নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহসা কমছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া মারা গেছে আরও একজন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরের রোগী ২৫ জন। এর আগে গতকাল শনিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৮৯ জন। এদের মধ্যে ঢাকার ১৫৫ জন এবং ঢাকার বাইরের ছিলেন ৩৪ জন। এ ছাড়া গতকাল শনিবার দুজনের মৃত্যু হয়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৪৯৮ জন। এসব রোগীর মধ্যে রাজধানীতে শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩১৮ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ১৩ জন। এ সময় সুস্থ হয়েছে ২১ হাজার ৫৭১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৭ জন। মৃত্যু হওয়া ৮৭ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছে ৮০ জন। আর ৮ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি রয়েছে ৮৪০ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি–বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৪০ জন রোগী ভর্তি আছে এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৬০ জন। এ ছাড়া চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪ হাজার ৩০১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, বিজিবি হাসপাতালে ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪ জনসহ মোট ৫৮ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় রাজধানীর অনেক এলাকায় এখন দুই সিটি করপোরেশনের নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
সহসা কমছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া মারা গেছে আরও একজন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরের রোগী ২৫ জন। এর আগে গতকাল শনিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৮৯ জন। এদের মধ্যে ঢাকার ১৫৫ জন এবং ঢাকার বাইরের ছিলেন ৩৪ জন। এ ছাড়া গতকাল শনিবার দুজনের মৃত্যু হয়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৪৯৮ জন। এসব রোগীর মধ্যে রাজধানীতে শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩১৮ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ১৩ জন। এ সময় সুস্থ হয়েছে ২১ হাজার ৫৭১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৭ জন। মৃত্যু হওয়া ৮৭ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছে ৮০ জন। আর ৮ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি রয়েছে ৮৪০ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি–বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৪০ জন রোগী ভর্তি আছে এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৬০ জন। এ ছাড়া চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪ হাজার ৩০১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, বিজিবি হাসপাতালে ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪ জনসহ মোট ৫৮ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় রাজধানীর অনেক এলাকায় এখন দুই সিটি করপোরেশনের নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো নির্দেশনার বিষয়েও তিনি অবহিত নন বলেও জানান। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা
৯ মিনিট আগেগত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সে সময় বলা হয়েছিল, এ নিয়ে কোনো দাবি ও আপত্তি থাকলে ১০ আগস্টের মধ্যে ইসিতে আবেদন করতে হবে। আজ রোববার ইসি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন
৩৬ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
২ ঘণ্টা আগেসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি শঙ্কামুক্ত আছেন।
৪ ঘণ্টা আগে