কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের কলকাতায় পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পি কে হালদারকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি আইনি প্রক্রিয়া অনুসরণ করে হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাইকমিশনার।
অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচার করে পলাতক ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। তিনি কানাডায় আছেন বলে এত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে গত শনিবার (১৪ মে) কলকাতায় তাঁকে গ্রেপ্তার করে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে তাঁর ও তাঁর সহযোগীদের বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে।
আজ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘চলতি মাসের শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক যৌথ কমিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এ সময় ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াদি নিয়ে সামনের দিনের পরিকল্পনা এবং যে কাজগুলো হয়েছে তা নিয়ে আলোচনা করতে এসেছিলাম। আমাদের কাজ চলমান। আমরা সবকিছু থেকে ভালো ফল আশা করছি।’
পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছিল কি না সে বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা জানিয়েছি। এটি আমাদের দুই দেশের সরকারের মধ্যে মিউচুয়াল লিগ্যাল চুক্তির আওতায় স্বাভাবিক সহযোগিতার অংশ। দুই দেশেই অপরাধী প্রতিরোধের বিষয়ে আমাদের অনেক ধরনের সহযোগিতা রয়েছে। বাংলাদেশের সরকার ভারতের গোয়েন্দা বাহিনীগুলোকে তথ্য দিয়েছে। গোয়েন্দা বাহিনী সেই তথ্য পরীক্ষা করে ব্যবস্থা নিয়েছে। এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
পি কে হালদারকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটি একটি প্রক্রিয়া, অপরাধী আদান প্রদানে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্বাভাবিক বিষয়। বিষয়টি বড় দিনের সময়ে কার্ড বিনিময়ের মতো নয়। তাঁকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের অংশেও কেউ অপরাধে জড়িত, সে বিষয়েও তথ্য নেওয়ার বিষয় রয়েছে। এটি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাঁর বিষয়ে তথ্য বাংলাদেশ থেকেই দেওয়া হয়েছিল।’
বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের কলকাতায় পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পি কে হালদারকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি আইনি প্রক্রিয়া অনুসরণ করে হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাইকমিশনার।
অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচার করে পলাতক ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। তিনি কানাডায় আছেন বলে এত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে গত শনিবার (১৪ মে) কলকাতায় তাঁকে গ্রেপ্তার করে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে তাঁর ও তাঁর সহযোগীদের বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে।
আজ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘চলতি মাসের শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক যৌথ কমিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এ সময় ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াদি নিয়ে সামনের দিনের পরিকল্পনা এবং যে কাজগুলো হয়েছে তা নিয়ে আলোচনা করতে এসেছিলাম। আমাদের কাজ চলমান। আমরা সবকিছু থেকে ভালো ফল আশা করছি।’
পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছিল কি না সে বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা জানিয়েছি। এটি আমাদের দুই দেশের সরকারের মধ্যে মিউচুয়াল লিগ্যাল চুক্তির আওতায় স্বাভাবিক সহযোগিতার অংশ। দুই দেশেই অপরাধী প্রতিরোধের বিষয়ে আমাদের অনেক ধরনের সহযোগিতা রয়েছে। বাংলাদেশের সরকার ভারতের গোয়েন্দা বাহিনীগুলোকে তথ্য দিয়েছে। গোয়েন্দা বাহিনী সেই তথ্য পরীক্ষা করে ব্যবস্থা নিয়েছে। এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
পি কে হালদারকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটি একটি প্রক্রিয়া, অপরাধী আদান প্রদানে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্বাভাবিক বিষয়। বিষয়টি বড় দিনের সময়ে কার্ড বিনিময়ের মতো নয়। তাঁকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের অংশেও কেউ অপরাধে জড়িত, সে বিষয়েও তথ্য নেওয়ার বিষয় রয়েছে। এটি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাঁর বিষয়ে তথ্য বাংলাদেশ থেকেই দেওয়া হয়েছিল।’
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৭ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১০ ঘণ্টা আগে