আজাদুল আদনান, ঢাকা
করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল শনিবার থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে স্থাপিত অস্থায়ী (ফিল্ড) হাসপাতাল চালু হওয়ার কথা ছিল।
কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়হীনতা আর অব্যবস্থাপনায় প্রায় সেটি চালু করা সম্ভব হয়নি। এর আগে গত ২৫ জুলাই অস্থায়ী এই হাসপাতাল চালুর কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সরেজমিনে দেখা যায়, ২০০ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), এইচডিইউসহ এক হাজার শয্যার এই অস্থায়ী হাসপাতাল তৈরির কাজ এখনো ঢিমেতালে চলছে। নিচ ও দ্বিতীয় তলায় প্রস্তুতি কিছুটা এগোলেও তৃতীয় তলার কাজ এখনো শুরুই হয়নি। নিচতলায় অক্সিজেন সংযোগ দেওয়া হলেও বসানো হয়নি শয্যা, লাগানো হয়নি অগ্নিনির্বাপণযন্ত্র। যা সম্পন্ন হতে আরও চার থেকে পাঁচ দিন লাগতে পারে।
অন্যদিকে দ্বিতীয় তলায় কেবল লাগানো হচ্ছে অক্সিজেন লাইন। বড় কাজগুলো হলেও ক্রিটিক্যাল কিছু কাজ এখনো থেমে আছে। ফলে সময় বেশি লাগছে বলে জানান টেকনিশিয়ানরা। বাকি কাজ শেষ হতে অন্তত ৮-৯ দিন সময় লাগবে।
অক্সিজেন স্থাপনের কাজ করছে এক্সপেক্ট্রা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান আবু মোহাম্মদ তারিকুল আহসান আজকের পত্রিকাকে বলেন, যেভাবে কাজ চলছে তাতে পুরো হাসপাতাল প্রস্তুত হতে আরও প্রায় ২০ দিন লেগে যাবে। তবে নিচতলা এক সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হতে পারে। তিনি বলেন, ‘গত ১৬ জুলাই থেকে আমরা কাজ করছি। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এমনকি অনেক সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। এখন দুই তলায় কাজ চলছে, এটি শেষ হলে তৃতীয় তলায় শুরু হবে। আমরা মোট ১০ জন কাজ করছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক হাজার শয্যা চালু হওয়ার কথা থাকলেও প্রথমে ৫০০ শয্যা চালু হতে পারে। প্রথম তলায় থাকবে ৮৫টি শয্যা। এর মধ্যে ৪০টি আইসিইউ ও ৪৪টি সাধারণ অক্সিজেন শয্যা। দ্বিতীয় তলায় ১২০টি শয্যা এবং তৃতীয় তলায় থাকবে ১৫৩টি শয্যা।
বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা বলেন, ‘অস্থায়ী হাসপাতাল তৈরিতে শুরু থেকেই অব্যবস্থাপনা ছিল। সমন্বয়হীনতায় দ্রুত একটি হাসপাতাল নির্মাণে যে পরিমাণ জনবল দরকার, সেটি করা সম্ভব হয়নি। তাই এক মাসেও হাসপাতালটি চালু করা যায়নি।’
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল আজই (শনিবার) চালু করার। কিন্তু একটা হাসপাতাল তৈরি তো আর মুখের কথা নয়। দুই-এক দিনের মধ্যে নিচতলা প্রস্তুত হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে প্রথম ও দ্বিতীয় তলা চালু করার পরিকল্পনা আছে। সেটিও না হলে প্রথম তলাটা অন্তত চালু করতে চাই। বাকিগুলো পর্যায়ক্রমে হবে।’
দীর্ঘ সময় পেয়েও নির্দিষ্ট সময়ে চালু করতে না পারার দায় নিতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। এ ব্যাপারে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা বলেন, ‘কাজের পুরোটা দায়িত্বে বিএসএমএমইউ। শুধু শয্যা বিছালেই তো হবে না। প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকতে হবে, অক্সিজেন ও জনবল লাগবে। তারপরও অধিদপ্তর, মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা কাজ করছে। আমরা চেয়েছিলাম সময়মতো চালু করতে। কিন্তু সম্ভব হয়নি।’
করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল শনিবার থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে স্থাপিত অস্থায়ী (ফিল্ড) হাসপাতাল চালু হওয়ার কথা ছিল।
কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়হীনতা আর অব্যবস্থাপনায় প্রায় সেটি চালু করা সম্ভব হয়নি। এর আগে গত ২৫ জুলাই অস্থায়ী এই হাসপাতাল চালুর কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সরেজমিনে দেখা যায়, ২০০ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), এইচডিইউসহ এক হাজার শয্যার এই অস্থায়ী হাসপাতাল তৈরির কাজ এখনো ঢিমেতালে চলছে। নিচ ও দ্বিতীয় তলায় প্রস্তুতি কিছুটা এগোলেও তৃতীয় তলার কাজ এখনো শুরুই হয়নি। নিচতলায় অক্সিজেন সংযোগ দেওয়া হলেও বসানো হয়নি শয্যা, লাগানো হয়নি অগ্নিনির্বাপণযন্ত্র। যা সম্পন্ন হতে আরও চার থেকে পাঁচ দিন লাগতে পারে।
অন্যদিকে দ্বিতীয় তলায় কেবল লাগানো হচ্ছে অক্সিজেন লাইন। বড় কাজগুলো হলেও ক্রিটিক্যাল কিছু কাজ এখনো থেমে আছে। ফলে সময় বেশি লাগছে বলে জানান টেকনিশিয়ানরা। বাকি কাজ শেষ হতে অন্তত ৮-৯ দিন সময় লাগবে।
অক্সিজেন স্থাপনের কাজ করছে এক্সপেক্ট্রা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান আবু মোহাম্মদ তারিকুল আহসান আজকের পত্রিকাকে বলেন, যেভাবে কাজ চলছে তাতে পুরো হাসপাতাল প্রস্তুত হতে আরও প্রায় ২০ দিন লেগে যাবে। তবে নিচতলা এক সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হতে পারে। তিনি বলেন, ‘গত ১৬ জুলাই থেকে আমরা কাজ করছি। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এমনকি অনেক সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। এখন দুই তলায় কাজ চলছে, এটি শেষ হলে তৃতীয় তলায় শুরু হবে। আমরা মোট ১০ জন কাজ করছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক হাজার শয্যা চালু হওয়ার কথা থাকলেও প্রথমে ৫০০ শয্যা চালু হতে পারে। প্রথম তলায় থাকবে ৮৫টি শয্যা। এর মধ্যে ৪০টি আইসিইউ ও ৪৪টি সাধারণ অক্সিজেন শয্যা। দ্বিতীয় তলায় ১২০টি শয্যা এবং তৃতীয় তলায় থাকবে ১৫৩টি শয্যা।
বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা বলেন, ‘অস্থায়ী হাসপাতাল তৈরিতে শুরু থেকেই অব্যবস্থাপনা ছিল। সমন্বয়হীনতায় দ্রুত একটি হাসপাতাল নির্মাণে যে পরিমাণ জনবল দরকার, সেটি করা সম্ভব হয়নি। তাই এক মাসেও হাসপাতালটি চালু করা যায়নি।’
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল আজই (শনিবার) চালু করার। কিন্তু একটা হাসপাতাল তৈরি তো আর মুখের কথা নয়। দুই-এক দিনের মধ্যে নিচতলা প্রস্তুত হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে প্রথম ও দ্বিতীয় তলা চালু করার পরিকল্পনা আছে। সেটিও না হলে প্রথম তলাটা অন্তত চালু করতে চাই। বাকিগুলো পর্যায়ক্রমে হবে।’
দীর্ঘ সময় পেয়েও নির্দিষ্ট সময়ে চালু করতে না পারার দায় নিতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। এ ব্যাপারে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা বলেন, ‘কাজের পুরোটা দায়িত্বে বিএসএমএমইউ। শুধু শয্যা বিছালেই তো হবে না। প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকতে হবে, অক্সিজেন ও জনবল লাগবে। তারপরও অধিদপ্তর, মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা কাজ করছে। আমরা চেয়েছিলাম সময়মতো চালু করতে। কিন্তু সম্ভব হয়নি।’
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৪০৫ টির মতো আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করব।’
২৯ মিনিট আগেপুলিশ বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। আর ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে রাজারবাগ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেজাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
১ ঘণ্টা আগেচলমান ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুট পরিবর্তন করা হয়।
২ ঘণ্টা আগে