কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন থেকে প্রাথমিকভাবে সহস্রাধিক কর্মীকে দেশে ফেরানোর প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। তাঁদের আনার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে ইতিমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) বলা হয়েছে।
লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, লেবানন থেকে যাঁরা ফিরতে চান, তাঁদের তালিকা করতে বলা হয়েছে। আর আইওএমকে অনুরোধ করা হয়েছে, ফ্লাইটের ব্যবস্থা করতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, বৈরুত বিমানবন্দর থেকে উড়োজাহাজ ওড়া এখন ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় যাঁরা ফিরতে চান, তাঁদের জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে। আর সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বলা হয়েছে, যুদ্ধের অঞ্চল ছেড়ে আরেকটু উত্তরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে।
ইসরায়েলের হামলার শিকার হয়ে বাংলাদেশের কয়েকজন কর্মী আহত হয়েছেন, এমন তথ্য দিয়ে এক কূটনীতিক জানান, তাঁদের সংখ্যা ৫ / ৭ জনের বেশি নয়।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, লেবানন প্রবাসী বেশির ভাগ কর্মী এখনই দেশটি ছাড়তে চাচ্ছেন না। এ কারণে যাঁরা ফিরতে চান, তাঁদের সংখ্যা ১ থেকে ২ হাজারে সীমিত থাকতে পারে।
সরকারি এক কর্মকর্তা জানান, বৈরুত বিমানবন্দর ব্যবহারে ঝুঁকি থাকায় দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে জাহাজে কাছাকাছি অন্য কোনো দেশে নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে তাঁদের সৌদি আরব ও ওমানসহ আশপাশের দেশের সমুদ্রবন্দরে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আকাশপথে তাঁদের ঢাকায় আনা হতে পারে।
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন থেকে প্রাথমিকভাবে সহস্রাধিক কর্মীকে দেশে ফেরানোর প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। তাঁদের আনার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে ইতিমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) বলা হয়েছে।
লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, লেবানন থেকে যাঁরা ফিরতে চান, তাঁদের তালিকা করতে বলা হয়েছে। আর আইওএমকে অনুরোধ করা হয়েছে, ফ্লাইটের ব্যবস্থা করতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, বৈরুত বিমানবন্দর থেকে উড়োজাহাজ ওড়া এখন ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় যাঁরা ফিরতে চান, তাঁদের জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে। আর সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বলা হয়েছে, যুদ্ধের অঞ্চল ছেড়ে আরেকটু উত্তরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে।
ইসরায়েলের হামলার শিকার হয়ে বাংলাদেশের কয়েকজন কর্মী আহত হয়েছেন, এমন তথ্য দিয়ে এক কূটনীতিক জানান, তাঁদের সংখ্যা ৫ / ৭ জনের বেশি নয়।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, লেবানন প্রবাসী বেশির ভাগ কর্মী এখনই দেশটি ছাড়তে চাচ্ছেন না। এ কারণে যাঁরা ফিরতে চান, তাঁদের সংখ্যা ১ থেকে ২ হাজারে সীমিত থাকতে পারে।
সরকারি এক কর্মকর্তা জানান, বৈরুত বিমানবন্দর ব্যবহারে ঝুঁকি থাকায় দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে জাহাজে কাছাকাছি অন্য কোনো দেশে নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে তাঁদের সৌদি আরব ও ওমানসহ আশপাশের দেশের সমুদ্রবন্দরে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আকাশপথে তাঁদের ঢাকায় আনা হতে পারে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে