বিভুরঞ্জন সরকার
আধুনিক আফ্রিকায় আবারও শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক জাগরণ। এটি অতীতের সামরিক শাসনের রক্তাক্ত স্মৃতির পুনরাবৃত্তি নয়, বরং এক নতুন ধারা—যেখানে সেনাবাহিনী শুধু বন্দুকধারী নয়, কখনো কখনো হয়ে উঠছে জনগণের কণ্ঠস্বর, প্রতিরোধের প্রতীক এবং বিদেশি দখলদারত্বের বিরুদ্ধে সোচ্চার এক আত্মসম্মানবোধের জাগরণ। এই নতুন ধারার প্রতীক হয়ে উঠেছেন এক তরুণ সেনা কর্মকর্তা—ইব্রাহিম ত্রাওরে, যিনি ২০২২ সালে মাত্র ৩৪ বছর বয়সে বুরকিনা ফাসোর রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন।
ত্রাওরের ক্ষমতা গ্রহণ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটা এক জমে ওঠা ক্ষোভের ফল। বুরকিনা ফাসো এক দশকের বেশি সময় ধরে সহিংস উগ্রপন্থা ও জঙ্গি হামলায় বিপর্যস্ত। সীমান্ত অঞ্চলের বিশাল এলাকা জঙ্গিরা দখলে নিয়েছে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ সেখানে কার্যত অকার্যকর। জনগণ প্রতিনিয়ত হত্যা, অপহরণ ও বাস্তুচ্যুতির শিকার। এই অবস্থায় যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা কার্যত ব্যর্থ—এই উপলব্ধি থেকেই সেনাবাহিনীর মধ্যবর্তী স্তরের একটি অংশ নেতৃত্বের পরিবর্তনের দাবি তোলে। সেই প্রক্রিয়াতেই সামনে আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে।
ত্রাওরে নিজেই বলেছেন, ‘আমরা যুদ্ধক্ষেত্রে হেরেছি নেতৃত্বের ব্যর্থতার কারণে। সৈনিকেরা লড়ছে, মরছে, কিন্তু আমরা জিততে পারছি না। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় নীরব থাকা অপরাধ।’ এই কথাগুলো শুধু রাজনৈতিক ভাষণ নয়, বরং একটি গোটা প্রজন্মের হতাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই তাঁর ক্ষমতা গ্রহণ জনগণের চোখে ছিল মুক্তির সম্ভাবনা।
ত্রাওরের একার অবস্থান নয়, বরং তিনি এক ধারাবাহিক চেতনার উত্তরসূরি। তিনি নিজেকে টমাস সাংকারার আদর্শে অনুপ্রাণিত বলে ঘোষণা করেন। সাংকারা ছিলেন একজন আদর্শবাদী নেতা, যিনি আফ্রিকাকে আত্মনির্ভরশীল, দুর্নীতিমুক্ত এবং উপনিবেশবিরোধী চেতনায় গড়ে তুলতে চেয়েছিলেন। ত্রাওরের শারীরিক ভাষা, পোশাক, অফিসের সরলতা, প্রটোকলবিমুখতা এবং অপ্রচলিত রাজনৈতিক বক্তৃতায় সেই সাংকারার ছায়া পরিষ্কার। এমনকি তিনি বিলাসবহুল গাড়িতে ওঠেন না, নিরাপত্তার নামে অতিরিক্ত ঘেরাও চান না, ঘন ঘন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর কথায়, ‘আমি যদি জনগণের সমস্যা না বুঝি, তাহলে আমি নেতা নই, আমি একজন আত্মমোহিত ব্যক্তিমাত্র।’
তবে ইব্রাহিম ত্রাওরেকে শুধু দেশের অভ্যন্তরীণ সংকটে সাহসী অবস্থানের কারণে আলোচনায় আনলে ভুল হবে। আসলে তাঁর নেতৃত্ব আফ্রিকার ভূরাজনৈতিক মানচিত্রেও নতুন মাত্রা যোগ করেছে। একে বলা যায়, আফ্রিকার নতুন ভূ-কৌশলগত স্বাধীনতার সূচনা।
বুরকিনা ফাসো দীর্ঘদিন ধরে ফ্রান্সের প্রভাবাধীন থেকেছে। পশ্চিম আফ্রিকার বহু দেশের মতো এখানেও ফ্রান্সের সেনাঘাঁটি, ফরাসি উন্নয়ন সংস্থা এবং কূটনৈতিক প্রভাব গভীরভাবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ত্রাওরে প্রকাশ্যে ঘোষণা করেন, ‘যে শক্তি আমাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাদের আর প্রয়োজন নেই।’ তিনি ফরাসি সেনাবাহিনীর উপস্থিতি প্রত্যাখ্যান করেন, তাদের সরিয়ে দেন, এমনকি ফরাসি রাষ্ট্রদূতকেও দেশত্যাগে বাধ্য করেন। এর মাধ্যমে তিনি কেবল একটি কূটনৈতিক বার্তাই দেননি, আফ্রিকার বহু দশকের ‘মুরব্বি শাসনের’ বিরুদ্ধে এক দৃষ্টান্ত স্থাপন করেন।
এই অবস্থান পশ্চিমা বিশ্বকে অস্বস্তিতে ফেলে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রথম থেকেই ত্রাওরের অভ্যুত্থানকে স্বাগত জানায়নি। তাদের ভাষায় এটি ছিল ‘গণতন্ত্রবিরোধী’ পদক্ষেপ। তারা বুরকিনা ফাসোর বিরুদ্ধে কিছু অনুদান স্থগিত করে, সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করে। তবে বাস্তবতা হলো, বুরকিনা ফাসোর অধিকাংশ মানুষ তাঁকে সমর্থন জানায়। রাজধানী ওয়াগাডুগু ও গ্রামীণ অঞ্চলে তাঁর পক্ষে জনসমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেয়, যারা তাঁকে দেখে ‘নতুন স্বাধীনতার প্রতীক’ হিসেবে।
আবার, পশ্চিমা জোটের বাইরে ত্রাওরে তাঁর কৌশলিক অবস্থান আরও সুসংহত করছেন। রাশিয়া এই মুহূর্তে তাঁর গুরুত্বপূর্ণ মিত্র। রাশিয়ার সঙ্গে যৌথ প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, এমনকি নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের মতো কর্মসূচি চালু হয়েছে। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের উপস্থিতি নিয়েও আলোচনা রয়েছে। যদিও ত্রাওরে সরাসরি ওয়াগনারের নাম নেননি, তবে রাশিয়ার প্রতি তাঁর স্পষ্ট সমর্থন দৃশ্যমান। আফ্রিকার একাংশে যখন ফ্রান্সপন্থী নেতৃত্বের পতন হচ্ছে, তখন রাশিয়া সেই শূন্যস্থান পূরণ করতে চাইছে এবং ত্রাওরে হচ্ছেন সেই কৌশলিক পটপরিবর্তনের গুরুত্বপূর্ণ চাবিকাঠি।
চীনের সঙ্গে ত্রাওরের সম্পর্ক এখনো উন্নয়ন সহযোগিতামুখী। চীন অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নে আগ্রহী। তবে চীন বরাবরের মতো কূটনৈতিকভাবে সংযত, জনসমক্ষে বিশেষ অবস্থান প্রকাশ করে না। কিন্তু ত্রাওরের অধীনে চীন-আফ্রিকা সম্পর্কও নতুন মাত্রা পেতে পারে, কারণ তিনি স্পষ্টভাবে বিকল্প শক্তির খোঁজ করছেন।
আরব বিশ্ব এ পর্যন্ত কোনো সরাসরি অবস্থান নেয়নি। তবে বুরকিনা ফাসোর জনসংখ্যার বড় অংশ মুসলিম এবং ত্রাওরে নিজেও ইসলাম ধর্মাবলম্বী। ফলে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিধর দেশগুলোর কৌশলিক সমর্থন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিমধ্যে কিছু আরব গণমাধ্যম ত্রাওরেকে ‘বিপ্লবী নেতা’ হিসেবে তুলে ধরছে, যদিও সরকারি পর্যায়ে সেই স্বীকৃতি এখনো সীমিত।
ত্রাওরে অবশ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সময়সীমা নির্ধারণে তিনি ধীরে চলছেন। কারণ, তাঁর ভাষ্য, ‘যে দেশ পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, যেখানে প্রশাসনিক কাঠামো নেই, সেখানে শুধু নির্বাচন করলেই গণতন্ত্র আসে না।’ এ এক সাহসী, কিন্তু বিতর্কিত অবস্থান। বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা এটিকে স্বৈরাচারের পূর্বাভাস হিসেবে দেখছে। তবে ত্রাওরের সমর্থকেরা বলেন, এই মুহূর্তে তাঁর প্রয়োজন জনগণের নিরাপত্তা, খাদ্য এবং শিক্ষা নিশ্চিত করা। গণতন্ত্রের চেহারা হতে হবে বাস্তবসম্মত, ফর্মাল নয়।
ইব্রাহিম ত্রাওরে আজ আফ্রিকার বহুদূর বিস্তৃত সমস্যার বিরুদ্ধে এক নতুন ব্যাখ্যা হাজির করছেন। তাঁর নেতৃত্ব প্রশ্নের উত্থাপন করছে: ‘আফ্রিকা কি পশ্চিমা কৌশলের পাতানো ফাঁদ থেকে বেরিয়ে এসে নিজের পথ তৈরি করতে পারবে? নেতৃত্ব কি আবারও জনগণের হবে, নাকি কেবল মোড়লদের হাতে থাকবে?’ এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মেলেনি। তবে এটা স্পষ্ট, ত্রাওরের উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা বৃহত্তর ঐতিহাসিক প্রবাহ, যেখানে উপনিবেশ-পরবর্তী প্রজন্ম নিজের পরিচয়, নিজের গর্ব এবং নিজের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে অবতীর্ণ।
এই সংগ্রামে ত্রাওরে সফল হবেন কি না, তা সময়ই বলবে। কিন্তু ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে—একজন তরুণ সেনানায়ক, যিনি বন্দুক হাতে না, বরং সাধারণ মানুষের ভরসা নিয়ে দাঁড়িয়েছিলেন। আফ্রিকার দুর্বল রাষ্ট্রে, সাহসী নেতৃত্ব কতটা পরিবর্তন আনতে পারে, তার এক অনন্য পরীক্ষা এখন চলছে বুরকিনা ফাসোতে। আমরা সবাই সেই পরীক্ষার সাক্ষী।
আধুনিক আফ্রিকায় আবারও শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক জাগরণ। এটি অতীতের সামরিক শাসনের রক্তাক্ত স্মৃতির পুনরাবৃত্তি নয়, বরং এক নতুন ধারা—যেখানে সেনাবাহিনী শুধু বন্দুকধারী নয়, কখনো কখনো হয়ে উঠছে জনগণের কণ্ঠস্বর, প্রতিরোধের প্রতীক এবং বিদেশি দখলদারত্বের বিরুদ্ধে সোচ্চার এক আত্মসম্মানবোধের জাগরণ। এই নতুন ধারার প্রতীক হয়ে উঠেছেন এক তরুণ সেনা কর্মকর্তা—ইব্রাহিম ত্রাওরে, যিনি ২০২২ সালে মাত্র ৩৪ বছর বয়সে বুরকিনা ফাসোর রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন।
ত্রাওরের ক্ষমতা গ্রহণ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটা এক জমে ওঠা ক্ষোভের ফল। বুরকিনা ফাসো এক দশকের বেশি সময় ধরে সহিংস উগ্রপন্থা ও জঙ্গি হামলায় বিপর্যস্ত। সীমান্ত অঞ্চলের বিশাল এলাকা জঙ্গিরা দখলে নিয়েছে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ সেখানে কার্যত অকার্যকর। জনগণ প্রতিনিয়ত হত্যা, অপহরণ ও বাস্তুচ্যুতির শিকার। এই অবস্থায় যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা কার্যত ব্যর্থ—এই উপলব্ধি থেকেই সেনাবাহিনীর মধ্যবর্তী স্তরের একটি অংশ নেতৃত্বের পরিবর্তনের দাবি তোলে। সেই প্রক্রিয়াতেই সামনে আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে।
ত্রাওরে নিজেই বলেছেন, ‘আমরা যুদ্ধক্ষেত্রে হেরেছি নেতৃত্বের ব্যর্থতার কারণে। সৈনিকেরা লড়ছে, মরছে, কিন্তু আমরা জিততে পারছি না। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় নীরব থাকা অপরাধ।’ এই কথাগুলো শুধু রাজনৈতিক ভাষণ নয়, বরং একটি গোটা প্রজন্মের হতাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই তাঁর ক্ষমতা গ্রহণ জনগণের চোখে ছিল মুক্তির সম্ভাবনা।
ত্রাওরের একার অবস্থান নয়, বরং তিনি এক ধারাবাহিক চেতনার উত্তরসূরি। তিনি নিজেকে টমাস সাংকারার আদর্শে অনুপ্রাণিত বলে ঘোষণা করেন। সাংকারা ছিলেন একজন আদর্শবাদী নেতা, যিনি আফ্রিকাকে আত্মনির্ভরশীল, দুর্নীতিমুক্ত এবং উপনিবেশবিরোধী চেতনায় গড়ে তুলতে চেয়েছিলেন। ত্রাওরের শারীরিক ভাষা, পোশাক, অফিসের সরলতা, প্রটোকলবিমুখতা এবং অপ্রচলিত রাজনৈতিক বক্তৃতায় সেই সাংকারার ছায়া পরিষ্কার। এমনকি তিনি বিলাসবহুল গাড়িতে ওঠেন না, নিরাপত্তার নামে অতিরিক্ত ঘেরাও চান না, ঘন ঘন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর কথায়, ‘আমি যদি জনগণের সমস্যা না বুঝি, তাহলে আমি নেতা নই, আমি একজন আত্মমোহিত ব্যক্তিমাত্র।’
তবে ইব্রাহিম ত্রাওরেকে শুধু দেশের অভ্যন্তরীণ সংকটে সাহসী অবস্থানের কারণে আলোচনায় আনলে ভুল হবে। আসলে তাঁর নেতৃত্ব আফ্রিকার ভূরাজনৈতিক মানচিত্রেও নতুন মাত্রা যোগ করেছে। একে বলা যায়, আফ্রিকার নতুন ভূ-কৌশলগত স্বাধীনতার সূচনা।
বুরকিনা ফাসো দীর্ঘদিন ধরে ফ্রান্সের প্রভাবাধীন থেকেছে। পশ্চিম আফ্রিকার বহু দেশের মতো এখানেও ফ্রান্সের সেনাঘাঁটি, ফরাসি উন্নয়ন সংস্থা এবং কূটনৈতিক প্রভাব গভীরভাবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ত্রাওরে প্রকাশ্যে ঘোষণা করেন, ‘যে শক্তি আমাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাদের আর প্রয়োজন নেই।’ তিনি ফরাসি সেনাবাহিনীর উপস্থিতি প্রত্যাখ্যান করেন, তাদের সরিয়ে দেন, এমনকি ফরাসি রাষ্ট্রদূতকেও দেশত্যাগে বাধ্য করেন। এর মাধ্যমে তিনি কেবল একটি কূটনৈতিক বার্তাই দেননি, আফ্রিকার বহু দশকের ‘মুরব্বি শাসনের’ বিরুদ্ধে এক দৃষ্টান্ত স্থাপন করেন।
এই অবস্থান পশ্চিমা বিশ্বকে অস্বস্তিতে ফেলে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রথম থেকেই ত্রাওরের অভ্যুত্থানকে স্বাগত জানায়নি। তাদের ভাষায় এটি ছিল ‘গণতন্ত্রবিরোধী’ পদক্ষেপ। তারা বুরকিনা ফাসোর বিরুদ্ধে কিছু অনুদান স্থগিত করে, সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করে। তবে বাস্তবতা হলো, বুরকিনা ফাসোর অধিকাংশ মানুষ তাঁকে সমর্থন জানায়। রাজধানী ওয়াগাডুগু ও গ্রামীণ অঞ্চলে তাঁর পক্ষে জনসমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেয়, যারা তাঁকে দেখে ‘নতুন স্বাধীনতার প্রতীক’ হিসেবে।
আবার, পশ্চিমা জোটের বাইরে ত্রাওরে তাঁর কৌশলিক অবস্থান আরও সুসংহত করছেন। রাশিয়া এই মুহূর্তে তাঁর গুরুত্বপূর্ণ মিত্র। রাশিয়ার সঙ্গে যৌথ প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, এমনকি নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের মতো কর্মসূচি চালু হয়েছে। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের উপস্থিতি নিয়েও আলোচনা রয়েছে। যদিও ত্রাওরে সরাসরি ওয়াগনারের নাম নেননি, তবে রাশিয়ার প্রতি তাঁর স্পষ্ট সমর্থন দৃশ্যমান। আফ্রিকার একাংশে যখন ফ্রান্সপন্থী নেতৃত্বের পতন হচ্ছে, তখন রাশিয়া সেই শূন্যস্থান পূরণ করতে চাইছে এবং ত্রাওরে হচ্ছেন সেই কৌশলিক পটপরিবর্তনের গুরুত্বপূর্ণ চাবিকাঠি।
চীনের সঙ্গে ত্রাওরের সম্পর্ক এখনো উন্নয়ন সহযোগিতামুখী। চীন অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নে আগ্রহী। তবে চীন বরাবরের মতো কূটনৈতিকভাবে সংযত, জনসমক্ষে বিশেষ অবস্থান প্রকাশ করে না। কিন্তু ত্রাওরের অধীনে চীন-আফ্রিকা সম্পর্কও নতুন মাত্রা পেতে পারে, কারণ তিনি স্পষ্টভাবে বিকল্প শক্তির খোঁজ করছেন।
আরব বিশ্ব এ পর্যন্ত কোনো সরাসরি অবস্থান নেয়নি। তবে বুরকিনা ফাসোর জনসংখ্যার বড় অংশ মুসলিম এবং ত্রাওরে নিজেও ইসলাম ধর্মাবলম্বী। ফলে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিধর দেশগুলোর কৌশলিক সমর্থন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিমধ্যে কিছু আরব গণমাধ্যম ত্রাওরেকে ‘বিপ্লবী নেতা’ হিসেবে তুলে ধরছে, যদিও সরকারি পর্যায়ে সেই স্বীকৃতি এখনো সীমিত।
