Ajker Patrika

কঠিন সময়

সম্পাদকীয়
কঠিন সময়

একই দিনে দুটি ভিন্নধর্মী সংবাদ। একটিতে দেখা যায় আশার আলো, অন্যটিতে মেঘাচ্ছন্ন আকাশের ইঙ্গিত। এ মাসের শুরুতে হঠাৎ করে পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণায় খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে ধস নেমেছে, এক দিনেই হাজার হাজার ডলার হারিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই বাণিজ্যযুদ্ধের সরাসরি প্রভাব পড়বে মার্কিন জনজীবনে। সারা বিশ্বের মানুষও এই অসম প্রতিযোগিতায় বিপদে পড়বে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের সিদ্ধান্তবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমে এসেছে জনগণ। ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর এই পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করবেন। এটা অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্যও একটা সুসংবাদ।

অন্যদিকে একই দিনে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। তাদের এই সিদ্ধান্তের যে কারণই দেখানো হোক না কেন, এটা যে ভারত- বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের ফল, তা বুঝতে কষ্ট হয় না। চীন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার নিয়ে চীনের সহযোগিতায় যে বাণিজ্যিক সম্ভাবনার কথা বলে এলেন, তারই প্রতিক্রিয়ায় ভারত এ রকম সিদ্ধান্ত নিল কি না, তা-ও ভেবে দেখা দরকার।

বিমসটেকে বাংলাদেশ ও ভারতের দুই শীর্ষ নেতার বৈঠকের পর মনে হচ্ছিল দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে মোড় নিচ্ছে। কিন্তু ট্রান্সশিপমেন্ট-বিষয়ক ভারতীয় সিদ্ধান্তের পর মনে হচ্ছে, বরফ সহজে গলবার নয়।

বাংলাদেশ ও ভারতের সমস্যাগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক। কিন্তু এই সম্পর্ককে ধর্মীয় দিক থেকে অযথা উত্তপ্ত করে তোলা হয়। এ দেশে ভারতবিরোধিতা কিংবা ভারতে বাংলাদেশবিরোধিতা করা হয় মূলত সাম্প্রদায়িক প্রসঙ্গ টেনে এনে। পরস্পর সহনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ককে দেখা হলে দুই দেশের মধ্যে বিরাজমান অনেক সংকটই কাটিয়ে ওঠা যেত। কিন্তু দুই দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন দেশ দুটির সম্পর্ক উত্তপ্ত রাখতেই পছন্দ করে। এই মনস্তত্ত্ব থেকে বের হয়ে আসতে না পারলে কখনোই দুই দেশের সম্পর্ক মসৃণ হবে না।

ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। এই সমস্যা সমাধানের জন্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কাজে লাগানো দরকার। দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ হিসেবে ভারত যদি মনে করে এই অঞ্চলে দাদাগিরি করবে, তাহলে তা ঠিক হবে না। ভারতকে বুঝতে হবে, প্রতিবেশীদের সঙ্গে চলতে হয় সমঝোতার ওপর ভিত্তি করে। তাকে যোগ্য মর্যাদা দিয়ে। অপরপক্ষে বাংলাদেশ থেকেও ভারত সম্পর্কে উসকানিমূলক কথাবার্তা না বলে সংকট কাটিয়ে তোলার যোগ্য ভাষা ব্যবহার করতে হবে।

অস্থির সময়ে সব দেশেরই উচিত ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করা।

নইলে যে সংকট তৈরি হবে, তা কাটিয়ে ওঠা সহজ হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত