Ajker Patrika

নুরুলের টাকার মেশিন!

সম্পাদকীয়
নুরুলের টাকার মেশিন!

এ যেন রূপকথা! গল্পের নায়ক ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তাঁর একটি টাকার মেশিন আছে! সেই মেশিনের একদিক দিয়ে কাগজ দিচ্ছেন আর তা অপরদিক দিয়ে কড়কড়ে টাকার নোট হয়ে বের হচ্ছে!

আহা…কী যে সুখ! টাকা আর টাকা!

গল্পে কিংবা কিসসায় এমন রোমাঞ্চকর ঘটনা পড়ে ছোটবেলায় নিশ্চয় অদ্ভুত ভালো লাগায় শিহরিত হয়েছেন অনেকে! পরে যখন ঘোর কেটেছে, তখন বোঝা যেত এটা আসলে গল্প। গল্পের ঘটনা কখনো বাস্তব হয় না!

তবে না। কখনো কখনো এমন কিছু ঘটনা বাস্তবে ঘটে, যা রূপকথাকেও হার মানায়। অনেক রোমাঞ্চকর গল্পের চেয়েও শিহরণজাগানিয়া ওই সব গল্প। এমনই বিস্ময়কর এক ঘটনার বাস্তব নায়ক নুরুল ইসলাম। যিনি পেশায় একজন চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর। দৈনিক বেতন ১৩০ টাকা। এখন তাঁর সম্পদের পরিমাণ ৪৬০ কোটি টাকা! ঢাকায় ৬টি বাড়ি, ১৩টি প্লট, সাভারে ৭টি জমি, ৪টি রিকশার গ্যারেজ, টেকনাফে বাগানবাড়ি, সেন্ট মার্টিনে আরও ৩৭টি প্লট, ব্যাংকে ১ কোটি ১৯ লাখ টাকা। সাভারে তিন একর জমির ওপর নির্মাণাধীন পার্ক আর ক্রয় প্রক্রিয়ায় আছে একটি জাহাজ! এগুলো কোনোটিই গল্প নয়; বাস্তব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার পর নুরুলের এ রূপকথার চেয়েও বিস্ময়কর অর্থ-সম্পদের তথ্য বের হয়ে এসেছে। গণমাধ্যমে খবর হয়েছে, নুরুল ইসলাম ২০০১ সালে টেকনাফ স্থলবন্দরে কম্পিউটার অপারেটর হিসেবে কাজে যোগ দিয়েই সিন্ডিকেট গড়ে তোলেন। ধীরে ধীরে পণ্য খালাসের কর্তৃত্বসহ ভেতরে-বাইরে দালালি শুরু করেন। ২০০৯ সালে চাকরি ছেড়ে নতুন সিন্ডিকেট গড়ে তোলেন। পাশাপাশি মিয়ানমার থেকে আনা কাঠ, শুঁটকি, মাছসহ অন্যান্য বৈধ পণ্যের আড়ালে অবৈধ পণ্যের কারবার করতে থাকেন। এভাবে বিপুল পরিমাণ অর্থের মালিক হন তিনি। গ্রেপ্তারের সময়ও তাঁর কাছে বিপুল পরিমাণ নগদ টাকা ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

শুল্কবন্দর ঘিরে অবৈধ কারবার, শুল্ক ফাঁকি, চোরাকারবারি, অবৈধ পণ্যের বাণিজ্য ইত্যাদি সব অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা নতুন নয়। প্রায় এক দশক আগে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির রাজস্ব খাতের সার্বিক অনিয়ম নিয়ে করা একটি বিশদ গবেষণায়ও বন্দরকেন্দ্রিক দুর্নীতি, শুল্ক ফাঁকি, অবৈধ চোরাচালানের তথ্য উঠে এসেছিল। এ ছাড়া এমন ঘটনা প্রায়ই গণমাধ্যমেও আসছে। তবে সবকিছু ছাপিয়ে একজন সামান্য নুরুল ইসলামের এমন অসামান্য ঘটনা সবার চোখ আকাশে তুলে দিয়েছে! একজন চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর, যাঁর দৈনিক হাজিরা মাত্র ১৩০ টাকা। তিনি কিনা ৪৬০ কোটি টাকার মালিক! অবিশ্বাস্য!

দেশে কি টাকা কামানো এত সহজ? কতটা বেপরোয়া, চতুর এবং প্রভাবশালী হলে এটা সম্ভব? তিনি নিজে ৪৬০ কোটি টাকা বানিয়েছেন। আর নেপথ্যে নিশ্চয় এমন সব কারিগর রয়েছেন, যাঁরা তাঁকে সহায়তা দিয়ে যাচ্ছেন।

এসব বেপরোয়া, বল্গাহীন দুর্নীতিবাজ, দুর্বৃত্তদের চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। তাঁরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বের হয়ে যেতে না পারেন, তা শক্ত হাতে ধরতে হবে। এটা সমাজ, একটি সুন্দর-কল্যাণকামী রাষ্ট্রের সুশাসনের পথে বাজে উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে যাতে কেউই এমন দুর্নীতি করতে সাহস না পায়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত