নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যের হাসির আলোকছটা যখন সকালের সোনারোদ হয়ে বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে নতুন বাংলা বর্ষ ১৪৩০ বরণ করে নেওয়ার আয়োজন। সদ্যগত বছরের জরা-ক্লান্তি আর অশনি কাটিয়ে ছায়ানটের শিল্পী দল গেয়ে ওঠে ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরনে বাহারি পাঞ্জাবি, ভাঁজ না ভাঙা লাল-হলুদ নতুন গামছা গলায় ঝুলিয়ে, মাথায় বেঁধে আর লাল পেড়ে, সাদা শাড়ি গায়ে জড়িয়ে খোঁপায় বেলির মালা পরে ভোর থেকেই রমনায় আসতে শুরু করেছেন নানা বয়সী নারী-পুরুষ। জামতলায় বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মিলিয়ে উঠতে দেখা গেছে বাবা-মায়ের হাত ধরে প্রথমবার ভোরের পাখি হয়ে আসা কচিকাঁচাদের।
রমনার বটমূলে আসা স্মৃতি গোস্বামী বলেন, ‘প্রায় প্রতিবছরই আসি রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে। এবার এসেছি বিশেষ কারণে। মন থেকেই চাই বৈশাখ বরণ বা উদ্যাপন নিয়ে যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছে, সেটা যেন বন্ধ হয়।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘প্রথমবারের মতো রমনায় এসেছি। সবকিছু ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নিতে চাই।’
শুরুর পর থেকেই গান, যন্ত্রসংগীত আর কবিতার মধ্য দিয়ে চলছে প্রহরের আয়োজন। পছন্দের পরিবেশনায় করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন দর্শনার্থী ও শ্রোতারা।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যের হাসির আলোকছটা যখন সকালের সোনারোদ হয়ে বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে নতুন বাংলা বর্ষ ১৪৩০ বরণ করে নেওয়ার আয়োজন। সদ্যগত বছরের জরা-ক্লান্তি আর অশনি কাটিয়ে ছায়ানটের শিল্পী দল গেয়ে ওঠে ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরনে বাহারি পাঞ্জাবি, ভাঁজ না ভাঙা লাল-হলুদ নতুন গামছা গলায় ঝুলিয়ে, মাথায় বেঁধে আর লাল পেড়ে, সাদা শাড়ি গায়ে জড়িয়ে খোঁপায় বেলির মালা পরে ভোর থেকেই রমনায় আসতে শুরু করেছেন নানা বয়সী নারী-পুরুষ। জামতলায় বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মিলিয়ে উঠতে দেখা গেছে বাবা-মায়ের হাত ধরে প্রথমবার ভোরের পাখি হয়ে আসা কচিকাঁচাদের।
রমনার বটমূলে আসা স্মৃতি গোস্বামী বলেন, ‘প্রায় প্রতিবছরই আসি রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে। এবার এসেছি বিশেষ কারণে। মন থেকেই চাই বৈশাখ বরণ বা উদ্যাপন নিয়ে যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছে, সেটা যেন বন্ধ হয়।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘প্রথমবারের মতো রমনায় এসেছি। সবকিছু ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নিতে চাই।’
শুরুর পর থেকেই গান, যন্ত্রসংগীত আর কবিতার মধ্য দিয়ে চলছে প্রহরের আয়োজন। পছন্দের পরিবেশনায় করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন দর্শনার্থী ও শ্রোতারা।
প্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই। তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে। এসবকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
৩ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শতাধিক প্রতিনিধিসহ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার আগের কর্তৃত্ববাদী সরকারের বিব্রতকর চর্চা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনায় হতাশা প্রকাশ করে সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় বিদেশ সফরে এত বড় প্রতিনিধিদল পাঠ
৩ ঘণ্টা আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শ্রমিকদের মর্যাদা ও শ্রমিককেন্দ্রিক নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ‘ফ্রম ডায়লগ টু অ্যাকশন: টুয়ার্ডস
৩ ঘণ্টা আগে