নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে গান ও কবিতা আবৃত্তি করা হয়েছে জাতীয় সংসদে। আওয়ামী লীগের সংসদ সদস্য ও ফোক শিল্পী মমতাজ বেগম প্রধানমন্ত্রীর প্রশংসা করে একটি গান পরিবেশন করেন। তার আগে কবিতা আবৃত্তি করেন আরেক সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর। মঙ্গলবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দুই এমপি কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।
আসাদুজ্জামান নূর তাঁর বক্তব্যের শেষে কবি কামাল চৌধুরীর লেখা ‘পদ্মা সেতু’ কবিতা থেকে কিছু অংশ আবৃত্তি করেন। কবিতাংশটি হলো—
“…আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন
ইতিহাস হয়ে গেছে
বহু বছর পরে আরেকটি বিজয় পার হয়ে যাচ্ছে
খরস্রোতা পদ্মা
নৌকা, ভাটিয়ালি, ফেরিঘাট, জাহাজের ভেঁপু ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দুই তীরের বন্ধন…।’
বাজেট আলোচনায় দেশের জনপ্রিয় লোক সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ গেয়ে ওঠেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’ মমতাজ তাঁর বক্তব্যে বিএনপি সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। আলোচনার একপর্যায়ে মমতাজ বলেন, ‘এখন নারীরা শাড়ি-গয়না না চায় না।’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘চাই না গয়না, চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’
মমতাজ জানান, তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠান করতে যান। তিনি বলেন, ‘সেখানে আমার পাঙ্খা পাঙ্খা গানের সাথে একটা মেয়ে খুব সুন্দর নাচছিল। অনুষ্ঠান শেষে মেয়েটি আমার সাথে সেলফি তুলতে আসলে আমি বলেছিলাম, তুমি কী নাচ শিখেছ? মেয়েটি আমাকে বলে, আপনি আমার বাবাকে চিনবেন। তিনি আপনার কলিগ। আমি জানতে চাইলাম কে? মেয়েটি জানাল তাঁর বাবা হারুনুর রশীদ সাহেব (বিএনপির সংসদ সদস্য)।’
এ সময় সংসদে হাসির রোল ওঠে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাসতে দেখা যায়।
বিএনপির হারুনুর রশীদ কর্তৃক সংসদে দেওয়া বক্তব্যে কোরআন–হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার প্রসঙ্গ টেনে মমতাজ বলেন, ‘আমরাও কোরআন-হাদিস পড়ি। ভাই গিরিশ চন্দ্র সেনের বাংলায় কোরআন অনুবাদ, ছয়টে হাদিস গ্রন্থ আমি পড়েছি। আমি, আমার মা–বাবা হজ করেছি। এগুলো ধারণ করার বিষয় প্রকাশ করার নয়। আমার বাবা বাউল। আমরা ধর্মভীরু। ধর্মান্ধ নই।’
বক্তব্যের শেষের দিকে বিরোধী দলের দিক থেকে মমতাজকে আরও একটি গান করার অনুরোধ করা হয়। মমতাজ তখন বলেন, ‘আরে আপনি শুনতে চেয়েছেন, গাইব না?’ এরপর তিনি গেয়ে ওঠেন, “সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার/যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার”।’
পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে গান ও কবিতা আবৃত্তি করা হয়েছে জাতীয় সংসদে। আওয়ামী লীগের সংসদ সদস্য ও ফোক শিল্পী মমতাজ বেগম প্রধানমন্ত্রীর প্রশংসা করে একটি গান পরিবেশন করেন। তার আগে কবিতা আবৃত্তি করেন আরেক সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর। মঙ্গলবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দুই এমপি কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।
আসাদুজ্জামান নূর তাঁর বক্তব্যের শেষে কবি কামাল চৌধুরীর লেখা ‘পদ্মা সেতু’ কবিতা থেকে কিছু অংশ আবৃত্তি করেন। কবিতাংশটি হলো—
“…আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন
ইতিহাস হয়ে গেছে
বহু বছর পরে আরেকটি বিজয় পার হয়ে যাচ্ছে
খরস্রোতা পদ্মা
নৌকা, ভাটিয়ালি, ফেরিঘাট, জাহাজের ভেঁপু ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দুই তীরের বন্ধন…।’
বাজেট আলোচনায় দেশের জনপ্রিয় লোক সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ গেয়ে ওঠেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’ মমতাজ তাঁর বক্তব্যে বিএনপি সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। আলোচনার একপর্যায়ে মমতাজ বলেন, ‘এখন নারীরা শাড়ি-গয়না না চায় না।’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘চাই না গয়না, চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’
মমতাজ জানান, তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠান করতে যান। তিনি বলেন, ‘সেখানে আমার পাঙ্খা পাঙ্খা গানের সাথে একটা মেয়ে খুব সুন্দর নাচছিল। অনুষ্ঠান শেষে মেয়েটি আমার সাথে সেলফি তুলতে আসলে আমি বলেছিলাম, তুমি কী নাচ শিখেছ? মেয়েটি আমাকে বলে, আপনি আমার বাবাকে চিনবেন। তিনি আপনার কলিগ। আমি জানতে চাইলাম কে? মেয়েটি জানাল তাঁর বাবা হারুনুর রশীদ সাহেব (বিএনপির সংসদ সদস্য)।’
এ সময় সংসদে হাসির রোল ওঠে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাসতে দেখা যায়।
বিএনপির হারুনুর রশীদ কর্তৃক সংসদে দেওয়া বক্তব্যে কোরআন–হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার প্রসঙ্গ টেনে মমতাজ বলেন, ‘আমরাও কোরআন-হাদিস পড়ি। ভাই গিরিশ চন্দ্র সেনের বাংলায় কোরআন অনুবাদ, ছয়টে হাদিস গ্রন্থ আমি পড়েছি। আমি, আমার মা–বাবা হজ করেছি। এগুলো ধারণ করার বিষয় প্রকাশ করার নয়। আমার বাবা বাউল। আমরা ধর্মভীরু। ধর্মান্ধ নই।’
বক্তব্যের শেষের দিকে বিরোধী দলের দিক থেকে মমতাজকে আরও একটি গান করার অনুরোধ করা হয়। মমতাজ তখন বলেন, ‘আরে আপনি শুনতে চেয়েছেন, গাইব না?’ এরপর তিনি গেয়ে ওঠেন, “সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার/যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার”।’
সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৪ মিনিট আগেপুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
২ ঘণ্টা আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
৩ ঘণ্টা আগে‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগে