সম্পাদকীয়
মায়া, মমতা, ভালোবাসা অমূল্য পরশপাথর। মনের ভেতরের এই সংবেদনশীল অনুভূতির টানেই পরিবার, সমাজ ও দেশে দেশে মানুষে মানুষে অকৃত্রিম ভ্রাতৃত্ববোধ ও বন্ধন গড়ে উঠেছে। শত মহামারি, যুদ্ধ, সংঘাত, হানাহানির মধ্যেও তা এখনো শেষ হয়ে যায়নি বলেই পৃথিবী আজও বাসযোগ্য। শেষ পর্যন্ত মানুষই সব। তাই মানুষই মানুষের পাশে দাঁড়ায়, সহায়তায় এগিয়ে আসে।
এখন বিশ্বব্যাপী যে করোনা মহামারি, তার চেয়ে কঠিন মৃত্যুযুদ্ধ আর কী হতে পারে! বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে জীবনরক্ষাকারী আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী নেই; সেখানে সরকারের একার পক্ষে বিপুল জনগোষ্ঠীকে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়া আসলেই কঠিন। বাংলাদেশে করোনার আঘাতের প্রথম থেকেই ভেন্টিলেটর, আইসিইউ উপকরণের সংকট ছিল। সময়ের ব্যবধানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খুব যে সহজলভ্য হয়েছে, তা নয়। এখন দেখা যাচ্ছে, হাসপাতালগুলোতে কোনো আইসিইউ খালি নেই। পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। শ্বাস না নিতে পেরে অসহায়ের মতো নিদারুণ কষ্টে জীবন দিচ্ছে অনেক মানুষ।
সংক্রমণ শুধুই বাড়ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হলে সামনে কী পরিণতি হবে, তা এখনই বলা যাচ্ছে না। আশঙ্কা করা যায়, তখন চিকিৎসা খাতে আরও করুণ দৃশ্য দেখতে হতে পারে। ঠিক এমন সময়েই একটি স্বস্তির খবর হলো, যুক্তরাষ্ট্রের প্রবাসী কয়েকজন চিকিৎসক বাংলাদেশের জন্য ২৫০টি আইসিইউ ভেন্টিলেটর পাঠিয়েছেন।
ভেন্টিলেটরগুলো এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এগুলো পর্যায়ক্রমে এখন দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও অনাবাসী বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদ ভেন্টিলেটরগুলো বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তাঁর সঙ্গে আরও রয়েছেন কয়েকজন বাংলাদেশি চিকিৎসক। বাংলাদেশের গরিব ও দুস্থ করোনা রোগীদের চিকিৎসার জন্য আমেরিকার বাঙালি চিকিৎসকদের গড়া সংগঠন অপশিনি বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় ঢাকায় পাঠানো হয়েছে এসব পোর্টেবল ভেন্টিলেটর।
প্রতিটি ভেন্টিলেটরের দাম ১০ থেকে ১২ লাখ টাকা। দামে যা-ই হোক, এই দুঃসময়ে তাঁরা সুদূর আমেরিকা থেকে দেশের মানুষের টানে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এ জন্য অবশ্যই তাঁরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। একই সঙ্গে আমাদের দেশেও এ রকম অসংখ্য ধনী মানুষ আছেন, যাঁরা চাইলে একা কিংবা কয়েকজন একসঙ্গে এ রকম আইসিইউ ভেন্টিলেটর দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। সরকারের একার পক্ষে সব দিক সামাল দেওয়া সত্যি কঠিন। বিদেশে বসে প্রবাসীরা যদি এমন উদ্যোগ নিতে পারেন, তবে দেশের ভেতরে সরকারের কাছ থেকে নানান সুযোগ-সুবিধা নেওয়া ধনী বা করপোরেট প্রতিষ্ঠানগুলোও এ মহৎ কাজে সরকার ও মানুষের পাশে থাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি। দুঃসময়েই মায়া, মমতা, ভালোবাসার প্রকাশ বোঝা যায়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়।
মায়া, মমতা, ভালোবাসা অমূল্য পরশপাথর। মনের ভেতরের এই সংবেদনশীল অনুভূতির টানেই পরিবার, সমাজ ও দেশে দেশে মানুষে মানুষে অকৃত্রিম ভ্রাতৃত্ববোধ ও বন্ধন গড়ে উঠেছে। শত মহামারি, যুদ্ধ, সংঘাত, হানাহানির মধ্যেও তা এখনো শেষ হয়ে যায়নি বলেই পৃথিবী আজও বাসযোগ্য। শেষ পর্যন্ত মানুষই সব। তাই মানুষই মানুষের পাশে দাঁড়ায়, সহায়তায় এগিয়ে আসে।
এখন বিশ্বব্যাপী যে করোনা মহামারি, তার চেয়ে কঠিন মৃত্যুযুদ্ধ আর কী হতে পারে! বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে জীবনরক্ষাকারী আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী নেই; সেখানে সরকারের একার পক্ষে বিপুল জনগোষ্ঠীকে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়া আসলেই কঠিন। বাংলাদেশে করোনার আঘাতের প্রথম থেকেই ভেন্টিলেটর, আইসিইউ উপকরণের সংকট ছিল। সময়ের ব্যবধানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খুব যে সহজলভ্য হয়েছে, তা নয়। এখন দেখা যাচ্ছে, হাসপাতালগুলোতে কোনো আইসিইউ খালি নেই। পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। শ্বাস না নিতে পেরে অসহায়ের মতো নিদারুণ কষ্টে জীবন দিচ্ছে অনেক মানুষ।
সংক্রমণ শুধুই বাড়ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হলে সামনে কী পরিণতি হবে, তা এখনই বলা যাচ্ছে না। আশঙ্কা করা যায়, তখন চিকিৎসা খাতে আরও করুণ দৃশ্য দেখতে হতে পারে। ঠিক এমন সময়েই একটি স্বস্তির খবর হলো, যুক্তরাষ্ট্রের প্রবাসী কয়েকজন চিকিৎসক বাংলাদেশের জন্য ২৫০টি আইসিইউ ভেন্টিলেটর পাঠিয়েছেন।
ভেন্টিলেটরগুলো এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এগুলো পর্যায়ক্রমে এখন দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও অনাবাসী বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদ ভেন্টিলেটরগুলো বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তাঁর সঙ্গে আরও রয়েছেন কয়েকজন বাংলাদেশি চিকিৎসক। বাংলাদেশের গরিব ও দুস্থ করোনা রোগীদের চিকিৎসার জন্য আমেরিকার বাঙালি চিকিৎসকদের গড়া সংগঠন অপশিনি বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় ঢাকায় পাঠানো হয়েছে এসব পোর্টেবল ভেন্টিলেটর।
প্রতিটি ভেন্টিলেটরের দাম ১০ থেকে ১২ লাখ টাকা। দামে যা-ই হোক, এই দুঃসময়ে তাঁরা সুদূর আমেরিকা থেকে দেশের মানুষের টানে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এ জন্য অবশ্যই তাঁরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। একই সঙ্গে আমাদের দেশেও এ রকম অসংখ্য ধনী মানুষ আছেন, যাঁরা চাইলে একা কিংবা কয়েকজন একসঙ্গে এ রকম আইসিইউ ভেন্টিলেটর দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। সরকারের একার পক্ষে সব দিক সামাল দেওয়া সত্যি কঠিন। বিদেশে বসে প্রবাসীরা যদি এমন উদ্যোগ নিতে পারেন, তবে দেশের ভেতরে সরকারের কাছ থেকে নানান সুযোগ-সুবিধা নেওয়া ধনী বা করপোরেট প্রতিষ্ঠানগুলোও এ মহৎ কাজে সরকার ও মানুষের পাশে থাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি। দুঃসময়েই মায়া, মমতা, ভালোবাসার প্রকাশ বোঝা যায়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়।
নজরুলের মূল শক্তি ছিল তাঁর গতি এবং কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ। কোমলে-কঠোরে গড়া ছিল তাঁর জীবন। তাই প্রেমের কবিতা, সাম্যের কবিতা, ইসলামি কবিতা কিংবা শ্যামা সংগীত, কোনোখানেই তিনি স্থির হয়ে দাঁড়াননি। যা কিছু সুন্দর, তার প্রতি আস্থা রেখেছেন আজীবন।
১৮ ঘণ্টা আগেহোয়াইট হাউসে সপ্তাহখানেক আগে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার...
১৮ ঘণ্টা আগেময়মনসিংহের তারাকান্দা এন ইসলামিয়া একাডেমি কলেজে একজন আয়াকে প্রভাষক ও নিয়মবহির্ভূতভাবে অফিস সহকারী নিয়োগ এবং একই প্রভাষককে দুই বিষয়ে নিয়োগ দেখিয়ে ২২ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বছরের...
১৮ ঘণ্টা আগে২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লিঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১২ আগস্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কৃষিঋণের সবটাই কৃষকের কাছে পৌঁছায় কি না, বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করছে। আমরা চাই, শতভাগ কৃষিঋণ কৃষকের কাছে যাক। দালালের কাছে যেন না যায়।
২ দিন আগে