নাদেরা সুলতানা নদী
আজ সারাদিন মুনিয়াকে ভেবে অন্যরকম এক বেদনায় পুড়েছি। কেঁদেছে মন। হয়তো আমি একটা মফঃস্বল থেকে উঠে আসা, জীবনের অনেক চড়াই-উতরাই পার হওয়া এবং সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এইটুকু জীবনেই অনেক চেনা-অচেনা মেয়ের জীবনের বেদনার গল্প কাছ থেকে দেখেছি ও জেনেছি বলেই।
মানুষ হিসেবে আমি খুব সংবেদনশীল মানুষ এবং অবশ্যই কোনো অবস্থাতেই জাজমেন্টাল নই, পারি না হতে। কারণ, আমি বিশ্বাস করি— হঠাৎ কারও জীবনের টুকরো গল্প আমাদের সামনে উঠে এলেও সে গল্পটাই কোনো মানুষের জীবনের একমাত্র গল্প নয়। গল্পের আড়ালে থাকে অনেক না-বলা আলো, অন্ধকারময় দিন-রাত্রি!
অসুস্থ, অস্থির সম্পর্কে কেউ ইচ্ছে করে জড়ায় না। বিশেষ করে নারীজনম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবসময় পেরে ওঠে না। পরিবার, জীবন অভিজ্ঞতা বা না পাওয়াকে মোকাবিলা করতে গিয়ে কেউ কেউ দিশেহারা বা বোধ-বিবেচনাহীন হয়ে যায় সাময়িক।
সবাই সবটুকু ব্লেসড না যে জীবনে কোনো তিক্ত অভিজ্ঞতা হলে, তা চাপা দিয়ে ‘মুভ অন’ করবে; সেটুকু বাস্তববাদী না বা সাহসী না যে জীবনকে সুস্থ করার জন্যে প্রবল চেষ্টা করবে।
সবচেয়ে বড় কথা, ভুল বা ঘোরের মাঝে থাকা কোনো সময়ে অনেকেই পাশে পায় না কোনো বন্ধু বা পরিবার। আর মানসিক কাউন্সেলিং তো অনেক দূরের বিষয় বাংলাদেশে।
বাংলাদেশে মেয়ে শরীর বহন করার যাতনা নানামুখী—সে নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যে পরিবার থেকেই আসুক না কেন। শরীরকে বাঁচানোর একটা তীক্ষ্ণ সজাগ দৃষ্টি আর সাবধানতাকে বয়ে নিয়েই যেতে হয় জীবনের পথটুকু।
বেড়ে ওঠার কোনো না কোনো সময়ে এর মধ্যেও ভীষণ অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা যে হয়ে যায় না, সেটা খুব কম মেয়েই চোখবুজে ফেলে আসা জীবনকে সামনে এনে বলতে পারে।
কোনো মেয়ে যদি কোনো অসহায় পরিবার থেকে উঠে আসে, সেভাবে কোনো অভিভাবক না থাকে এবং দেখতে ভালো হয়, তাকে নিয়ে এই সমাজের হাঁটে, মাঠে, ঘাটে এবং জীবনের সব বাঁকে ওত পেতে থাকে নানা হাতছানি, বিশেষ করে তথাকথিত প্রভাবশালী বা ক্ষমতাবান ব্যক্তিরা সেই মেয়ের জীবনকে এলোমেলো করে দেওয়ার জন্য মুখিয়ে থাকেন।
এসব অসহায়ত্ব বা অনাচার কেন, কোন অবস্থায় কোনো কোনো মেয়ে মেনে নেয় বা নিতে বাধ্য হয়, এই বাস্তবতা বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের অনেকের নেই, যদিও আমরা তা বিশ্বাস করি না; সবাই সব জানি এমনই ভাব!
তবে যে ধারণাটি পাকাপোক্ত, মেয়ে খারাপ হতে পারবে না কোনো অবস্থাতেই; জগৎসংসার ও পুরুষকুলের কুল রাখা, নিজের মনের প্রেম-মোহ-টান এসব আবেগ স্যাক্রিফাইস করা এবং দিনশেষে সব নারী হবে মহীয়সী নারী হবে—এই চাওয়া বাংলার ঘোরে এবং ঘরে ছিল, আছে এবং থাকবে!
কোনো নারী অপমৃত্যুর স্বীকার হলেও তাঁর চলাফেরা ভালো ছিল না বা লোভী, তা প্রমাণ করতেই যে পুরুষশাসিত ঝাঁপিয়ে পড়বে, তাতে আমি একদমই বিস্মিত নই এবং আমি কিছুই আশা করি না আসলে নতুন করে।
পাপ-পুণ্যের বিচার যখন মানুষ করে, তখন আমাদের সবার জীবনই তুচ্ছ। নারী নষ্ট হলে যেখানে তাঁর জীবন তুচ্ছাতিতুচ্ছ, নিকৃষ্ট; সেখানে বিচারের বাণী চিরকাল নিভৃতেই কাঁদবে, তাতে আর অবাক হওয়ার কি আছে!
আজ সারাদিন মুনিয়াকে ভেবে অন্যরকম এক বেদনায় পুড়েছি। কেঁদেছে মন। হয়তো আমি একটা মফঃস্বল থেকে উঠে আসা, জীবনের অনেক চড়াই-উতরাই পার হওয়া এবং সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এইটুকু জীবনেই অনেক চেনা-অচেনা মেয়ের জীবনের বেদনার গল্প কাছ থেকে দেখেছি ও জেনেছি বলেই।
মানুষ হিসেবে আমি খুব সংবেদনশীল মানুষ এবং অবশ্যই কোনো অবস্থাতেই জাজমেন্টাল নই, পারি না হতে। কারণ, আমি বিশ্বাস করি— হঠাৎ কারও জীবনের টুকরো গল্প আমাদের সামনে উঠে এলেও সে গল্পটাই কোনো মানুষের জীবনের একমাত্র গল্প নয়। গল্পের আড়ালে থাকে অনেক না-বলা আলো, অন্ধকারময় দিন-রাত্রি!
অসুস্থ, অস্থির সম্পর্কে কেউ ইচ্ছে করে জড়ায় না। বিশেষ করে নারীজনম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবসময় পেরে ওঠে না। পরিবার, জীবন অভিজ্ঞতা বা না পাওয়াকে মোকাবিলা করতে গিয়ে কেউ কেউ দিশেহারা বা বোধ-বিবেচনাহীন হয়ে যায় সাময়িক।
সবাই সবটুকু ব্লেসড না যে জীবনে কোনো তিক্ত অভিজ্ঞতা হলে, তা চাপা দিয়ে ‘মুভ অন’ করবে; সেটুকু বাস্তববাদী না বা সাহসী না যে জীবনকে সুস্থ করার জন্যে প্রবল চেষ্টা করবে।
সবচেয়ে বড় কথা, ভুল বা ঘোরের মাঝে থাকা কোনো সময়ে অনেকেই পাশে পায় না কোনো বন্ধু বা পরিবার। আর মানসিক কাউন্সেলিং তো অনেক দূরের বিষয় বাংলাদেশে।
বাংলাদেশে মেয়ে শরীর বহন করার যাতনা নানামুখী—সে নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যে পরিবার থেকেই আসুক না কেন। শরীরকে বাঁচানোর একটা তীক্ষ্ণ সজাগ দৃষ্টি আর সাবধানতাকে বয়ে নিয়েই যেতে হয় জীবনের পথটুকু।
বেড়ে ওঠার কোনো না কোনো সময়ে এর মধ্যেও ভীষণ অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা যে হয়ে যায় না, সেটা খুব কম মেয়েই চোখবুজে ফেলে আসা জীবনকে সামনে এনে বলতে পারে।
কোনো মেয়ে যদি কোনো অসহায় পরিবার থেকে উঠে আসে, সেভাবে কোনো অভিভাবক না থাকে এবং দেখতে ভালো হয়, তাকে নিয়ে এই সমাজের হাঁটে, মাঠে, ঘাটে এবং জীবনের সব বাঁকে ওত পেতে থাকে নানা হাতছানি, বিশেষ করে তথাকথিত প্রভাবশালী বা ক্ষমতাবান ব্যক্তিরা সেই মেয়ের জীবনকে এলোমেলো করে দেওয়ার জন্য মুখিয়ে থাকেন।
এসব অসহায়ত্ব বা অনাচার কেন, কোন অবস্থায় কোনো কোনো মেয়ে মেনে নেয় বা নিতে বাধ্য হয়, এই বাস্তবতা বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের অনেকের নেই, যদিও আমরা তা বিশ্বাস করি না; সবাই সব জানি এমনই ভাব!
তবে যে ধারণাটি পাকাপোক্ত, মেয়ে খারাপ হতে পারবে না কোনো অবস্থাতেই; জগৎসংসার ও পুরুষকুলের কুল রাখা, নিজের মনের প্রেম-মোহ-টান এসব আবেগ স্যাক্রিফাইস করা এবং দিনশেষে সব নারী হবে মহীয়সী নারী হবে—এই চাওয়া বাংলার ঘোরে এবং ঘরে ছিল, আছে এবং থাকবে!
কোনো নারী অপমৃত্যুর স্বীকার হলেও তাঁর চলাফেরা ভালো ছিল না বা লোভী, তা প্রমাণ করতেই যে পুরুষশাসিত ঝাঁপিয়ে পড়বে, তাতে আমি একদমই বিস্মিত নই এবং আমি কিছুই আশা করি না আসলে নতুন করে।
পাপ-পুণ্যের বিচার যখন মানুষ করে, তখন আমাদের সবার জীবনই তুচ্ছ। নারী নষ্ট হলে যেখানে তাঁর জীবন তুচ্ছাতিতুচ্ছ, নিকৃষ্ট; সেখানে বিচারের বাণী চিরকাল নিভৃতেই কাঁদবে, তাতে আর অবাক হওয়ার কি আছে!
গত কয়েক দিনে তিনজন জামায়াত নেতার সঙ্গে আমার কথা হয়েছে। এই একটা রাজনৈতিক দল, যাদের নেতাদের মধ্যে পরিমিতিবোধ অসাধারণ। প্রায়ই তাঁরা জানেন, কোথায় থামতে হয়। হাসতে হলে ঠোঁট দুটো কতটুকু প্রসারিত করতে হবে, দাঁত কটা প্রকাশিত হতে পারবে—সে হিসাবও সম্ভবত দল তাদের শিখিয়ে দেয়।
২ ঘণ্টা আগেইন্দোনেশিয়া আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। প্রায় ২৮ কোটি মানুষের এই বহুজাতিক ও বহু সাংস্কৃতিক দেশটি দীর্ঘ সামরিক শাসন, কর্তৃত্ববাদী রাজনীতি ও দুর্নীতির গভীর সংকট অতিক্রম করে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে।
২ ঘণ্টা আগেইদানীং; কেবল ইদানীং কেন, অনেক আগে থেকেই আমার মনে একটি প্রশ্ন বারবার উঁকি দিয়ে ওঠে যে, আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থ কিংবা সমাজে একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী, তা সঠিকভাবে উপলব্ধি করতে পারি? জানা আছে কিংবা জানা থেকে থাকলে মনে রাখতে পেরেছি এক একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা অথবা গড়ে তোলার প্রেক্ষাপট কী?
২ ঘণ্টা আগেরাজনীতির মাঠটাকে যাঁরা অশ্লীল বাক্যবাণের চারণক্ষেত্র বানিয়েছিলেন, তাঁদেরই একজন গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। উত্তরা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাহিনি সেই আগের মতোই।
২ ঘণ্টা আগে