রাজীব কুমার সাহা
বাংলা ভাষায় একটি অতি পরিচিত শব্দ হলো ‘জেরবার’। নানামুখী চাপে পড়ে জীবন-যৌবন জেরবার হওয়ার কথা আমরা কে না শুনেছি? এমনকি দূষণের কবলে পড়েও আমাদের জনজীবন জেরবার হওয়ার উপক্রম হয়েছে। সে দূষণ হোক বায়ু কিংবা ভাষার। নানারকম অসুবিধাজনক অবস্থায় পতিত হয়ে মনের ভাব প্রকাশে আমরা জেরবার শব্দের ওপর ভর করেছি। কিন্তু কখনো কি ভেবেছি এই জেরবার শব্দটি বাংলা ভাষায় কীভাবে এল? জেরবার কোন ভাষার শব্দ? এর প্রকৃত অর্থ কী? তবে চলুন আজ জানব জেরবার শব্দের ইতিবৃত্ত।
জেরবার বাংলা শব্দ নয়, এটি ফারসি শব্দ। আভিধানিকভাবে জেরবার শব্দের অর্থ হলো নাকাল; বিপর্যস্ত; বিধ্বস্ত; পরাস্ত; হীনবল; ক্ষতবিক্ষত; ভারাক্রান্ত, দুশ্চিন্তা বা পরিশ্রমে জর্জরিত এমন প্রভৃতি। এটি বিশেষণ পদ। সমাজভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা যায়, পূর্বে ভাষাভাষীরা যেকোনো ধরনের সমস্যা বা অসুবিধায় পতিত হলে পেরেশান, পেরেশানি, হয়রান, হয়রানি, জেরবার প্রভৃতি শব্দ ব্যবহার করত। কিন্তু কালের পরিক্রমায় ভাষাবৈজ্ঞানিক বিবর্তন এবং বিশ্বায়নের ধারায় বর্তমানের শিক্ষিত সমাজ এ-জাতীয় শব্দ ব্যবহারে মনোযোগী নয়। তার পরিবর্তে তারা বহুবিচিত্র ইংরেজি শব্দে পারদর্শী। অনেক ক্ষেত্রে ‘বাংলিশ’ শব্দেও সমানভাবে পটু। যার ফলে জেরবার শব্দটির ব্যবহার সীমিত রূপে ভাষাভাষী সমাজে পরিলক্ষিত হয়।
ফারসি জের শব্দের অর্থ হলো আগের হিসাবের রেশ (আমরা যে অর্থে বলি, কাজের জের মেটানো বা হিসাবের জের টানা), অনুবৃত্তি; পরিণাম প্রভৃতি। কিন্তু স্মরণে রাখা ভালো, ফারসি জেরবার শব্দের সঙ্গে জের শব্দের কোনো সম্পর্ক নেই। ফারসি বাগধারা ‘জের ওয়াবার’ থেকেই বাংলায় এসেছে জেরবার। ফারসি জের শব্দের অর্থ হলো নিচে আর বার শব্দের অর্থ হলো বোঝা। অর্থাৎ জের ওয়াবার বাগধারার আক্ষরিক অর্থ হলো বোঝার নিচে চাপা পড়া। সুতরাং পরিষ্কারভাবেই বোঝা যায়, যে ব্যক্তি বোঝার নিচে পতিত হয়েছেন তিনি আলংকারিক অর্থে কতটা বিপন্ন, বিধ্বস্ত এবং পর্যুদস্ত হতে পারেন।
‘বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান’ থেকে জানা যায় জেরবার শব্দটি প্রথম বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে ১৮৭৩ সালে ‘হেনস্থা’ অর্থে। ১৯১৯ সালে ‘হয়রান’ অর্থে শব্দটি ব্যবহার করেছেন প্রমথ চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় জেরবার শব্দটি ‘পর্যুদস্ত’ বা ‘লাঞ্ছিত’ অর্থে পাই ১৯২২ সালে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধানে জেরবার শব্দটির অর্থ লেখা হয়েছে ঋণগ্রস্ত এবং নিপীড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘যোগাযোগ’ উপন্যাসে জেরবার শব্দটির ব্যবহার করেছেন এভাবে, ‘এক ধারে একটিমাত্র নিমগাছ, তার গুঁড়িতে গোরু বেঁধে বেঁধে বাকল গেছে উঠে, আর ক্রমাগত ঠেঙিয়ে ঠেঙিয়ে তার পাতা কেড়ে নিয়ে গাছটাকে জেরবার করে দিয়েছে।’ জেরবার শব্দটি কবিগুরু তাঁর সামগ্রিক সাহিত্যযাপনে এই একবারই লিখিতরূপে ব্যবহার করেছেন।
জেরবার শব্দটি প্রকৃত অর্থেই গণমানুষের অন্তরের শব্দ; গ্রামীণ জনপদের সহজ-সরল নিপীড়িত মানুষের অকপট ভাষ্য। কেননা শব্দটি ধ্বনিত হয় যাপিত জীবন থেকে উৎসারিত ক্ষোভ থেকে। আর এই ক্ষোভের কারণ শাসক কর্তৃক শোষিতের ওপর নিষ্পেষণ। কারও কারও মহাজনের দেনার দায়ে নিষ্পেষিত হতে হতে জীবন জেরবার আবার কেউ কেউ মামলা-মোকদ্দমার বেড়াজালে জেরবার। শব্দটি যেন নিষ্পেষিত গণমানুষের একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
রাজীব কুমার সাহা, আভিধানিক ও প্রাবন্ধিক
বাংলা ভাষায় একটি অতি পরিচিত শব্দ হলো ‘জেরবার’। নানামুখী চাপে পড়ে জীবন-যৌবন জেরবার হওয়ার কথা আমরা কে না শুনেছি? এমনকি দূষণের কবলে পড়েও আমাদের জনজীবন জেরবার হওয়ার উপক্রম হয়েছে। সে দূষণ হোক বায়ু কিংবা ভাষার। নানারকম অসুবিধাজনক অবস্থায় পতিত হয়ে মনের ভাব প্রকাশে আমরা জেরবার শব্দের ওপর ভর করেছি। কিন্তু কখনো কি ভেবেছি এই জেরবার শব্দটি বাংলা ভাষায় কীভাবে এল? জেরবার কোন ভাষার শব্দ? এর প্রকৃত অর্থ কী? তবে চলুন আজ জানব জেরবার শব্দের ইতিবৃত্ত।
জেরবার বাংলা শব্দ নয়, এটি ফারসি শব্দ। আভিধানিকভাবে জেরবার শব্দের অর্থ হলো নাকাল; বিপর্যস্ত; বিধ্বস্ত; পরাস্ত; হীনবল; ক্ষতবিক্ষত; ভারাক্রান্ত, দুশ্চিন্তা বা পরিশ্রমে জর্জরিত এমন প্রভৃতি। এটি বিশেষণ পদ। সমাজভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা যায়, পূর্বে ভাষাভাষীরা যেকোনো ধরনের সমস্যা বা অসুবিধায় পতিত হলে পেরেশান, পেরেশানি, হয়রান, হয়রানি, জেরবার প্রভৃতি শব্দ ব্যবহার করত। কিন্তু কালের পরিক্রমায় ভাষাবৈজ্ঞানিক বিবর্তন এবং বিশ্বায়নের ধারায় বর্তমানের শিক্ষিত সমাজ এ-জাতীয় শব্দ ব্যবহারে মনোযোগী নয়। তার পরিবর্তে তারা বহুবিচিত্র ইংরেজি শব্দে পারদর্শী। অনেক ক্ষেত্রে ‘বাংলিশ’ শব্দেও সমানভাবে পটু। যার ফলে জেরবার শব্দটির ব্যবহার সীমিত রূপে ভাষাভাষী সমাজে পরিলক্ষিত হয়।
ফারসি জের শব্দের অর্থ হলো আগের হিসাবের রেশ (আমরা যে অর্থে বলি, কাজের জের মেটানো বা হিসাবের জের টানা), অনুবৃত্তি; পরিণাম প্রভৃতি। কিন্তু স্মরণে রাখা ভালো, ফারসি জেরবার শব্দের সঙ্গে জের শব্দের কোনো সম্পর্ক নেই। ফারসি বাগধারা ‘জের ওয়াবার’ থেকেই বাংলায় এসেছে জেরবার। ফারসি জের শব্দের অর্থ হলো নিচে আর বার শব্দের অর্থ হলো বোঝা। অর্থাৎ জের ওয়াবার বাগধারার আক্ষরিক অর্থ হলো বোঝার নিচে চাপা পড়া। সুতরাং পরিষ্কারভাবেই বোঝা যায়, যে ব্যক্তি বোঝার নিচে পতিত হয়েছেন তিনি আলংকারিক অর্থে কতটা বিপন্ন, বিধ্বস্ত এবং পর্যুদস্ত হতে পারেন।
‘বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান’ থেকে জানা যায় জেরবার শব্দটি প্রথম বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে ১৮৭৩ সালে ‘হেনস্থা’ অর্থে। ১৯১৯ সালে ‘হয়রান’ অর্থে শব্দটি ব্যবহার করেছেন প্রমথ চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় জেরবার শব্দটি ‘পর্যুদস্ত’ বা ‘লাঞ্ছিত’ অর্থে পাই ১৯২২ সালে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধানে জেরবার শব্দটির অর্থ লেখা হয়েছে ঋণগ্রস্ত এবং নিপীড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘যোগাযোগ’ উপন্যাসে জেরবার শব্দটির ব্যবহার করেছেন এভাবে, ‘এক ধারে একটিমাত্র নিমগাছ, তার গুঁড়িতে গোরু বেঁধে বেঁধে বাকল গেছে উঠে, আর ক্রমাগত ঠেঙিয়ে ঠেঙিয়ে তার পাতা কেড়ে নিয়ে গাছটাকে জেরবার করে দিয়েছে।’ জেরবার শব্দটি কবিগুরু তাঁর সামগ্রিক সাহিত্যযাপনে এই একবারই লিখিতরূপে ব্যবহার করেছেন।
জেরবার শব্দটি প্রকৃত অর্থেই গণমানুষের অন্তরের শব্দ; গ্রামীণ জনপদের সহজ-সরল নিপীড়িত মানুষের অকপট ভাষ্য। কেননা শব্দটি ধ্বনিত হয় যাপিত জীবন থেকে উৎসারিত ক্ষোভ থেকে। আর এই ক্ষোভের কারণ শাসক কর্তৃক শোষিতের ওপর নিষ্পেষণ। কারও কারও মহাজনের দেনার দায়ে নিষ্পেষিত হতে হতে জীবন জেরবার আবার কেউ কেউ মামলা-মোকদ্দমার বেড়াজালে জেরবার। শব্দটি যেন নিষ্পেষিত গণমানুষের একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
রাজীব কুমার সাহা, আভিধানিক ও প্রাবন্ধিক
আপনি, রবীন্দ্রনাথ, রাষ্ট্রে বিশ্বাস করতেন না; বিশ্বাস করতেন সমাজে। ভারতবর্ষে সমাজই বড়, রাষ্ট্র এখানে একটি উৎপাতবিশেষ—এ আপনার ধারণার অন্তর্গত ছিল। রাষ্ট্র ছিল বাইরের। সমাজ আমাদের নিজস্ব। সমাজকে আমরা নিজের মতো গড়ে তুলব—এই আস্থা আপনার ছিল।
৮ ঘণ্টা আগে১৯৪৭ সালের ভারত দেশ বিভাগের বিভীষিকা যাঁরা প্রত্যক্ষ করেছেন, সেই প্রজন্ম দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ ভারত ও পাকিস্তান দুপাশের সীমান্তে এমন মানুষের সংখ্যা হাতে গোনা। এর মূল কারণই হলো, যাঁরা এই উন্মাদনা প্রত্যক্ষ করেছিলেন কিংবা সরাসরি এতে জড়িত ছিলেন, তাঁরা পরে এ নিয়ে অনুশোচনা ও আফসোস করেছেন।
৮ ঘণ্টা আগেট্রাম্প নিজে ঘোষণা করেছিলেন, রিপাবলিকান পার্টি অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হতো না। যুদ্ধের প্রায় তিন বছর পরে ক্ষমতায় রিপাবলিকান পার্টি, আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে থেকেই সারা বিশ্ব মনে করেছিল তিনি ক্ষমতা নেওয়ার পরপরই যুদ্ধের ইতি ঘটবে।
৮ ঘণ্টা আগেঅপরাধ করেছে সন্তান। আর নাকে ‘খত’ দিয়েছেন মা। এ রকম ‘অভিনব’ বিচার হয়েছে ফেনীতে। বিচার করেছেন বিএনপির এক নেতা। অনেকে বলেন, সন্তানের অপরাধের সাজা নাকি মা-বাবা ভোগ করেন। সেই সাজা মূলত মানসিক পীড়া। সন্তানের অপরাধের শাস্তি হলে মা-বাবার মনোবেদনা হওয়াটাই স্বাভাবিক। সেটা সাজার চেয়ে তো কম কিছু না।
৮ ঘণ্টা আগে