নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়াদোত্তীর্ণ যানবাহন, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ৯ দিনে সারা দেশে ২ হাজার ৩টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪৭ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা।
আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রতিবেদনে অভিযানের এই তথ্য জানিয়েছে। গত ২০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এই অভিযান চালায় বিআরটিএ।
বিআরটিএর নিজের পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে। বিআরটিএর নিজস্বভাবে পরিচালিত মোবাইল কোর্টে ৯২৯টি মামলা হয় এবং ২৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর বাইরে ঢাকা বিভাগে ১৭৯টি মামলা ও ৩ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা, চট্টগ্রাম বিভাগে ১৬৮টি মামলা ও ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, রাজশাহী বিভাগে ১৪০টি মামলা ও ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা জরিমানা, খুলনা বিভাগে ২০৫টি মামলা ও ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা, বরিশাল বিভাগে ৬৮টি মামলা ও ১ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা, সিলেট বিভাগে ৬৯টি মামলা ও ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা, রংপুর বিভাগে ১৭১টি মামলা ও ৪ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ময়মনসিংহ বিভাগে ৭৪টি মামলা ও ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া এই অভিযানে মোট ৪৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। তবে কোনো চালক বা মালিককে কারাদণ্ড দেওয়া হয়নি।
মেয়াদোত্তীর্ণ যানবাহন, ফিটনেস ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান এই অভিযান আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ সংশ্লিষ্টরা।
মেয়াদোত্তীর্ণ যানবাহন, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ৯ দিনে সারা দেশে ২ হাজার ৩টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪৭ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা।
আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রতিবেদনে অভিযানের এই তথ্য জানিয়েছে। গত ২০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এই অভিযান চালায় বিআরটিএ।
বিআরটিএর নিজের পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে। বিআরটিএর নিজস্বভাবে পরিচালিত মোবাইল কোর্টে ৯২৯টি মামলা হয় এবং ২৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর বাইরে ঢাকা বিভাগে ১৭৯টি মামলা ও ৩ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা, চট্টগ্রাম বিভাগে ১৬৮টি মামলা ও ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, রাজশাহী বিভাগে ১৪০টি মামলা ও ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা জরিমানা, খুলনা বিভাগে ২০৫টি মামলা ও ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা, বরিশাল বিভাগে ৬৮টি মামলা ও ১ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা, সিলেট বিভাগে ৬৯টি মামলা ও ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা, রংপুর বিভাগে ১৭১টি মামলা ও ৪ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ময়মনসিংহ বিভাগে ৭৪টি মামলা ও ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া এই অভিযানে মোট ৪৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। তবে কোনো চালক বা মালিককে কারাদণ্ড দেওয়া হয়নি।
মেয়াদোত্তীর্ণ যানবাহন, ফিটনেস ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান এই অভিযান আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ সংশ্লিষ্টরা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল— দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ
১ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তাঁর নিজের নামে রাজধানীতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে
১ ঘণ্টা আগেরাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশ দিয়েছিলেন। এর পর থেকে আর চিকিৎসা হয়নি। তাঁকে অন্য হাসপাতালেও নিতে দেওয়া হয়নি। তারা চেয়েছিল, পা কেটে কারাগারে নিয়ে যেতে।
১ ঘণ্টা আগে