দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদ্যাপিত হবে তা জানা যাবে আজ রোববার। দেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার সারা দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন মঙ্গলবার ঈদ উদ্যাপিত হবে। ঈদুল ফিতরের জামায়াতের জন্য ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুত করা হয়েছে ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। প্রতিনিধিদের পাঠানো খবর—
চট্টগ্রামে প্রধান জামাত সকাল ৮টায়
চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গত শুক্রবার সকালে নগরের ওয়াসা মোড়ে মসজিদের মাঠ পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন। একই মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে চসিক।
রাজশাহীতে প্রধান জামাত সকাল ৮টায়
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে স্থানান্তরিত হবে। দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা ১৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। প্রথমবারের মতো এখানে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
বরিশালের প্রধান জামাত হেমায়েত উদ্দিন ঈদগাহে
নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে। এ ছাড়া নগরের আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এদিকে দুটি করে ঈদের জামাত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম, জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে।
খুলনা সার্কিট হাউস ময়দানে প্রধান জামাত
সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে প্রধান জামাত হবে। সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে জামাত
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনুলিপি পাঠিয়েছে। নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।
সিলেটে প্রধান জামাত সাড়ে ৮টায়
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত নগরের শাহি ঈদগাহ মাঠে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হবে। মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় হবে। নগরের বন্দরবাজারে ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় হবে। আর নগরের বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৬টায় হবে। পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র জামাত হবে সকাল ৮টায়।
রংপুরে প্রধান জামাত সাড়ে ৮টায়
রংপুর নগরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত একই সময়ে অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর মুন্সিপাড়ায়, আহলে হাদিস জামাতের নামাজ হবে মিস্ত্রীপাড়ার মাঠে। সকাল ৯টায় জামাত হবে মাওলানা কেরামত আলী (র.) মাজারসংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠ, রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহে।
দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদ্যাপিত হবে তা জানা যাবে আজ রোববার। দেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার সারা দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন মঙ্গলবার ঈদ উদ্যাপিত হবে। ঈদুল ফিতরের জামায়াতের জন্য ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুত করা হয়েছে ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। প্রতিনিধিদের পাঠানো খবর—
চট্টগ্রামে প্রধান জামাত সকাল ৮টায়
চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গত শুক্রবার সকালে নগরের ওয়াসা মোড়ে মসজিদের মাঠ পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন। একই মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে চসিক।
রাজশাহীতে প্রধান জামাত সকাল ৮টায়
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে স্থানান্তরিত হবে। দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা ১৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। প্রথমবারের মতো এখানে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
বরিশালের প্রধান জামাত হেমায়েত উদ্দিন ঈদগাহে
নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে। এ ছাড়া নগরের আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এদিকে দুটি করে ঈদের জামাত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম, জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে।
খুলনা সার্কিট হাউস ময়দানে প্রধান জামাত
সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে প্রধান জামাত হবে। সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে জামাত
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনুলিপি পাঠিয়েছে। নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।
সিলেটে প্রধান জামাত সাড়ে ৮টায়
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত নগরের শাহি ঈদগাহ মাঠে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হবে। মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় হবে। নগরের বন্দরবাজারে ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় হবে। আর নগরের বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৬টায় হবে। পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র জামাত হবে সকাল ৮টায়।
রংপুরে প্রধান জামাত সাড়ে ৮টায়
রংপুর নগরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত একই সময়ে অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর মুন্সিপাড়ায়, আহলে হাদিস জামাতের নামাজ হবে মিস্ত্রীপাড়ার মাঠে। সকাল ৯টায় জামাত হবে মাওলানা কেরামত আলী (র.) মাজারসংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠ, রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহে।
ধারণা করা হয়েছিল, দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমও ওই অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলি আটক কেন্দ্রে রয়েছেন। তবে শুক্রবার (৩ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিশ্চিত করেছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নয়; বরং মিডিয়া ফ্লোটিলা নামের আরেক নৌবহরের...
১৮ মিনিট আগেগাজাবাসীদের পক্ষে ও গণহত্যার বিপক্ষে এবং বাংলাদেশসহ সারা বিশ্বে যেখানে শ্রমিকেরা নির্যাতনের শিকার হন—এর বিপক্ষে প্রতিবাদ সব সময় অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আজ শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ...
৪ ঘণ্টা আগেআজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ।
৭ ঘণ্টা আগেরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আট দিনে যৌথ বাহিনীর অভিযানে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মাদক ও নানা ধরনের চোরাই মালামাল।
৮ ঘণ্টা আগে