সম্পাদকীয়
বেছে বেছে এ বিষয়টি নিয়ে সম্পাদকীয় লেখার একটা বিশেষ কারণ আছে। ‘স্বাধীনতা’ শব্দটি কী করে আমাদের হয়েছিল, সে কথা প্রত্যেকে বুঝতে পারলে ভালো হতো। দুঃখের বিষয় হলো, সেটা সবাই বুঝতে পারে না। ‘স্বাধীনতা’ শব্দটি যদি হৃদয়কে স্পর্শ না করে, তাহলে প্রতিটি দিনকেই নতুন নতুন করে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দিলেও কিছু আসে-যায় না। শব্দটি তখন হয়ে যায় নিছক বারোয়ারি এক শব্দ। কোনো সচেতন মানুষ সত্যিকারের স্বাধীনতা পেলে এ রকম ছেলেমানুষি করে না। তবে এটাও বলা প্রয়োজন, স্বাধীনতার কথা বলে ফায়দা লোটার মানুষের যে কমতি নেই, তারই একটি প্রকৃষ্ট উদাহরণ দেওয়া যাবে সাভারের কাতলাপুরের বংশী নদীর মিলন ঘাটে।
যাত্রী পারাপারের জন্য যে দুটি ট্রলার এখানে ব্যবহৃত হতো, সেই ট্রলার দুটি নিয়েই কাহিনি। ইজারাদারের কাছে ‘মাত্র’ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন খান বংশীয় কয়েকজন। এ দেশ থেকে আইয়ুব খান, ইয়াহিয়া খানদের হটিয়ে দেওয়া হলেও অন্তর খান, মোর্শেদ খানেরা রয়ে গেছেন। সাভারের ওই এলাকায় তাঁরা এখন কিছু ‘করে’ খেতে চাইছেন। বিএনপির এই নেতাদের খায়েশ হয়েছে চাঁদাবাজির, সে কথাই জানিয়েছেন ইজারাদারের ছেলে। চাঁদা না পেয়ে ইজারাদারকে মারধরও করেছেন তাঁরা। এবং নগদ অর্থ না পাওয়ায় অস্ত্রের মুখে স্থানীয় মানুষদের ভয় দেখিয়ে নিয়ে গেছেন ট্রলার দুটি! নিশ্চয়ই তাঁরা ভাবছেন, ‘টাকা তো দিলি না, এখন বোঝ, কত ধানে কত চাল!’
আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে দম্ভের কারণে আর কাউকে কোনো রকম ‘স্পেস’ না দেওয়ার কারণে। সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা বা প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের ক্ষতি ডেকে আনার কারণে। অথচ এখনো সেই একই ট্র্যাডিশনে চলছে দেশ। শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার সুযোগে যে যেখানে পারছে লুটেপুটে খাচ্ছে। সবার মুখে মুক্তির বার্তা, কিন্তু সাধারণ জনগণ সেই মুক্তির ঠিকানা পায়নি। নতুন ও পুরোনো রাজনৈতিক দলগুলোর আচরণেই বোঝা যাচ্ছে—দেশ সেই তিমিরেই রয়ে গেছে, যে তিমিরে ছিল।
বিএনপির নামেই সবচেয়ে বেশি লুটপাট, চাঁদাবাজির অভিযোগ আসছে। তাই বলে অন্য দলগুলো নীরব দর্শক হয়ে আছে—এ রকম ভাববার কোনো কারণ নেই। ওয়াসার নিয়োগের ব্যাপারে শিক্ষার্থীদের তৈরি করা নতুন দলটির সম্পৃক্তির কথাও শোনা যাচ্ছে। সরকারি কর্মচারীদের রদবদলে কারা ঘুঁটি নাড়ছে, সে ব্যাপারেও বহু কথা শোনা যায়। আমরা সেসব বিষয়ে বিশদ আলোচনায় যাব না। আমরা এখন ওই অন্তর খান ও মোর্শেদ খানেরা যেন সাভার গিলে ‘খেতে’ না পারেন, সেদিকে নজর দিতে পারি। ট্রলার দুটো মটর দানার মতো ছোট নয় বলেই ওগুলো খুঁজে পাওয়া গেছে। খানেরা বেশি দূর নিয়ে যেতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দৃর্বৃত্তদের গ্রেপ্তার করতে না পারলেও ট্রলার দুটি একদিন পরই উদ্ধার করতে পেরেছে। এখন দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সময় এসেছে, জনগণের ভেতর থেকেও প্রতিরোধ জেগে উঠতে হবে। রাজনীতির নামে চাঁদাবাজি-লুটপাট দেশকে অন্ধকারের দিকেই নিয়ে যাবে।
বেছে বেছে এ বিষয়টি নিয়ে সম্পাদকীয় লেখার একটা বিশেষ কারণ আছে। ‘স্বাধীনতা’ শব্দটি কী করে আমাদের হয়েছিল, সে কথা প্রত্যেকে বুঝতে পারলে ভালো হতো। দুঃখের বিষয় হলো, সেটা সবাই বুঝতে পারে না। ‘স্বাধীনতা’ শব্দটি যদি হৃদয়কে স্পর্শ না করে, তাহলে প্রতিটি দিনকেই নতুন নতুন করে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দিলেও কিছু আসে-যায় না। শব্দটি তখন হয়ে যায় নিছক বারোয়ারি এক শব্দ। কোনো সচেতন মানুষ সত্যিকারের স্বাধীনতা পেলে এ রকম ছেলেমানুষি করে না। তবে এটাও বলা প্রয়োজন, স্বাধীনতার কথা বলে ফায়দা লোটার মানুষের যে কমতি নেই, তারই একটি প্রকৃষ্ট উদাহরণ দেওয়া যাবে সাভারের কাতলাপুরের বংশী নদীর মিলন ঘাটে।
যাত্রী পারাপারের জন্য যে দুটি ট্রলার এখানে ব্যবহৃত হতো, সেই ট্রলার দুটি নিয়েই কাহিনি। ইজারাদারের কাছে ‘মাত্র’ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন খান বংশীয় কয়েকজন। এ দেশ থেকে আইয়ুব খান, ইয়াহিয়া খানদের হটিয়ে দেওয়া হলেও অন্তর খান, মোর্শেদ খানেরা রয়ে গেছেন। সাভারের ওই এলাকায় তাঁরা এখন কিছু ‘করে’ খেতে চাইছেন। বিএনপির এই নেতাদের খায়েশ হয়েছে চাঁদাবাজির, সে কথাই জানিয়েছেন ইজারাদারের ছেলে। চাঁদা না পেয়ে ইজারাদারকে মারধরও করেছেন তাঁরা। এবং নগদ অর্থ না পাওয়ায় অস্ত্রের মুখে স্থানীয় মানুষদের ভয় দেখিয়ে নিয়ে গেছেন ট্রলার দুটি! নিশ্চয়ই তাঁরা ভাবছেন, ‘টাকা তো দিলি না, এখন বোঝ, কত ধানে কত চাল!’
আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে দম্ভের কারণে আর কাউকে কোনো রকম ‘স্পেস’ না দেওয়ার কারণে। সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা বা প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের ক্ষতি ডেকে আনার কারণে। অথচ এখনো সেই একই ট্র্যাডিশনে চলছে দেশ। শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার সুযোগে যে যেখানে পারছে লুটেপুটে খাচ্ছে। সবার মুখে মুক্তির বার্তা, কিন্তু সাধারণ জনগণ সেই মুক্তির ঠিকানা পায়নি। নতুন ও পুরোনো রাজনৈতিক দলগুলোর আচরণেই বোঝা যাচ্ছে—দেশ সেই তিমিরেই রয়ে গেছে, যে তিমিরে ছিল।
বিএনপির নামেই সবচেয়ে বেশি লুটপাট, চাঁদাবাজির অভিযোগ আসছে। তাই বলে অন্য দলগুলো নীরব দর্শক হয়ে আছে—এ রকম ভাববার কোনো কারণ নেই। ওয়াসার নিয়োগের ব্যাপারে শিক্ষার্থীদের তৈরি করা নতুন দলটির সম্পৃক্তির কথাও শোনা যাচ্ছে। সরকারি কর্মচারীদের রদবদলে কারা ঘুঁটি নাড়ছে, সে ব্যাপারেও বহু কথা শোনা যায়। আমরা সেসব বিষয়ে বিশদ আলোচনায় যাব না। আমরা এখন ওই অন্তর খান ও মোর্শেদ খানেরা যেন সাভার গিলে ‘খেতে’ না পারেন, সেদিকে নজর দিতে পারি। ট্রলার দুটো মটর দানার মতো ছোট নয় বলেই ওগুলো খুঁজে পাওয়া গেছে। খানেরা বেশি দূর নিয়ে যেতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দৃর্বৃত্তদের গ্রেপ্তার করতে না পারলেও ট্রলার দুটি একদিন পরই উদ্ধার করতে পেরেছে। এখন দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সময় এসেছে, জনগণের ভেতর থেকেও প্রতিরোধ জেগে উঠতে হবে। রাজনীতির নামে চাঁদাবাজি-লুটপাট দেশকে অন্ধকারের দিকেই নিয়ে যাবে।
নেদারল্যান্ডসের নাগরিক পিটার ভ্যান উইঙ্গারডেন ও মিনকে ভ্যান উইঙ্গারডেন। তাঁরা ২০১২ সালে নিউইয়র্ক সিটিতে বিজনেস ট্রিপে গিয়েছিলেন। সেখানে হারিকেন স্যান্ডির মুখোমুখি হন। হারিকেন স্যান্ডি ম্যানহাটানকে প্লাবিত করে। সেখানকার বাসিন্দাদের বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দীর্ঘ সময় কাটাতে হয়। ঝড়ের কারণে
১৬ ঘণ্টা আগেআমাদের পুঁজিতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে শ্রমিকশ্রেণির প্রকৃত স্বার্থরক্ষার উপায় নেই। যেহেতু বিদ্যমান ব্যবস্থাটি হচ্ছে শ্রম-শোষণের এবং শ্রমিক-নিগ্রহের উর্বর ক্ষেত্র। সে ক্ষেত্রে শ্রমিকশ্রেণির স্বার্থরক্ষা কিংবা সুরক্ষার উপায় নেই। শ্রমিকমাত্রই শ্রমবাজারে শ্রম বিনিয়োগ করবেন এবং বিনিময়ে পাবেন মজুরি।
১৬ ঘণ্টা আগেদিন দিন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে। মানসিক বিড়ম্বনাকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। ধারণাটা হয়তো এ রকম যে, মরতে যখন হবেই তখন আজই কী আর কালইবা কী! স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা যখন নেই, তখন অস্বাভাবিক মৃত্যু যেকোনো সময় হতেই পারে। তবে মৃত্যুর প্রস্তুতিটা সহজ নয়; বেশ কঠিন।
১৭ ঘণ্টা আগেসাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে অর্ধলক্ষাধিক মানুষ কপোতাক্ষ, খোলপেটুয়া ও ইছামতী নদী থেকে চিংড়ির পোনা সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নদী থেকে এভাবে পোনা মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু তাদের দৈনিক আয় সামান্য হলেও বিকল্প কর্মসংস্থানের অভাবে তারা এ কাজ করতে বাধ্য হচ্ছে। মৎস্য কর্মকর্তারা বিকল্প জীবিকার কথা বলে
১৭ ঘণ্টা আগে