেন গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। পঙ্গু হয়েছেন অনেকেই। কারও পা চলে গেছে, কারও হাত চলে গেছে, আর কারও পৃথিবীর আলো চলে গেছে, দুই চোখ অন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে আজকে অনেক নেতা-কর্মী অন্ধ।’
এ সময় ভারতের সহায়তা নিয়েই সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন রিজভী। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি, আপনারা শুধু পার্শ্ববর্তী দেশকে (ভারত) খুশি করার জন্যই কথা বলেন। আপনারা যে কত ভণ্ড, কত আত্মপ্রবঞ্চক, এটা দেশবাসী জানে। এ জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন দেন না, মতপ্রকাশের স্বাধীনতা দেন না, এ জন্য জনগণের সমস্ত নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকারকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন।’
রিজভী বলেন, ‘আজকে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়, সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন, কোথায়ও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা বন্দী করে রেখে, এ দেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধু পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে।’
‘এবার আমরা বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব এ রকম কথা বলতে লজ্জা করল না? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ংকরতম সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশের রাষ্ট্র পরিচালনা করছে। বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। এটা কি মিথ্যা নাকি সত্য? সেই সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, একমাত্র তারা আপনাদের (সরকার) সমর্থন জানিয়েছে।’
‘ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক’ উল্লেখ করে রিজভী বলেন, ‘ইসরায়েল যখন হামাসের ওপর আক্রমণ করছে, নির্বিচারে বোমের আঘাতে শিশুরা আর্তনাদ করছে। এই সরকারের প্রধান তখন তাদের পক্ষে বললেন, খুব মায়া কান্না কাঁদলেন। আবার ইসরায়েলের বিমান এখানে (ঢাকায়) নেমেছে কেন? এই রহস্য কী? আমরা অনেক কথাই শুনি। বিরোধী দলের কথাবার্তা মোবাইল থেকে টেপ (রেকর্ড) করার জন্য নাকি যন্ত্র কেনা হচ্ছে ইসরায়েল থেকে। আর মায়া কান্না দেখাচ্ছেন...এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা।’
রিজভী আরও বলেন, ‘অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে শেখ হাসিনার। তা না হলে ওদের (ইসরায়েল) সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের পাসপোর্টে লেখা ছিল সব দেশে ভ্রমণ করা যাবে এক্সসেপ্ট ইসরায়েল। ইসরায়েল ছাড়া প্রত্যেকটা দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা। এখন সেটা তুলে দিয়েছে। মুখে বলছে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নাই। কিন্তু প্রধানমন্ত্রী, ওই যে তাদের একজন মন্ত্রী বলেছেন না যে তলে তলে সব ঠিক করে...তলে তলে ঠিকই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে।’
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. মোস্তফা জামানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উত্তরের সদস্যসচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, এ বি এম আবদুর রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, হাজি মো. ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৬ ঘণ্টা আগে