লাভা মাহমুদা
মানবসভ্যতার বিরুদ্ধে করোনাভাইরাসের আঘাত এমন ব্যাখ্যাতীত অনিশ্চয়তার জন্ম দিয়েছে যে মানুষ এতটা অসহায় বোধ আর কখনও করেনি।
বিচ্ছিন্নতার অদ্ভুত এক গোলকধাঁধায় দুনিয়ার মানুষ হতবিহ্বল। থমকে যাওয়া জরাগ্রস্ত জীবন, বাধ্যতামূলক সামাজিক বা শারীরিক বিচ্ছিন্নতা, অস্তিত্বের তীব্র সংকট, অনিশ্চিত জীবনযাপন, অর্থনীতির নিরঙ্কুশ ধস, একসঙ্গে এত বিপুলসংখ্যক মানুষের কাজ হারানো, মানুষে মানুষে ব্যবধান...এমন অসংখ্য বাস্তবতার জন্ম দিল, যার জন্য গত ১০০ বছরেও মানুষের কোনো প্রস্তুতি ছিল না।
গত এক বছরের বেশি সময়ে পৃথিবীর দেশগুলোর ভেতরের নড়বড়ে কঙ্কালটা বেরিয়ে এসেছে। চিকিৎসাব্যবস্থার এতটা বেহাল দশা এই মহামারি না এলে জানা যেত না, ভ্যাকসিন নিয়ে এতটা রাজনীতি জানা যেত না, আরও জানা যেত না অনেক কিছু। অথচ নিজেদের শ্রেষ্ঠ দাবি করা দেশগুলোর কী আস্ফালন! কথায় কথায় পারমাণবিক বোমার হুংকার, মিসাইল, ক্ষেপণাস্ত্র, যুদ্ধংদেহি মনোভাব, আরও কত কী!
রাজনীতিবিদেরা শুধুই রাজনীতি বোঝেন, মানুষ বোঝেন না। মানবিক মূল্যবোধ তাঁদের কাছে সত্যিকার অর্থেই গৌণ, যদিও মানুষের জীবনমানের উন্নয়নের কথা বলেই তাঁরা রাজনীতি করেন। আমেরিকা চীন রাশিয়ার মতো মহাশক্তিধর দেশই শুধু নয়, পৃথিবীর প্রতিটি রাষ্ট্র মানুষের জীবন নিয়ে খেলছে। হয়তো বা ধরনটা ভিন্ন। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র রাজতন্ত্র বাদ থাকুক...গণতন্ত্র, সমাজতন্ত্র বা মানবিক কোনো তন্ত্রের নামেও শুধু শোষিত হচ্ছে এ পৃথিবীর মানুষ। কেউ কম, কেউ বা বেশি। এই যে রাজনীতি, এর নোংরা খেলাই পৃথিবীর আর সব নীতিকে খেয়ে ফেলেছে।
মহামারি তো পৃথিবীর ইতিহাসেই আছে, অগুনতি মানুষও মরেছে। সেই প্রচণ্ড নৈরাশ্য থেকে আবার জেগেও তো উঠেছে । কিন্তু প্রকৃতির সঙ্গে অতিমাত্রায় বাড়াবাড়িতে উদ্ভিদ ও প্রাণীর কোটি কোটি প্রজাতি বিলুপ্ত হয়েছে। প্রায় ফুরিয়ে গেছে সুপেয় পানি। উষ্ণায়ন বেড়ে উত্তপ্ত হয়েছে পৃথিবী। যুদ্ধের উন্মাদনা যত বেড়েছে, মানুষ ততই বিপন্ন হয়েছে। অভিবাসন সংকট আজ ভয়াবহ। শরণার্থীর সংখ্যা বেড়েছে, দেশহীন বাস্তুচ্যুত ছিন্নমূল মানুষের সংখ্যাও আজ কোটি কোটি।
আগেও মহামারি থেকে সেরে উঠেছিল পৃথিবী। এবারও নিশ্চয় তার ব্যত্যয় হবে না। ভ্যাকসিন আসুক আর না আসুক, অনেক প্রাণের বিনিময়ে একদিন এই করোনা তাণ্ডব থেমে যাবে। শান্ত নির্মল ধরিত্রীতে আবারও প্রাণের জোয়ার বইবে—এ কথা নির্দ্বিধায় বলা যায়। তবে জেগে জেগে ঘুমিয়ে থাকা পৃথিবীটাকে জোর এক ধাক্কায় জাগিয়ে দিল এই মহামারি।
মাটির পৃথিবীতে মানুষের অসহায়ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা গ্রহ-নক্ষত্র খোঁজার পেছনে ব্যয় করছি বিলিয়ন বিলিয়ন ডলার। মাটি, পানি, আকাশ দখলের বিরামহীন প্রতিযোগিতায় ক্লান্তি নেই। অক্সিজেন ভেন্টিলেটরের অভাবে মানুষের মৃত্যু হয়; কিন্তু মঙ্গলের আকাশ লাল নাকি নীল, পানি আছে কী নেই—তা নিয়ে চলছে বিস্তর গবেষণা, ব্যয় অযুত মিলিয়ন ডলার।
এ ধরিত্রী এতটা সহ্য করবে কেন? তাই আবারও হয়তো কোনো মহামারি বা অন্য কোনো বিপর্যয় নেমে আসবে। আবারও অনেক মানুষের মৃত্যু হবে, অনেক মানুষ কাজ হারাবেন, আরও অনেক অনেক কষ্টকর দুঃসহ হৃদয়বিদারক ঘটনা ঘটবে।
অথচ রাজনীতিবিদেরা মানবিক হলে এই যে এখনো বেঁচে আছি যে পৃথিবীতে, তা আরও সুন্দর মনোরম এবং বাসযোগ্য হতে পারত। খুব সহজেই তাকে বাসযোগ্য এবং সুন্দর করে গড়ে তোলা যেত। ভালোবাসা আর মমত্ববোধের এক চমৎকার আধার হতে পারত।
রাজনীতিবিদেরা যদি সত্যিকার অর্থেই বিশ্বাস করত এবং বলতে শুরু করত আজকের দিনটি থেকে কোনো হানাহানি যুদ্ধবিগ্রহ হবে না, কাউকে নির্যাতন করব না, জোর করে দখল করব না, বাস্তুচ্যুত করব না, মিসাইল ছুড়ব না, ধর্মীয় বা জাতিগত কোনো সহিংস আচরণ করব না, হত্যা করব না—তাহলে পরিবর্তন আসতে খুব বেশি সময় লাগবে না। নিশ্চিত বদলে যাবে চমৎকার এই গ্রহখানি।
এসবই আমার অর্থহীন ভাবনা। জানি, এমনটা কখনোই ঘটবে না। এটাই নিয়তি। এই নিয়তিকে মেনে নিয়েই একদিন চলে যেতে হবে অসীমের পানে।
মানবসভ্যতার বিরুদ্ধে করোনাভাইরাসের আঘাত এমন ব্যাখ্যাতীত অনিশ্চয়তার জন্ম দিয়েছে যে মানুষ এতটা অসহায় বোধ আর কখনও করেনি।
বিচ্ছিন্নতার অদ্ভুত এক গোলকধাঁধায় দুনিয়ার মানুষ হতবিহ্বল। থমকে যাওয়া জরাগ্রস্ত জীবন, বাধ্যতামূলক সামাজিক বা শারীরিক বিচ্ছিন্নতা, অস্তিত্বের তীব্র সংকট, অনিশ্চিত জীবনযাপন, অর্থনীতির নিরঙ্কুশ ধস, একসঙ্গে এত বিপুলসংখ্যক মানুষের কাজ হারানো, মানুষে মানুষে ব্যবধান...এমন অসংখ্য বাস্তবতার জন্ম দিল, যার জন্য গত ১০০ বছরেও মানুষের কোনো প্রস্তুতি ছিল না।
গত এক বছরের বেশি সময়ে পৃথিবীর দেশগুলোর ভেতরের নড়বড়ে কঙ্কালটা বেরিয়ে এসেছে। চিকিৎসাব্যবস্থার এতটা বেহাল দশা এই মহামারি না এলে জানা যেত না, ভ্যাকসিন নিয়ে এতটা রাজনীতি জানা যেত না, আরও জানা যেত না অনেক কিছু। অথচ নিজেদের শ্রেষ্ঠ দাবি করা দেশগুলোর কী আস্ফালন! কথায় কথায় পারমাণবিক বোমার হুংকার, মিসাইল, ক্ষেপণাস্ত্র, যুদ্ধংদেহি মনোভাব, আরও কত কী!