ত্রাওরে অবশ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সময়সীমা নির্ধারণে তিনি ধীরে চলছেন। কারণ, তাঁর ভাষ্য, ‘যে দেশ পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, যেখানে প্রশাসনিক কাঠামো নেই, সেখানে শুধু নির্বাচন করলেই গণতন্ত্র আসে না।’ এ এক সাহসী, কিন্তু বিতর্কিত অবস্থান। বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা এটিকে স্বৈরাচারের পূর্বাভাস হিসেবে দেখছে। তবে ত্রাওরের সমর্থকেরা বলেন, এই মুহূর্তে তাঁর প্রয়োজন জনগণের নিরাপত্তা, খাদ্য এবং শিক্ষা নিশ্চিত করা। গণতন্ত্রের চেহারা হতে হবে বাস্তবসম্মত, ফর্মাল নয়।
ইব্রাহিম ত্রাওরে আজ আফ্রিকার বহুদূর বিস্তৃত সমস্যার বিরুদ্ধে এক নতুন ব্যাখ্যা হাজির করছেন। তাঁর নেতৃত্ব প্রশ্নের উত্থাপন করছে: ‘আফ্রিকা কি পশ্চিমা কৌশলের পাতানো ফাঁদ থেকে বেরিয়ে এসে নিজের পথ তৈরি করতে পারবে? নেতৃত্ব কি আবারও জনগণের হবে, নাকি কেবল মোড়লদের হাতে থাকবে?’ এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মেলেনি। তবে এটা স্পষ্ট, ত্রাওরের উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা বৃহত্তর ঐতিহাসিক প্রবাহ, যেখানে উপনিবেশ-পরবর্তী প্রজন্ম নিজের পরিচয়, নিজের গর্ব এবং নিজের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে অবতীর্ণ।
এই সংগ্রামে ত্রাওরে সফল হবেন কি না, তা সময়ই বলবে। কিন্তু ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে—একজন তরুণ সেনানায়ক, যিনি বন্দুক হাতে না, বরং সাধারণ মানুষের ভরসা নিয়ে দাঁড়িয়েছিলেন। আফ্রিকার দুর্বল রাষ্ট্রে, সাহসী নেতৃত্ব কতটা পরিবর্তন আনতে পারে, তার এক অনন্য পরীক্ষা এখন চলছে বুরকিনা ফাসোতে। আমরা সবাই সেই পরীক্ষার সাক্ষী।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হচ্ছে। গত বছর জুলাই-আগস্টে দেশে গড়ে ওঠা ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের একনায়কতান্ত্রিক স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। তখন সাধারণ মানুষের মনে একধরনের ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছিল।
৩ ঘণ্টা আগেবর্ষাকাল এলেই যেন ঢাকায় জলাবদ্ধতা ভর করে বসে। জলাবদ্ধতা যখন এই শহরের ঘাড়ে চেপে বসে, তখন এই নগরের মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আজ এই শহরের এত সমস্যার মুখোমুখি হতে হতো না যদি তারা অপরিকল্পিত নগরায়ণের দিকে না ঝুঁকত, যদি নদী কিংবা খালের স্থান দখল না করে কোনো স্থাপনা করার পরিকল্পনা করত।
৩ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর-কচুয়া-আড়াইপাড়া সড়কের যে করুণ অবস্থা, তা আসলে আমাদের সড়ক যোগাযোগব্যবস্থার অব্যবস্থাপনার এক করুণ প্রতিচ্ছবি। সাত কিলোমিটার দৈর্ঘ্যের একটি গুরুত্বপূর্ণ সড়ক—যেখানে প্রতিদিন স্কুলশিক্ষার্থী, রোগী, কৃষিপণ্যবাহী ট্রাক ও হাজারো সাধারণ মানুষ চলাচল করে।
৩ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের এক বছর হয়ে গেল। ওই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। মূলত তারা ফ্যাসিবাদী সরকারব্যবস্থার পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। মূলত বাংলাদেশের মূল সমস্যা সেটাই যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশে একটি
১ দিন আগে