Ajker Patrika

১ জুনের ট্রেনের টিকিট নিতে আধ ঘণ্টায় ২৭ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের জন্য আগামী ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। অনলাইনে ট্রেনের টিকিট নিতে মাত্র আধা ঘণ্টায় রেলওয়ের সার্ভারে ২৭ লাখ হিট পড়ে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার সময় অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ে জানিয়েছে, টিকিট বিক্রি হচ্ছে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে—ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে। এ বছর কাউন্টারে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। গতকালের মতো আজও উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা শীর্ষে রয়েছে। টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যে এ অঞ্চলের সব টিকিট শেষ হয়ে যায়।

অনলাইনে অতিরিক্ত চাপের কারণে অনেক যাত্রী টিকিট পেতে সমস্যায় পড়ছেন। তবে রেল কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিগত সহায়তা বাড়ানো হয়েছে এবং যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে।

কমলাপুর স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ‘টিকিট সীমিত কিন্তু যাত্রীদের চাহিদা অনেক। ফলে সার্ভারে ঢুকে সবাই টিকিট পাচ্ছেন না। তবে কেউ না কেউ তো টিকিট পাচ্ছেন। শুধু উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা বেশি, অন্যান্য রুটের টিকিট এখনো আছে।’

রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচটা রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এ ছাড়া, এবার ঈদে সারা দেশে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫ টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে ২৩ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

ভোটকেন্দ্রের নেতৃত্ব থেকে ডিসি-ইউএনও বাদ

জমি-ফ্ল্যাটের নিবন্ধনে আসছে বড় সংস্কার

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত