কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে আজ রোববার সকালে ঢাকায় আসছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন।
ব্রাজিলের ব্যবসায়ীদের একটি দল মাউরো ভিয়েরার সফরসঙ্গী হিসেবে আসছেন। মাউরো ভিয়েরা ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের মন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় আলোচনায় ব্রাজিলে পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কছাড় চাইবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ব্রাজিলে ২৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়; যার বেশির ভাগই তৈরি পোশাক। পোশাক রপ্তানির ক্ষেত্রে দেশটি প্রায় ৩০ শতাংশ শুল্ক আদায় করে থাকে।
ব্রাজিল থেকে বাংলাদেশে সয়াবিন, তুলা, চিনি, ক্ষুদ্রাস্ত্রসহ প্রায় ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি হয়। তুলা রপ্তানির ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশে শুল্কছাড় পেয়ে থাকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পোশাকের বাইরে ওষুধ ও কিছু অপ্রচলিত পণ্য ব্রাজিলে রপ্তানির সুযোগ চাইবে বাংলাদেশ। আর সাশ্রয়ী খরচে আমদানি করতে চাইবে জৈব জ্বালানি।
কর্মকর্তারা বলছেন, ব্রাজিল বাংলাদেশে প্রতি কেজি চার থেকে পাঁচ ডলারে গরুর মাংস রপ্তানি করতে চায়।
বৈঠকের পর উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতার বিষয়ে দুটি চুক্তি সই করবেন। দুই মন্ত্রী বৈঠকের পর প্রেস ব্রিফিং করবেন।
ব্রাজিলের মন্ত্রী আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মাউরো ভিয়েরা আগামীকাল বিকেলে গাজীপুরে স্কয়ার ও বেক্সিমকোর অন্তত দুটি কারখানা পরিদর্শন করবেন।
স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে তাঁর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামীকালই তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন।
আগামীকাল রাতেই ব্রাজিলের মন্ত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে আজ রোববার সকালে ঢাকায় আসছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন।
ব্রাজিলের ব্যবসায়ীদের একটি দল মাউরো ভিয়েরার সফরসঙ্গী হিসেবে আসছেন। মাউরো ভিয়েরা ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের মন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় আলোচনায় ব্রাজিলে পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কছাড় চাইবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ব্রাজিলে ২৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়; যার বেশির ভাগই তৈরি পোশাক। পোশাক রপ্তানির ক্ষেত্রে দেশটি প্রায় ৩০ শতাংশ শুল্ক আদায় করে থাকে।
ব্রাজিল থেকে বাংলাদেশে সয়াবিন, তুলা, চিনি, ক্ষুদ্রাস্ত্রসহ প্রায় ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি হয়। তুলা রপ্তানির ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশে শুল্কছাড় পেয়ে থাকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পোশাকের বাইরে ওষুধ ও কিছু অপ্রচলিত পণ্য ব্রাজিলে রপ্তানির সুযোগ চাইবে বাংলাদেশ। আর সাশ্রয়ী খরচে আমদানি করতে চাইবে জৈব জ্বালানি।
কর্মকর্তারা বলছেন, ব্রাজিল বাংলাদেশে প্রতি কেজি চার থেকে পাঁচ ডলারে গরুর মাংস রপ্তানি করতে চায়।
বৈঠকের পর উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতার বিষয়ে দুটি চুক্তি সই করবেন। দুই মন্ত্রী বৈঠকের পর প্রেস ব্রিফিং করবেন।
ব্রাজিলের মন্ত্রী আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মাউরো ভিয়েরা আগামীকাল বিকেলে গাজীপুরে স্কয়ার ও বেক্সিমকোর অন্তত দুটি কারখানা পরিদর্শন করবেন।
স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে তাঁর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামীকালই তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন।
আগামীকাল রাতেই ব্রাজিলের মন্ত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আজ বুধবার জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ। এর আগে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন।
৩১ মিনিট আগেআদালতে দুদকের করা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নসরুল হামিদ তাঁর স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেবহু বঞ্চনার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অবশেষে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে