নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। আমি এই ফ্যাসিস্ট শাসনের উত্থান, বিকাশ ও পতন প্রত্যক্ষ করেছি। বিগত ১৭ বছর ধরে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস লিপিবদ্ধ করেছি। এই ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে হয়েছিল। সেই প্ল্যানিংয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাই-আগস্টে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৪৬ জন। তবে তাঁর জবানবন্দি শেষ না হওয়ায় আগামীকাল মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করা হয়। আর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আর দু-একজনের সাক্ষ্য নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন তাঁরা।
মাহমুদুর রহমান ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বই থেকে উদ্ধৃত করে বলেন, সেনাপ্রধান জেনারেল মইন উদ্দিন আহমেদের সঙ্গে দিল্লিতে ২০০৮ সালে চুক্তি হয়েছিল শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করার বিষয়ে। তাতে সেনাপ্রধান তাঁর চাকরির নিশ্চয়তা পাবেন, আর্থিকভাবে লাভবান হবেন এবং সেফ এক্সিট পাবেন। নির্বাচনের ১০ মাস আগেই নির্বাচনের ফলাফল দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর বুঝতে পেরেছিলেন যে, বাংলাদেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা আবশ্যক। তাই ক্ষমতাসীন হওয়ার মাত্র দুই মাসের মধ্যে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। শেখ হাসিনার সেনাবাহিনীর প্রতি একধরনের ঘৃণা ছিল। এ বিদ্বেষ বাকশালের পতনের সময় থেকে শুরু হয়েছিল। তিনি চেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে যাক।
মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনার পর ফ্যাসিস্ট শাসন দীর্ঘস্থায়ী করার জন্য হাসিনার সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের দিকে মনোনিবেশ করে। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করে এটিকে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল আদালতকে ব্যবহার করে। সেনাবাহিনী ও বিচার বিভাগের ওপর আধিপত্য বিস্তার করার পর ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের দিকে মনোনিবেশ করে। এ লক্ষ্যে তারা সর্বপ্রথম ইসলামি রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে। পরিকল্পনা অনুযায়ী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে মব কালচারের সৃষ্টি করা হয়। শাহবাগের উদ্যোক্তাদের ইসলামবিদ্বেষী চেহারা প্রকাশিত হয়ে পড়লে এর প্রতিবাদে হেফাজতে ইসলামের উত্থান হয়।
মাহমুদুর রহমান আরও বলেন, ‘হাসিনা জনগণকে ভীতসন্ত্রস্ত করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সব ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছেন। ২০১০ সালে প্রথমবার গ্রেপ্তার হওয়ার পর আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল। সেখানে চোখ বাঁধা অবস্থায় আমি পাশের সেলগুলোতে কয়েদিদের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। ২০১৩ সালে দ্বিতীয় দফায় গ্রেপ্তার হলে আমাকে ডিবিতে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তৎকালীন ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ হয়। তখন তার ওপর ভয়াবহ টর্চার দেখতে পেয়েছি। তাকে সন্ধ্যার পরে জিজ্ঞাসাবাদের নামে সেল থেকে নিয়ে যাওয়া হতো। মধ্যরাতে দুই-তিনজন পুলিশ তাকে বহন করে আবার গারদে ফিরিয়ে নিয়ে আসত। টেনে নিয়ে আসার পর সে শুধু যন্ত্রণায় কাতরাত। কথা বলতে পারত না, উঠে দাঁড়ানোর কোনো শক্তি থাকত না। দুই দিন পর ডিবি কর্তৃপক্ষ বুঝতে পারে যে, আমার সঙ্গে তাকে রাখলে ভবিষ্যতে আমি তার ওপর নির্যাতনের কাহিনি প্রকাশ করব। সে জন্য তাকে আমার গারদ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আমি ও দেলোয়ার হাসিনার ১৫ বছরের জুলুমের প্রত্যক্ষ উদাহরণ।’
মাহমুদুর রহমান আরও বলেন, ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর জুলুমকে বৈধতা দেওয়ার জন্য ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের অপপ্রচার করে। জঙ্গি দমনের নামে তারা কিছুদিন পরপর বিভিন্ন নাটক তৈরি করেছে। এসব নাটকে প্রধানত গ্রামের দরিদ্র ও অসহায় জনগণের ওপর জুলুম চালানো হয়েছে। জঙ্গি সাজিয়ে ফেক এনকাউন্টারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ নাটকের মূল ভূমিকা পালন করেছিলেন পুলিশের মনিরুল ইসলাম ও আসাদুজ্জামান।
‘জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। আমি এই ফ্যাসিস্ট শাসনের উত্থান, বিকাশ ও পতন প্রত্যক্ষ করেছি। বিগত ১৭ বছর ধরে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস লিপিবদ্ধ করেছি। এই ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে হয়েছিল। সেই প্ল্যানিংয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাই-আগস্টে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৪৬ জন। তবে তাঁর জবানবন্দি শেষ না হওয়ায় আগামীকাল মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করা হয়। আর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আর দু-একজনের সাক্ষ্য নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন তাঁরা।
মাহমুদুর রহমান ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বই থেকে উদ্ধৃত করে বলেন, সেনাপ্রধান জেনারেল মইন উদ্দিন আহমেদের সঙ্গে দিল্লিতে ২০০৮ সালে চুক্তি হয়েছিল শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করার বিষয়ে। তাতে সেনাপ্রধান তাঁর চাকরির নিশ্চয়তা পাবেন, আর্থিকভাবে লাভবান হবেন এবং সেফ এক্সিট পাবেন। নির্বাচনের ১০ মাস আগেই নির্বাচনের ফলাফল দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর বুঝতে পেরেছিলেন যে, বাংলাদেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা আবশ্যক। তাই ক্ষমতাসীন হওয়ার মাত্র দুই মাসের মধ্যে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। শেখ হাসিনার সেনাবাহিনীর প্রতি একধরনের ঘৃণা ছিল। এ বিদ্বেষ বাকশালের পতনের সময় থেকে শুরু হয়েছিল। তিনি চেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে যাক।
মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনার পর ফ্যাসিস্ট শাসন দীর্ঘস্থায়ী করার জন্য হাসিনার সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের দিকে মনোনিবেশ করে। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করে এটিকে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল আদালতকে ব্যবহার করে। সেনাবাহিনী ও বিচার বিভাগের ওপর আধিপত্য বিস্তার করার পর ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের দিকে মনোনিবেশ করে। এ লক্ষ্যে তারা সর্বপ্রথম ইসলামি রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে। পরিকল্পনা অনুযায়ী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে মব কালচারের সৃষ্টি করা হয়। শাহবাগের উদ্যোক্তাদের ইসলামবিদ্বেষী চেহারা প্রকাশিত হয়ে পড়লে এর প্রতিবাদে হেফাজতে ইসলামের উত্থান হয়।
মাহমুদুর রহমান আরও বলেন, ‘হাসিনা জনগণকে ভীতসন্ত্রস্ত করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সব ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছেন। ২০১০ সালে প্রথমবার গ্রেপ্তার হওয়ার পর আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল। সেখানে চোখ বাঁধা অবস্থায় আমি পাশের সেলগুলোতে কয়েদিদের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। ২০১৩ সালে দ্বিতীয় দফায় গ্রেপ্তার হলে আমাকে ডিবিতে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তৎকালীন ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ হয়। তখন তার ওপর ভয়াবহ টর্চার দেখতে পেয়েছি। তাকে সন্ধ্যার পরে জিজ্ঞাসাবাদের নামে সেল থেকে নিয়ে যাওয়া হতো। মধ্যরাতে দুই-তিনজন পুলিশ তাকে বহন করে আবার গারদে ফিরিয়ে নিয়ে আসত। টেনে নিয়ে আসার পর সে শুধু যন্ত্রণায় কাতরাত। কথা বলতে পারত না, উঠে দাঁড়ানোর কোনো শক্তি থাকত না। দুই দিন পর ডিবি কর্তৃপক্ষ বুঝতে পারে যে, আমার সঙ্গে তাকে রাখলে ভবিষ্যতে আমি তার ওপর নির্যাতনের কাহিনি প্রকাশ করব। সে জন্য তাকে আমার গারদ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আমি ও দেলোয়ার হাসিনার ১৫ বছরের জুলুমের প্রত্যক্ষ উদাহরণ।’
মাহমুদুর রহমান আরও বলেন, ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর জুলুমকে বৈধতা দেওয়ার জন্য ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের অপপ্রচার করে। জঙ্গি দমনের নামে তারা কিছুদিন পরপর বিভিন্ন নাটক তৈরি করেছে। এসব নাটকে প্রধানত গ্রামের দরিদ্র ও অসহায় জনগণের ওপর জুলুম চালানো হয়েছে। জঙ্গি সাজিয়ে ফেক এনকাউন্টারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ নাটকের মূল ভূমিকা পালন করেছিলেন পুলিশের মনিরুল ইসলাম ও আসাদুজ্জামান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র আরও গভীর করতে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত। ফলে ভবিষ্যতে মার্কিন
১ ঘণ্টা আগেজনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসে বদলি করা হয়েছে। যুগ্ম সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত একাধিক পদের এই কর্মকর্তারা শ্রমবিষয়ক মিনিস্টার, কাউন্সেলর ও প্রথম সচিবের দায়িত্ব পালন করবেন।
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২ ঘণ্টা আগেসীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে বিজিবি সদর দপ্তর। আজ সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে