Ajker Patrika

এক উপাচার্য গেলে আরেকজন আসবে, আমরা শাবিপ্রবির সমস্যা সমাধান চাই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক উপাচার্য গেলে আরেকজন আসবে, আমরা শাবিপ্রবির সমস্যা সমাধান চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে চলে গেলে ঠিকই আরেকজন উপাচার্য আসবেন। কিন্তু শিক্ষার্থীরা যে দাবির জন্য প্রথমে আন্দোলন শুরু করেছে, আমরা সেগুলো সমাধান করব। পাশাপাশি কয়েক দফা দাবি কেন এক দফায় পরিণত হলো, তাও খতিয়ে দেখা হবে।’ 

আজ বুধবার রাতে শাবিপ্রবির বিষয়ে শিক্ষামন্ত্রী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনে পুলিশি অ্যাকশনে অনেকেই আহত হয়েছে। পরে আন্দোলনটি কয়েক দফা থেকে ‘উপাচার্যের পদত্যাগ’ এই এক দফায় পরিণত হয়। সকালে ড. জাফর ইকবাল অনশন বন্ধ করেছেন। সে জন্য আমি ড. জাফর ইকবালকে ধন্যবাদ জানাই।’ 

দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছে, সে সমস্যা সমাধান করব। ছাত্র আন্দোলনে অনেক ভাঙচুর হয়, অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তবে যে কারণে কয়েকটি দফার আন্দোলন এক দফায় হয়েছে সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তবে সেখানে যে সমস্যাগুলোর জন্য আন্দোলন হয়েছে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের এই সব সমস্যা থাকেই।’ 

শিক্ষার্থীদের মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের একাডেমিক জীবনে এর কোন প্রভাব না থাকে আমরা সেটা নিশ্চিত করব। মামলা তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ 

উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন উপাচার্য থাকবে কি থাকবে না সেটা সমস্যার সমাধান না। ঠিকই আরেকজন উপাচার্য থাকবেন। আমরা শাবিপ্রবির শিক্ষার্থীদের যত সমস্যা সেগুলো সমাধান করব। উপাচার্যের পদত্যাগের বিষয়টি অন্য প্রক্রিয়া।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত