নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাচার নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সচিব মো. রুহুল আমিন। তিনি বলেছেন, ‘জাতিসংঘের বিষয়টি আমরা পর্যালোচনা করছি। বিস্তারিত তথ্য পেলে পরে জানানো হবে।’
আজ রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে সচিব মো. রুহুল আমিন এমনটি জানান।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সেখানে আমাদের কর্মীদের দুটো গ্রুপ আছে। একটা চাহিদার বিপরীতে যারা যাচ্ছেন, আরেকটা যারা ভিজিট ভিসা কিংবা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে অবস্থান করছেন। এগুলো সঠিক পরিসংখ্যান জানতে হবে।’
মালয়েশিয়া যেসব শ্রমিকের কাজ নেই তাঁরা শিগগিরই কাজ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। তিনি বলেন, ‘চাহিদার বিপরীতে যেসব লোক মালয়েশিয়ায় গেছেন, তাদের মধ্যে যাদের কাজ নেই। আশা করছি, ৩১ মের পরেই তাদের কাজ পুনর্বণ্টন করা হবে।’
তিনি আরও বলেন, ‘৩১ মে পর্যন্ত মালয়েশিয়া সরকার আগের কোটা অনুসারে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে কর্মী নেবে। এরপর আগের ব্যবস্থাটা তারা পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি কাজ শুরু করবে। আমরা এ বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি।’
এর আগে, এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ায় মানবপাচারে অপরাধী চক্র রয়েছে। এই চক্রগুলো ভুয়া নিয়োগ দিয়ে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তাঁরা এ নিয়ে উদ্বিগ্ন।
তাঁরা বলেন, এই শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আর এতে করে ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এই শ্রমিকেরা মালয়েশিয়ায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছেন না। একটা সময় বাধ্য হয়ে তাঁরা ভিসার মেয়াদের চেয়ে বেশি দিন থাকছেন। এর ফলে তাঁরা নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তারের ঝুঁকিতে থাকছেন। অনেক সময় তাঁদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অনেক সময়ই তাঁরা নিপীড়িত হচ্ছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাচার নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সচিব মো. রুহুল আমিন। তিনি বলেছেন, ‘জাতিসংঘের বিষয়টি আমরা পর্যালোচনা করছি। বিস্তারিত তথ্য পেলে পরে জানানো হবে।’
আজ রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে সচিব মো. রুহুল আমিন এমনটি জানান।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সেখানে আমাদের কর্মীদের দুটো গ্রুপ আছে। একটা চাহিদার বিপরীতে যারা যাচ্ছেন, আরেকটা যারা ভিজিট ভিসা কিংবা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে অবস্থান করছেন। এগুলো সঠিক পরিসংখ্যান জানতে হবে।’
মালয়েশিয়া যেসব শ্রমিকের কাজ নেই তাঁরা শিগগিরই কাজ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। তিনি বলেন, ‘চাহিদার বিপরীতে যেসব লোক মালয়েশিয়ায় গেছেন, তাদের মধ্যে যাদের কাজ নেই। আশা করছি, ৩১ মের পরেই তাদের কাজ পুনর্বণ্টন করা হবে।’
তিনি আরও বলেন, ‘৩১ মে পর্যন্ত মালয়েশিয়া সরকার আগের কোটা অনুসারে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে কর্মী নেবে। এরপর আগের ব্যবস্থাটা তারা পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি কাজ শুরু করবে। আমরা এ বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি।’
এর আগে, এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ায় মানবপাচারে অপরাধী চক্র রয়েছে। এই চক্রগুলো ভুয়া নিয়োগ দিয়ে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তাঁরা এ নিয়ে উদ্বিগ্ন।
তাঁরা বলেন, এই শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আর এতে করে ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এই শ্রমিকেরা মালয়েশিয়ায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছেন না। একটা সময় বাধ্য হয়ে তাঁরা ভিসার মেয়াদের চেয়ে বেশি দিন থাকছেন। এর ফলে তাঁরা নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তারের ঝুঁকিতে থাকছেন। অনেক সময় তাঁদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অনেক সময়ই তাঁরা নিপীড়িত হচ্ছেন।
ভারতের উত্তর–পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিমান) একটি ফ্লাইটকে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
৮ ঘণ্টা আগে