মনোতোষ কুমার দে
৭১ সারের ১৪ এপ্রিল ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারকবলিত হয়। আর তখনই আমাদের প্রিয় জনপদের মানুষ হয়ে পড়েন মৃত্যু আতঙ্কে হতবিহ্বল, দিশেহারা। সবারই জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। সবারই মুখ ভয়ে কেমন ফ্যাকাশে হয়ে যায়। গর্জে ওঠা মেশিনগানের মুখে গ্রাম স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর আসে, খবর নয় দুঃসংবাদ—
‘প্রতিবেশী গ্রাম দগ্ধ; আহত গাছের/ ডালে ঝোলে বৃদ্ধ মৃতদেহ। আলে রক্তরাঙা শাড়ি। বন্দুকের/ নলের হুকুমে গ্রাম্যজন নেয় মেনে অবরুদ্ধ যন্ত্রণায়/ যান্ত্রিক কাতারবন্দি মৃত্যু।’ গোটা দেশের মতোই এই ঠাকুরগাঁও মৃত্যুপুরীতে পরিণত হয়। সবাই প্রহর গুনতে থাকে নির্মম মৃত্যুর। মৃত্যুর থাবা থেকে রক্ষা পেতে নিরুপায় হয়ে আশ্রয় নেয় গ্রামে, গ্রামের ঝোপঝাড়-জঙ্গলে, তবু নিষ্কৃতি নেই। ভয়াবহ মৃত্যুদূত এসে পড়ে যখন-তখন।
এমনি যখন মৃত্যুবিভীষিকা ছড়িয়ে পড়েছে সর্বত্র, যখন কোনো কৌশলে প্রাণ রক্ষার কোনো উপায়ই ছিল না তাঁদের, তখন তাঁরা পুরুষানুক্রমিক ভিটেমাটি ছেড়ে দেশান্তর হতে চেয়েছিলেন। তাঁরা এই ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বাঞ্চলের বেশকিছু গ্রামের মানুষ। তাঁরা হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নর-নারী। আর এই গ্রামগুলো হলো জগন্নাথপুর, চকহলদি, সিঙ্গিয়া, চ-ীপুর, আলমপুর, বাসুদেবপুর, গৌরীপুর মিলনপুর, খামার ভোপলা, শুকান পুকুরি, ঢাবঢুবসহ অনেক গ্রাম। এসব গ্রাম থেকে হেঁটে হেঁটে তাঁরা সীমান্তের উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জাঠিভাঙ্গায় পাক হানাদার বাহিনীর কিছু চিহ্নিত দোসর তাঁদের আটকে দেয়। নিরাপত্তার আশ্বাস দিয়ে তাঁদের আশ্রয় দেয় ওই এলাকার পরিত্যক্ত ঘরবাড়িতে। ওই বাড়িগুলো ছিল কয়েক দিন আগেই চলে যাওয়া লোকজনের শূন্য ঘরদোর।
সন্ধ্যা হওয়ায় এবং ক্লান্ত বোধ করায় তাঁরা সেখানে রাত্রি যাপন করতে বাধ্য হন। একটি ভোরের প্রতীক্ষায় তাঁরা যখন রাতটুকু কাটাচ্ছিলেন, তখন হানাদার পাকিস্তানি বাহিনীর এ দেশীয় কিছু দোসর খবর দেয় ঠাকুরগাঁও ইপিআর ক্যাম্পে। সকালেই চলে আসে দুই লরী বোঝাই সশস্ত্র পাকিস্তানি সৈন্য। সেদিন ২৩ এপ্রিল যথানিয়মে ভোর হয়েছিল ঠিকই, কিন্তু তাঁদের জীবনে নেমে এসেছিল ভয়াবহ অন্ধকার। পাকিস্তানি সৈন্যরা তাঁদের ঘেরাও করে ফেলে। জাঠিভাঙ্গায় ছড়িয়ে পড়ে কান্নার রোল। পুরুষদের বের করে এনে নিকটেই পাথরাজ নদের বালুর চরায় লাইন ধরিয়ে গুলি করে হত্যা করতে থাকে। এই হত্যাযজ্ঞ চলে বিকেল পর্যন্ত। এ সময় তারা ধর্ষণও করে কমবয়সী নারীদের। প্রায় তিন হাজার নিরীহ বাঙালিকে হত্যা করেছে ওরা। কাদের মদদে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল তা সবারই জানা। কিন্তু তাদের আজও বিচারের সম্মুখীন করা সম্ভব হয়নি।
৭১ সারের ১৪ এপ্রিল ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারকবলিত হয়। আর তখনই আমাদের প্রিয় জনপদের মানুষ হয়ে পড়েন মৃত্যু আতঙ্কে হতবিহ্বল, দিশেহারা। সবারই জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। সবারই মুখ ভয়ে কেমন ফ্যাকাশে হয়ে যায়। গর্জে ওঠা মেশিনগানের মুখে গ্রাম স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর আসে, খবর নয় দুঃসংবাদ—
‘প্রতিবেশী গ্রাম দগ্ধ; আহত গাছের/ ডালে ঝোলে বৃদ্ধ মৃতদেহ। আলে রক্তরাঙা শাড়ি। বন্দুকের/ নলের হুকুমে গ্রাম্যজন নেয় মেনে অবরুদ্ধ যন্ত্রণায়/ যান্ত্রিক কাতারবন্দি মৃত্যু।’ গোটা দেশের মতোই এই ঠাকুরগাঁও মৃত্যুপুরীতে পরিণত হয়। সবাই প্রহর গুনতে থাকে নির্মম মৃত্যুর। মৃত্যুর থাবা থেকে রক্ষা পেতে নিরুপায় হয়ে আশ্রয় নেয় গ্রামে, গ্রামের ঝোপঝাড়-জঙ্গলে, তবু নিষ্কৃতি নেই। ভয়াবহ মৃত্যুদূত এসে পড়ে যখন-তখন।
এমনি যখন মৃত্যুবিভীষিকা ছড়িয়ে পড়েছে সর্বত্র, যখন কোনো কৌশলে প্রাণ রক্ষার কোনো উপায়ই ছিল না তাঁদের, তখন তাঁরা পুরুষানুক্রমিক ভিটেমাটি ছেড়ে দেশান্তর হতে চেয়েছিলেন। তাঁরা এই ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বাঞ্চলের বেশকিছু গ্রামের মানুষ। তাঁরা হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নর-নারী। আর এই গ্রামগুলো হলো জগন্নাথপুর, চকহলদি, সিঙ্গিয়া, চ-ীপুর, আলমপুর, বাসুদেবপুর, গৌরীপুর মিলনপুর, খামার ভোপলা, শুকান পুকুরি, ঢাবঢুবসহ অনেক গ্রাম। এসব গ্রাম থেকে হেঁটে হেঁটে তাঁরা সীমান্তের উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জাঠিভাঙ্গায় পাক হানাদার বাহিনীর কিছু চিহ্নিত দোসর তাঁদের আটকে দেয়। নিরাপত্তার আশ্বাস দিয়ে তাঁদের আশ্রয় দেয় ওই এলাকার পরিত্যক্ত ঘরবাড়িতে। ওই বাড়িগুলো ছিল কয়েক দিন আগেই চলে যাওয়া লোকজনের শূন্য ঘরদোর।
সন্ধ্যা হওয়ায় এবং ক্লান্ত বোধ করায় তাঁরা সেখানে রাত্রি যাপন করতে বাধ্য হন। একটি ভোরের প্রতীক্ষায় তাঁরা যখন রাতটুকু কাটাচ্ছিলেন, তখন হানাদার পাকিস্তানি বাহিনীর এ দেশীয় কিছু দোসর খবর দেয় ঠাকুরগাঁও ইপিআর ক্যাম্পে। সকালেই চলে আসে দুই লরী বোঝাই সশস্ত্র পাকিস্তানি সৈন্য। সেদিন ২৩ এপ্রিল যথানিয়মে ভোর হয়েছিল ঠিকই, কিন্তু তাঁদের জীবনে নেমে এসেছিল ভয়াবহ অন্ধকার। পাকিস্তানি সৈন্যরা তাঁদের ঘেরাও করে ফেলে। জাঠিভাঙ্গায় ছড়িয়ে পড়ে কান্নার রোল। পুরুষদের বের করে এনে নিকটেই পাথরাজ নদের বালুর চরায় লাইন ধরিয়ে গুলি করে হত্যা করতে থাকে। এই হত্যাযজ্ঞ চলে বিকেল পর্যন্ত। এ সময় তারা ধর্ষণও করে কমবয়সী নারীদের। প্রায় তিন হাজার নিরীহ বাঙালিকে হত্যা করেছে ওরা। কাদের মদদে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল তা সবারই জানা। কিন্তু তাদের আজও বিচারের সম্মুখীন করা সম্ভব হয়নি।
গত কয়েক দিনে তিনজন জামায়াত নেতার সঙ্গে আমার কথা হয়েছে। এই একটা রাজনৈতিক দল, যাদের নেতাদের মধ্যে পরিমিতিবোধ অসাধারণ। প্রায়ই তাঁরা জানেন, কোথায় থামতে হয়। হাসতে হলে ঠোঁট দুটো কতটুকু প্রসারিত করতে হবে, দাঁত কটা প্রকাশিত হতে পারবে—সে হিসাবও সম্ভবত দল তাদের শিখিয়ে দেয়।
৬ ঘণ্টা আগেইন্দোনেশিয়া আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। প্রায় ২৮ কোটি মানুষের এই বহুজাতিক ও বহু সাংস্কৃতিক দেশটি দীর্ঘ সামরিক শাসন, কর্তৃত্ববাদী রাজনীতি ও দুর্নীতির গভীর সংকট অতিক্রম করে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে।
৬ ঘণ্টা আগেইদানীং; কেবল ইদানীং কেন, অনেক আগে থেকেই আমার মনে একটি প্রশ্ন বারবার উঁকি দিয়ে ওঠে যে, আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থ কিংবা সমাজে একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী, তা সঠিকভাবে উপলব্ধি করতে পারি? জানা আছে কিংবা জানা থেকে থাকলে মনে রাখতে পেরেছি এক একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা অথবা গড়ে তোলার প্রেক্ষাপট কী?
৬ ঘণ্টা আগেরাজনীতির মাঠটাকে যাঁরা অশ্লীল বাক্যবাণের চারণক্ষেত্র বানিয়েছিলেন, তাঁদেরই একজন গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। উত্তরা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাহিনি সেই আগের মতোই।
৬ ঘণ্টা আগে