নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞার আদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে হারুন অর রশিদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে দুদক ৩ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে। আবেদনকারী অনুসন্ধান কমিটির একজন সদস্য।
তিনি আবেদনে আরও বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে তার অবৈধ সম্পদের তথ্য বের করার জন্য অনুসন্ধান কমিটির অনুসন্ধান ব্যাহত হবে। তাই হারুন অর রশিদ যাতে সপরিবারে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, তাদের বিষয়ে বিদেশ গমন রহিত করনের লক্ষ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া প্রয়োজন।
আবেদনকারীর পক্ষে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিকেলে আদালত আদেশ দেন।
উল্লেখ্য, হারুন অর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে দুদক অনুসন্ধান কমিটি গঠন করে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞার আদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে হারুন অর রশিদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে দুদক ৩ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে। আবেদনকারী অনুসন্ধান কমিটির একজন সদস্য।
তিনি আবেদনে আরও বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে তার অবৈধ সম্পদের তথ্য বের করার জন্য অনুসন্ধান কমিটির অনুসন্ধান ব্যাহত হবে। তাই হারুন অর রশিদ যাতে সপরিবারে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, তাদের বিষয়ে বিদেশ গমন রহিত করনের লক্ষ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া প্রয়োজন।
আবেদনকারীর পক্ষে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিকেলে আদালত আদেশ দেন।
উল্লেখ্য, হারুন অর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে দুদক অনুসন্ধান কমিটি গঠন করে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
৩ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
৩ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
৩ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৬ ঘণ্টা আগে