Ajker Patrika

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের একাধিক ব্যানারে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম ও শ্রমিক নেতা প্রকাশ দত্তসহ অনেকে উপস্থিত ছিলেন।

আসন্ন ঈদুল ফিতরের আগে ২০ থেকে ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না।

সমাবেশ থেকে শ্রমিক নেতা ও শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা ঈদের আগে প্রত্যাহার এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমের মুক্তির দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির ব্যানারে জাতীয় প্রেসক্লারের সামনে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সমাবেশ করেছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারা চলে গেছে। যানচলাচল স্বাভাবিক ছিল। কেউ সড়ক অবরোধ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

নিয়মিত দাঁত ব্রাশ করেও মুখে দুর্গন্ধের কারণ, পরিত্রাণের উপায়

বঙ্গবন্ধু জেন–জিদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা, হাসিনা সবচেয়ে অজনপ্রিয়: জরিপ

২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর হাইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয়: শিক্ষা মন্ত্রণালয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত