Ajker Patrika

দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা সেনাবাহিনীর বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ২১ মে ২০২৪, ১৫: ৫৮
দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা সেনাবাহিনীর বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পেছনে সামরিক চুক্তিতে দুর্নীতির অভিযোগ উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি ঘুষের বিনিময়ে সরকারি কাজে নিয়োগ দিয়েছেন বলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ভার সেনাবাহিনীর ওপর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এটা হয়েছে দেশটির ফরেন অ্যাফেয়ার্স অ্যাক্টের অধীনে। 

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সেনাবাহিনীর বিষয়, এই মুহূর্তে কিছু বলতে চাই না।’ 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গণতন্ত্রকে বাধা দেওয়ায় যদি জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশে যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করছে, বিচারপতির বাসায় হামলা চালিয়েছে, নির্বাচন প্রতিহত করেছে, তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া উচিত।’ 

তিনি বলেন, ‘এই নিউজ (নিষেধাজ্ঞা) পাবলিক করার আগে যুক্তরাষ্ট্রে আমাদের মিশনকে জানানো হয়েছে। দেশটির সঙ্গে যোগাযোগে আছে।’ 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী। ছবি: আজকের পত্রিকাহাছান মাহমুদ বলেন, ‘দেশে দারিদ্র্যের হার ৫ শতাংশে নেমে এসেছে। অন্যান্য অনেক সূচকে—মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য—পাকিস্তানকে পেছনে ফেলেছি। বিশ্ব পরিস্থিতি টালটামাল, যুদ্ধ চলছে বিভিন্ন দেশে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো অনেক দেশের থেকে। এগিয়ে যাচ্ছে দেশ।’ 

হাছান মাহমুদ আরও বলেন, ‘খাদ্যপণ্যের দাম সব দেশেই বেড়েছে, এ দেশেও তাই। এটাই বাস্তবতা। নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট হচ্ছে, হয়েছে। পৃথিবী থেকে বিচ্ছিন্ন নয় দেশ। এ কারণে হয়েছে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে খাদ্যমূল্য কমাতে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক মতৈক্য না থাকায় আমরা এগিয়ে যেতে বাধার মুখোমুখি হচ্ছি। বিরোধীদের সবকিছুতেই না, না। ভোট বর্জন করেছে, আগে সংসদ থেকে পদত্যাগ করেছে। কী লাভ হয়েছে জানি না। নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, হয়েছে। আমাদের দেশে ক্ষণে ক্ষণে বিদেশিদের দুয়ারে গেছে বিএনপিসহ সমমনা দলগুলো। নির্বাচন বর্জনের পর তা প্রতিহত করার চেষ্টা করেছে তারা। নির্বাচনের পর বিশ্বের ৮০টি দেশের সরকার রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানিয়েছে। ৩২টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রীকে।’ 

হাছান মাহমুদ বলেন, ‘দেশে প্রকৃত রাজনীতিবিদদের অনেক চ্যালেঞ্জ। অনেক সময় জীবনকে মুঠোয় করে এগিয়ে যেতে হয়। অনেকবার মৃত্যুর প্রস্তুতি নিয়েছি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ভোটের পর চ্যালেঞ্জ ছিল, বিশ্ব বাংলাদেশের সঙ্গে কাজ করবে কি না। মন্ত্রী হিসেবে আমার জন্যও চ্যালেঞ্জ ছিল। তবে সেটা উতরে গেছি।’ 

ঝিনাইদহের কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে নিখোঁজ হওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিখোঁজের বিষয়টি নিয়ে দুই দেশের গোয়েন্দারা কাজ করছে, আপডেট আমার কাছে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বিষয়টি।’ 

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল বলেছেন, ‘বাংলাদেশ সরকার ভোটের আগে যেভাবে বিরোধীদের দমন করেছে, মোদিও একই কাজ করছেন।’ তাঁর এই মন্তব্যকে আপনি কীভাবে দেখেন? জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ভারতের নেতাদের বক্তব্য অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত