নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অন্তত ৬১টি জেলায় শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগী। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১০১ জনে। গত ২৪ ঘণ্টায়ও দেশে রেকর্ড পরিমাণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের ৬১টি জেলায় মোট ১ হাজার ৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, এখন পর্যন্ত ডেঙ্গু সবচেয়ে বেশি কাবু করেছে ঢাকার নাগরিকদের। দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হলেও রংপুর বিভাগের তিন জেলা—কুড়িগ্রাম, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরেরে দেওয়া তথ্যানুসারে, এ নিয়ে তৃতীয়বারের মতো চলতি বছর এক দিনে ১ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। এর আগে, সর্বশেষ ৩০ অক্টোবর এক হাজার ২০ জন আক্রান্ত হয়েছিল। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ হাজার ১০১ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই ২৭ হাজারের বেশি।
এদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দেড় শ জনে দাঁড়িয়েছে। আগের দিন ৭ জনের পর গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা ১৫০ জনে ঠেকেছে। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে, ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের প্রাণহানি ঘটেছিল।
বুধবার পর্যন্ত সরকারি হিসেবের আওতায় থাকা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩৩২ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪১৮ জন। এ বছরের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। যা বছরের শেষদিকে এসে আরও ভয়ানক রূপ নিচ্ছে। সেপ্টেম্বরে খারাপ পরিস্থিতি শুরু হলেও অক্টোবরে সেটি কমে আসার আশা করা হলেও বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত হয়েছে। আর নভেম্বরের প্রথম দুদিনেই আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ১১ জন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পেছনে সরকারের স্থায়ী কর্মকৌশল না থাকাকে বারবার দায়ী করছেন জনস্বাস্থ্যবিদেরা। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এমনকি স্থানীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকও। বুধবারও রাজধানীতে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও জোরালোভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু এখন আশঙ্কাজনক হারে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তবে, চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালে শয্যার অভাব হবে না। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। তবে, শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়।’
দেশের অন্তত ৬১টি জেলায় শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগী। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১০১ জনে। গত ২৪ ঘণ্টায়ও দেশে রেকর্ড পরিমাণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের ৬১টি জেলায় মোট ১ হাজার ৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, এখন পর্যন্ত ডেঙ্গু সবচেয়ে বেশি কাবু করেছে ঢাকার নাগরিকদের। দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হলেও রংপুর বিভাগের তিন জেলা—কুড়িগ্রাম, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরেরে দেওয়া তথ্যানুসারে, এ নিয়ে তৃতীয়বারের মতো চলতি বছর এক দিনে ১ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। এর আগে, সর্বশেষ ৩০ অক্টোবর এক হাজার ২০ জন আক্রান্ত হয়েছিল। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ হাজার ১০১ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই ২৭ হাজারের বেশি।
এদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দেড় শ জনে দাঁড়িয়েছে। আগের দিন ৭ জনের পর গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা ১৫০ জনে ঠেকেছে। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে, ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের প্রাণহানি ঘটেছিল।
বুধবার পর্যন্ত সরকারি হিসেবের আওতায় থাকা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩৩২ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪১৮ জন। এ বছরের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। যা বছরের শেষদিকে এসে আরও ভয়ানক রূপ নিচ্ছে। সেপ্টেম্বরে খারাপ পরিস্থিতি শুরু হলেও অক্টোবরে সেটি কমে আসার আশা করা হলেও বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত হয়েছে। আর নভেম্বরের প্রথম দুদিনেই আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ১১ জন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পেছনে সরকারের স্থায়ী কর্মকৌশল না থাকাকে বারবার দায়ী করছেন জনস্বাস্থ্যবিদেরা। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এমনকি স্থানীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকও। বুধবারও রাজধানীতে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও জোরালোভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু এখন আশঙ্কাজনক হারে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তবে, চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালে শয্যার অভাব হবে না। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। তবে, শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়।’
আকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
৫ মিনিট আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৩ ঘণ্টা আগেনিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
৪ ঘণ্টা আগে