রাজনীতিবিদেরা শুধুই রাজনীতি বোঝেন, মানুষ বোঝেন না। মানবিক মূল্যবোধ তাঁদের কাছে সত্যিকার অর্থেই গৌণ, যদিও মানুষের জীবনমানের উন্নয়নের কথা বলেই তাঁরা রাজনীতি করেন। আমেরিকা চীন রাশিয়ার মতো মহাশক্তিধর দেশই শুধু নয়, পৃথিবীর প্রতিটি রাষ্ট্র মানুষের জীবন নিয়ে খেলছে। হয়তো বা ধরনটা ভিন্ন। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র রাজতন্ত্র বাদ থাকুক...গণতন্ত্র, সমাজতন্ত্র বা মানবিক কোনো তন্ত্রের নামেও শুধু শোষিত হচ্ছে এ পৃথিবীর মানুষ। কেউ কম, কেউ বা বেশি। এই যে রাজনীতি, এর নোংরা খেলাই পৃথিবীর আর সব নীতিকে খেয়ে ফেলেছে।
মহামারি তো পৃথিবীর ইতিহাসেই আছে, অগুনতি মানুষও মরেছে। সেই প্রচণ্ড নৈরাশ্য থেকে আবার জেগেও তো উঠেছে । কিন্তু প্রকৃতির সঙ্গে অতিমাত্রায় বাড়াবাড়িতে উদ্ভিদ ও প্রাণীর কোটি কোটি প্রজাতি বিলুপ্ত হয়েছে। প্রায় ফুরিয়ে গেছে সুপেয় পানি। উষ্ণায়ন বেড়ে উত্তপ্ত হয়েছে পৃথিবী। যুদ্ধের উন্মাদনা যত বেড়েছে, মানুষ ততই বিপন্ন হয়েছে। অভিবাসন সংকট আজ ভয়াবহ। শরণার্থীর সংখ্যা বেড়েছে, দেশহীন বাস্তুচ্যুত ছিন্নমূল মানুষের সংখ্যাও আজ কোটি কোটি।
আগেও মহামারি থেকে সেরে উঠেছিল পৃথিবী। এবারও নিশ্চয় তার ব্যত্যয় হবে না। ভ্যাকসিন আসুক আর না আসুক, অনেক প্রাণের বিনিময়ে একদিন এই করোনা তাণ্ডব থেমে যাবে। শান্ত নির্মল ধরিত্রীতে আবারও প্রাণের জোয়ার বইবে—এ কথা নির্দ্বিধায় বলা যায়। তবে জেগে জেগে ঘুমিয়ে থাকা পৃথিবীটাকে জোর এক ধাক্কায় জাগিয়ে দিল এই মহামারি।
মাটির পৃথিবীতে মানুষের অসহায়ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা গ্রহ-নক্ষত্র খোঁজার পেছনে ব্যয় করছি বিলিয়ন বিলিয়ন ডলার। মাটি, পানি, আকাশ দখলের বিরামহীন প্রতিযোগিতায় ক্লান্তি নেই। অক্সিজেন ভেন্টিলেটরের অভাবে মানুষের মৃত্যু হয়; কিন্তু মঙ্গলের আকাশ লাল নাকি নীল, পানি আছে কী নেই—তা নিয়ে চলছে বিস্তর গবেষণা, ব্যয় অযুত মিলিয়ন ডলার।
এ ধরিত্রী এতটা সহ্য করবে কেন? তাই আবারও হয়তো কোনো মহামারি বা অন্য কোনো বিপর্যয় নেমে আসবে। আবারও অনেক মানুষের মৃত্যু হবে, অনেক মানুষ কাজ হারাবেন, আরও অনেক অনেক কষ্টকর দুঃসহ হৃদয়বিদারক ঘটনা ঘটবে।
অথচ রাজনীতিবিদেরা মানবিক হলে এই যে এখনো বেঁচে আছি যে পৃথিবীতে, তা আরও সুন্দর মনোরম এবং বাসযোগ্য হতে পারত। খুব সহজেই তাকে বাসযোগ্য এবং সুন্দর করে গড়ে তোলা যেত। ভালোবাসা আর মমত্ববোধের এক চমৎকার আধার হতে পারত।
রাজনীতিবিদেরা যদি সত্যিকার অর্থেই বিশ্বাস করত এবং বলতে শুরু করত আজকের দিনটি থেকে কোনো হানাহানি যুদ্ধবিগ্রহ হবে না, কাউকে নির্যাতন করব না, জোর করে দখল করব না, বাস্তুচ্যুত করব না, মিসাইল ছুড়ব না, ধর্মীয় বা জাতিগত কোনো সহিংস আচরণ করব না, হত্যা করব না—তাহলে পরিবর্তন আসতে খুব বেশি সময় লাগবে না। নিশ্চিত বদলে যাবে চমৎকার এই গ্রহখানি।
এসবই আমার অর্থহীন ভাবনা। জানি, এমনটা কখনোই ঘটবে না। এটাই নিয়তি। এই নিয়তিকে মেনে নিয়েই একদিন চলে যেতে হবে অসীমের পানে।
গত কয়েক দিনে তিনজন জামায়াত নেতার সঙ্গে আমার কথা হয়েছে। এই একটা রাজনৈতিক দল, যাদের নেতাদের মধ্যে পরিমিতিবোধ অসাধারণ। প্রায়ই তাঁরা জানেন, কোথায় থামতে হয়। হাসতে হলে ঠোঁট দুটো কতটুকু প্রসারিত করতে হবে, দাঁত কটা প্রকাশিত হতে পারবে—সে হিসাবও সম্ভবত দল তাদের শিখিয়ে দেয়।
২ ঘণ্টা আগেইন্দোনেশিয়া আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। প্রায় ২৮ কোটি মানুষের এই বহুজাতিক ও বহু সাংস্কৃতিক দেশটি দীর্ঘ সামরিক শাসন, কর্তৃত্ববাদী রাজনীতি ও দুর্নীতির গভীর সংকট অতিক্রম করে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে।
২ ঘণ্টা আগেইদানীং; কেবল ইদানীং কেন, অনেক আগে থেকেই আমার মনে একটি প্রশ্ন বারবার উঁকি দিয়ে ওঠে যে, আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থ কিংবা সমাজে একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী, তা সঠিকভাবে উপলব্ধি করতে পারি? জানা আছে কিংবা জানা থেকে থাকলে মনে রাখতে পেরেছি এক একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা অথবা গড়ে তোলার প্রেক্ষাপট কী?
২ ঘণ্টা আগেরাজনীতির মাঠটাকে যাঁরা অশ্লীল বাক্যবাণের চারণক্ষেত্র বানিয়েছিলেন, তাঁদেরই একজন গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। উত্তরা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাহিনি সেই আগের মতোই।
২ ঘণ্টা আগে