Ajker Patrika

আইজিপির সঙ্গে সাক্ষাৎ করল রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
আজ বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ করেন তাঁরা।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংস্থাটির প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

আইজিপি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত