ড. এমদাদুল হক
মা-বাবা তাঁদের বিশ্বাসগুলো সন্তানের ওপর চাপিয়ে দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করেন। তাই যেভাবে খানের সন্তান খান হয়, সেভাবেই মুসলমানের সন্তান মুসলমান, হিন্দুর সন্তান হিন্দু, পীরের জাদা পীরজাদা, নবাবের জাদা নবাবজাদা এবং অবশ্যই হারামখোরের জাদা হারামজাদা হয়।
না দেখে, না বুঝে, যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করাকে বলা হয় অন্ধ বিশ্বাস। ধর্ম সম্বন্ধে যার অন্ধ বিশ্বাস থাকে, তাকে বলা হয় ধর্মান্ধ।
দৈনন্দিন জীবনে বিশ্বাসযোগ্যতা যাচাই না করে যে লোক এক কেজি লবণও কেনেন না, সেই লোকই ধর্ম সম্বন্ধে যা শোনেন তা-ই বিশ্বাস করেন। তাই মানুষের ধর্মভাবনায় বুদ্ধিবৃত্তির বিকাশ নেই, আছে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্মান্ধদের চিৎকার, চেঁচামেচি।
যদি কারও অন্ধবিশ্বাস থাকে যে সাঁকোটি ওজন বহন করতে পারবে, তবে বুঝতে হবে—সাঁকোটি ব্যবহার করে ওপাড়ে যাওয়ার আগ্রহ তার নেই। একইভাবে ধর্ম সম্বন্ধে যার অন্ধবিশ্বাস থাকে, জীবনে ধর্ম সংস্থাপনের আগ্রহ তার থাকে না। তাই ইসলাম আছে, শান্তি নেই; ধর্ম আছে, ন্যায় নেই। ধর্মান্ধরা সবধরনের আকাম করে, কিন্তু তারা তা করে সে কালের দলিল দিয়ে। অন্ধ মন পূর্ণ থাকে দলিলে এবং হারিয়ে ফেলে চিন্তা করার সামর্থ্য।
প্রচণ্ড রক্ষণশীলতা ও পক্ষপাতের আতিশয্য ধর্মান্ধতার প্রধান লক্ষণ। ধর্মান্ধরা নিজের জানাকেই চূড়ান্ত মনে করে এবং যারা তার সঙ্গে একমত নয়, তাদের মূর্খ ও ধর্মদ্রোহী আখ্যা দেয়। ফলে ধর্মের নামে হত্যা করাও পবিত্র দায়িত্ব মনে করে জঙ্গি ধর্মান্ধরা। ধর্মান্ধতা বিপজ্জনক হয়ে ওঠে যখন তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। কিংবা নিজেরা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার দিকে হাত বাড়ায়। ধর্মান্ধতার কারাগারে সত্যের আলো প্রবেশের জন্য একটিও জানালা খোলা থাকে না।
মা-বাবা তাঁদের বিশ্বাসগুলো সন্তানের ওপর চাপিয়ে দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করেন। তাই যেভাবে খানের সন্তান খান হয়, সেভাবেই মুসলমানের সন্তান মুসলমান, হিন্দুর সন্তান হিন্দু, পীরের জাদা পীরজাদা, নবাবের জাদা নবাবজাদা এবং অবশ্যই হারামখোরের জাদা হারামজাদা হয়।
না দেখে, না বুঝে, যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করাকে বলা হয় অন্ধ বিশ্বাস। ধর্ম সম্বন্ধে যার অন্ধ বিশ্বাস থাকে, তাকে বলা হয় ধর্মান্ধ।
দৈনন্দিন জীবনে বিশ্বাসযোগ্যতা যাচাই না করে যে লোক এক কেজি লবণও কেনেন না, সেই লোকই ধর্ম সম্বন্ধে যা শোনেন তা-ই বিশ্বাস করেন। তাই মানুষের ধর্মভাবনায় বুদ্ধিবৃত্তির বিকাশ নেই, আছে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্মান্ধদের চিৎকার, চেঁচামেচি।
যদি কারও অন্ধবিশ্বাস থাকে যে সাঁকোটি ওজন বহন করতে পারবে, তবে বুঝতে হবে—সাঁকোটি ব্যবহার করে ওপাড়ে যাওয়ার আগ্রহ তার নেই। একইভাবে ধর্ম সম্বন্ধে যার অন্ধবিশ্বাস থাকে, জীবনে ধর্ম সংস্থাপনের আগ্রহ তার থাকে না। তাই ইসলাম আছে, শান্তি নেই; ধর্ম আছে, ন্যায় নেই। ধর্মান্ধরা সবধরনের আকাম করে, কিন্তু তারা তা করে সে কালের দলিল দিয়ে। অন্ধ মন পূর্ণ থাকে দলিলে এবং হারিয়ে ফেলে চিন্তা করার সামর্থ্য।
প্রচণ্ড রক্ষণশীলতা ও পক্ষপাতের আতিশয্য ধর্মান্ধতার প্রধান লক্ষণ। ধর্মান্ধরা নিজের জানাকেই চূড়ান্ত মনে করে এবং যারা তার সঙ্গে একমত নয়, তাদের মূর্খ ও ধর্মদ্রোহী আখ্যা দেয়। ফলে ধর্মের নামে হত্যা করাও পবিত্র দায়িত্ব মনে করে জঙ্গি ধর্মান্ধরা। ধর্মান্ধতা বিপজ্জনক হয়ে ওঠে যখন তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। কিংবা নিজেরা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার দিকে হাত বাড়ায়। ধর্মান্ধতার কারাগারে সত্যের আলো প্রবেশের জন্য একটিও জানালা খোলা থাকে না।
গত কয়েক দিনে তিনজন জামায়াত নেতার সঙ্গে আমার কথা হয়েছে। এই একটা রাজনৈতিক দল, যাদের নেতাদের মধ্যে পরিমিতিবোধ অসাধারণ। প্রায়ই তাঁরা জানেন, কোথায় থামতে হয়। হাসতে হলে ঠোঁট দুটো কতটুকু প্রসারিত করতে হবে, দাঁত কটা প্রকাশিত হতে পারবে—সে হিসাবও সম্ভবত দল তাদের শিখিয়ে দেয়।
২ ঘণ্টা আগেইন্দোনেশিয়া আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। প্রায় ২৮ কোটি মানুষের এই বহুজাতিক ও বহু সাংস্কৃতিক দেশটি দীর্ঘ সামরিক শাসন, কর্তৃত্ববাদী রাজনীতি ও দুর্নীতির গভীর সংকট অতিক্রম করে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে।
২ ঘণ্টা আগেইদানীং; কেবল ইদানীং কেন, অনেক আগে থেকেই আমার মনে একটি প্রশ্ন বারবার উঁকি দিয়ে ওঠে যে, আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থ কিংবা সমাজে একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী, তা সঠিকভাবে উপলব্ধি করতে পারি? জানা আছে কিংবা জানা থেকে থাকলে মনে রাখতে পেরেছি এক একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা অথবা গড়ে তোলার প্রেক্ষাপট কী?
২ ঘণ্টা আগেরাজনীতির মাঠটাকে যাঁরা অশ্লীল বাক্যবাণের চারণক্ষেত্র বানিয়েছিলেন, তাঁদেরই একজন গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। উত্তরা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাহিনি সেই আগের মতোই।
২ ঘণ্টা আগে