Ajker Patrika

১২০০ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়, এটা দায়িত্বজ্ঞানহীন ব্যবসা: জ্বালানি উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত
বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাস (এলপিজি) বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে, এটি দায়িত্বজ্ঞানহীন ব্যবসার পরিচয়।

আজ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে এসব কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান। দৈনিক বণিক বার্তা আয়োজিত এ অনুষ্ঠানে জ্বালানি খাতের নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

উপদেষ্টা বলেন, জ্বালানি নিশ্চিত না করেই অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং গ্যাস খাতে অবৈধ সংযোগ দেওয়ার মতো কাজেই বর্তমান সংকট তৈরি হয়েছে। আর এসব অপকর্ম করেছেন রাজনীতিবিদেরা।

উপদেষ্টা বলেন, বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে। তাঁর অভিযোগ, ১ হাজার ২০০ টাকার সিলিন্ডার ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এটা দায়িত্বজ্ঞানহীন ব্যবসা। ১২ কেজির সিলিন্ডার ১ হাজার টাকার কমে বিক্রি হওয়া উচিত।

উপদেষ্টা ব্যবসায়ীদের সততা ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত মুনাফার লোভে বিদেশে টাকা পাচার করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

ফাওজুল কবির খান আরও বলেন, জ্বালানি সংকটে এলপিজি বড় সমাধান হতে পারে, তবে দামটাই বড় চ্যালেঞ্জ। এটা মূলত বেসরকারি খাতের হাতে, তাই দায়িত্ব নিতে হবে ব্যবসায়ীদের। তিনি জানান, দেশীয় গ্যাস অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা বাড়ানো হচ্ছে, নতুন রিগ কেনার প্রক্রিয়াও চলছে। তবে অগ্রগতি এখনো সন্তোষজনক নয়।

এলএনজি আমদানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চাহিদা মেটাতে উচ্চ দামে এলএনজি আনতে হচ্ছে। নতুন এফএসআরইউ স্থাপনের মাধ্যমে এলএনজি রূপান্তর সক্ষমতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য খাতে কীভাবে এলপিজি ব্যবহার করা যায়, তা খুঁজে দেখা হচ্ছে।

জ্বালানি সংকটে ঘাটতি পূরণের পরিকল্পনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, সবাইকে দোষারোপের কিছু নেই। দেশের গ্যাস কমে আসছে—এই বাস্তবতা মেনে এখন থেকেই ঘাটতি পূরণের পরিকল্পনা নিতে হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, উন্নত দেশের পথে যেতে হলে মাথাপিছু জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। ডলারের দর ও সৌদি আরামকোর দামের ভিত্তিতে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করা হচ্ছে, যাতে ভোক্তারা স্বস্তিতে থাকেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, চলতি বছরে গ্যাস খাতে দেড় হাজারের বেশি অগ্নিদুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫৮০টি এলপিজি-সংক্রান্ত। তিনি প্রশিক্ষণ জোরদারের আহ্বান জানান।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক বলেন, ‘মূল্য নির্ধারণ করে বিইআরসি, আমরা শুধু সরবরাহ করি। সরকার যদি সঠিক নীতিসহায়তা দেয়, ব্যবসায়ীরা আরও দক্ষভাবে এগোতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত