বন্ধুতার বয়স উনিশ-কুড়ি
আমার স্কুল-কলেজের বন্ধুরা বেশিরভাগই মেধাবী ছিল। আমি ছাড়া সবাই তুখোড় ছাত্র ছিল। আমরা বেশির ভাগই ইন্টারমিডিয়েট পর্যন্ত একসঙ্গে পড়েছি। একমাত্র আমারই শিল্পী হওয়ার ভূত চেপেছিল মাথায়। বাকিরা তাদের মেধা, নিষ্ঠা, সততা, পরিশ্রম দিয়ে আরদ্ধ জায়গায় পৌঁছে গেছে। কেউ সরকারের সচিব, কেউ অধ্যাপক, কেউ খ্যাতিমান নাট্যক