Ajker Patrika

আমরা মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি

শহীদুজ্জামান সেলিম
আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১১: ৪৪
আমরা মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি

সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে নিজের সম্মান নিয়ে শঙ্কায় পড়ে গেছি। নানা সময়ে নানাজন গ্রেপ্তার হচ্ছে। আর ঘোষণা দেওয়া হচ্ছে—মডেল গ্রেপ্তার, অভিনেত্রী গ্রেপ্তার। এখন তো এত এত মিডিয়া। টিভি, প্রিন্ট, ওটিটি, অনলাইন, আবার শুনি টিকটক করেও নাকি মডেল হয়ে যায় অনেকেই।

এসব লোক যখন অপকর্ম করে আইনের হাতে ধরা পড়ে এবং নিজেকে মডেল বা অভিনেতা বলে পরিচয় দেয়, তখন অভিনেতা হিসেবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের সম্মান নিয়ে শঙ্কিত হয়ে পড়ি আমি। নিউজের ক্ষেত্রে আমি বলব, যাঁরা সাংবাদিকতা করেন, তাঁরা তো জানেন কার কাজের অভিজ্ঞতা কতটুকু, কে আসলেই মডেল আর কে নাম ভাঙিয়ে খায়। যদি নিউজে বলা হয়, ‘যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি নিজেকে মডেল দাবি করছেন’, তাহলেই কি বিষয়টা পরিষ্কার হয় না? নইলে অভিনেতা হিসেবে আমাদের সম্মানের যে জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গাটা ক্ষুণ্ণ হয়। এটা শুধু অভিনেতাদের বেলায়ই বলছি না, যেকোনো পেশার ক্ষেত্রে এটা সত্য।

সংবাদ পরিবেশনেও আমাদের আরও সংবেদনশীল হওয়া উচিত। সতর্ক হওয়া উচিত। এই যে এখন একজন অভিনেত্রী গ্রেপ্তার হওয়া নিয়ে মিডিয়া যেভাবে সংবাদ পরিবেশনে বাড়াবাড়ি করছে, সেটা চোখে লাগে। আমাদের এত সুন্দর একটা দেশ, এত এত সাফল্য, কত উন্নয়নকাজ হচ্ছে, সেসব নিয়েই তো বড় নিউজ হতে পারে।

আরেকটা বিষয় না বলে পারছি না। কেউ একজন গ্রেপ্তার হচ্ছেন, তিনি কতটা দোষ করেছেন, তাঁর শাস্তি কী হওয়া উচিত—এ রায় দেবেন আদালত। আমরা ওই ট্রায়াল না করে মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি। আদালতের রায়ের আগেই মানুষজন যেভাবে গ্রেপ্তার হওয়া মানুষটাকে অপমানিত করছে, তাতে গ্রেপ্তারের দিন থেকেই তিনি শাস্তি পেতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো যেসব কাণ্ড ঘটে, তা বলার অপেক্ষা রাখে না। কাজেই আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত