আজকের পত্রিকা ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে—সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদনগুলোতে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট, ইউএইভিসাঅনলাইন-এর ১৭ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত একটি অভিবাসন বিজ্ঞপ্তিতে এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
তবে, এই দাবিটি ভুয়া।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, আমিরাতের কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে এমন কোনো তথ্য পাইনি।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিবেদনগুলোতে যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে, সেটি একটি ভিসা কেন্দ্রের সাইট, কোনো সরকারি সূত্র নয়।
রাষ্ট্রদূত বলেন, এই পোস্টটি ওই ওয়েবসাইট কর্তৃপক্ষের নিজেদেরই একটি অনৈতিক অপচেষ্টা হতে পারে, কারণ তাদের অফিসে যোগাযোগ করা একজন প্রবাসী জানতে পারেন, তারা এখনো ওই ওয়েবসাইটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া করতে পারে।
আহমেদ আরও বলেন, ২০ এবং ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকায়, দূতাবাস ২২ সেপ্টেম্বর থেকে যোগাযোগ এবং সরকারি চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দূতাবাস বা কনস্যুলেট এমন কোনো কিছুর খবর পায়নি যা কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়।’
সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রবেশ নীতি অপরিবর্তিত রয়েছে: বিদেশি নাগরিকদের জন্য কমপক্ষে ছয় মাসের বৈধতা এবং দুটি খালি পাতা-সহ একটি পাসপোর্ট, অনুমোদিত একটি সংযুক্ত আরব আমিরাত ভিসা, কোভিড-১৯ পরীক্ষার নেতিবাচক ফলাফল, একটি টিকাদান সনদ এবং স্বাস্থ্য ও কোয়ারেন্টাইন নিয়মাবলী মেনে চলতে হবে।
সুতরাং, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা। এই দাবিটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত হয়েছে এবং যাচাই-বাছাই না করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে—সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদনগুলোতে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট, ইউএইভিসাঅনলাইন-এর ১৭ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত একটি অভিবাসন বিজ্ঞপ্তিতে এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
তবে, এই দাবিটি ভুয়া।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, আমিরাতের কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে এমন কোনো তথ্য পাইনি।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিবেদনগুলোতে যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে, সেটি একটি ভিসা কেন্দ্রের সাইট, কোনো সরকারি সূত্র নয়।
রাষ্ট্রদূত বলেন, এই পোস্টটি ওই ওয়েবসাইট কর্তৃপক্ষের নিজেদেরই একটি অনৈতিক অপচেষ্টা হতে পারে, কারণ তাদের অফিসে যোগাযোগ করা একজন প্রবাসী জানতে পারেন, তারা এখনো ওই ওয়েবসাইটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া করতে পারে।
আহমেদ আরও বলেন, ২০ এবং ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকায়, দূতাবাস ২২ সেপ্টেম্বর থেকে যোগাযোগ এবং সরকারি চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দূতাবাস বা কনস্যুলেট এমন কোনো কিছুর খবর পায়নি যা কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়।’
সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রবেশ নীতি অপরিবর্তিত রয়েছে: বিদেশি নাগরিকদের জন্য কমপক্ষে ছয় মাসের বৈধতা এবং দুটি খালি পাতা-সহ একটি পাসপোর্ট, অনুমোদিত একটি সংযুক্ত আরব আমিরাত ভিসা, কোভিড-১৯ পরীক্ষার নেতিবাচক ফলাফল, একটি টিকাদান সনদ এবং স্বাস্থ্য ও কোয়ারেন্টাইন নিয়মাবলী মেনে চলতে হবে।
সুতরাং, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা। এই দাবিটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত হয়েছে এবং যাচাই-বাছাই না করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস
তাঁরা মনে করেন, দখলমুক্ত খাস জমি পর্যটন খাতের সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং ধূমপানমুক্ত পরিবেশ স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য একটি স্বাস্থ্যসম্মত গন্তব্য নিশ্চিত করবে।
৯ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়।’
১ ঘণ্টা আগেচট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার এ নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন থেকে জানা যায়, নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে