Ajker Patrika

প্রবাসীদের জন্য সরকার আনল ‘আমি প্রবাসী’ অ্যাপ, বানানো যাবে সিভি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাসীদের জন্য সরকার আনল ‘আমি প্রবাসী’ অ্যাপ, বানানো যাবে সিভি

সরকার অনুমোদিত মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টাল ‘আমি প্রবাসী’ দ্রুত ও সহজে সিভি (কারিকুলাম ভিটা/ জীবনবৃত্তান্ত) তৈরির জন্য ফিচার চালু করেছে। মেশিন লার্নিং চ্যাটবটভিত্তিক এই সিভি বিল্ডার ব্যবহার করে দ্রুত ও সহজেই তৈরি করা যাচ্ছে পেশাদার সিভি। প্রচলিত পদ্ধতিতে বা অনলাইন টুলস ব্যবহার করে প্রফেশনাল সিভি তৈরি করতে অনেকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু আমি প্রবাসীর এই সিভি বিল্ডার দিয়ে খুব সহজেই চ্যাটবটের সঙ্গে চ্যাট করে সিভি তৈরি করা সম্ভব। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিচারে রয়েছে বাংলা মেশিন লার্নিং চ্যাটবট, যা সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে তাঁর যাবতীয় তথ্য যেমন—দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জেনে নেয়। মাত্র ৫–৭ মিনিটে প্রয়োজনীয় তথ্য নেওয়া শেষে একটি পেশাদার সিভি তৈরি করে দিতে সক্ষম এই ফিচার। সিভি প্রস্তুত হয়ে গেলে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন ব্যবহারকারীরা; যা তাঁরা তাৎক্ষণিক শেয়ার করতে পারবেন আবার চাইলে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন।

এখন পর্যন্ত প্রায় এক লাখ ব্যবহারকারী এই সিভি বিল্ডার ফিচার ব্যবহার করেছেন। এর মধ্যে ৩ হাজার ৫১২ জনের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, ২০ থেকে ৩০ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা ৩১ হাজার ৩৮৯ জন এবং প্রকৌশলীর সংখ্যা ১ হাজার ৩৩৫ জন।

‘আমি প্রবাসী’ অ্যাপে প্রবেশ করে নতুন ফিচারটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। যাঁদের প্রযুক্তিগত দক্ষতা কম, তাঁরাও এটি ব্যবহার করে সহজেই দ্রুত মানসম্পন্ন পেশাদার সিভি তৈরি করতে পারবেন, যা চাকরির ক্ষেত্রে তাঁদের সুযোগ বাড়াবে।

আমি প্রবাসীর ব্যবস্থাপনা পরিচালক তারিক-ই-হক বলেন, ‘অনেক মানুষ বিশেষ করে, যারা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নয়, তারা জানেই না সিভি কী—সেখানে সিভি তৈরি করা তো দূরের কথা। আমাদের সিভি বিল্ডার ফিচার যেকোনো ব্যক্তির জন্য সিভি তৈরি এখন অনেক সহজ করে দিয়েছে। বাংলায় মেশিন লার্নিং চ্যাটবটের সঙ্গে চ্যাট করে যে কেউ এখন সিভি বানাতে পারবেন। বেকারত্বের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ এবং আরও বেশি মানুষকে ভালো চাকরির সুযোগ করে দিতে বর্তমানে এটি সহায়ক একটি ফিচার।’

আগামী দিনে সিভি বিল্ডার ফিচারে এসএমএসের মাধ্যমে সিভি শেয়ার এবং তাৎক্ষণিক সিভি ডাউনলোডের জন্য কিউআর কোড অপশন যোগ করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রবাসীদের বিদেশে চাকরির জন্য ওয়ান স্টপ সেবা দিয়ে থাকে আমি প্রবাসী। স্বচ্ছতা আনয়ন, অভিবাসন খরচ কমানো ও ঘরে বসে অনলাইনে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে গতিশীল করার উদ্দেশ্যে সরকারিভাবে এই প্ল্যাটফরম চালু হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত