নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনার সংক্রমণের কারণে আজ মঙ্গলবার থেকে ঢাকার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ। এবার যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হলো। আজ দিবাগত রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করার। তবে পণ্যবাহী সব ট্রেন চলবে। একই সঙ্গে আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনও চলবে।’
এদিকে যাঁরা ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিল, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। অগ্রিম টিকিট ফেরত দিতে সংশ্লিষ্ট টিকিট কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়েছিল। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল।
করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সাত জেলায় (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং গোপালগঞ্জ) আজ থেকে লকডাউন চলছে। রাজধানী ঢাকার আশপাশের এসব জেলায় লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে বাসের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজ কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
বন্ধ ২২ জোড়া আন্তঃনগর ট্রেন
সুবর্ণা এক্সপ্রেস, মহানগর গোধুলী এক্সপ্রেস, মহানগর প্রভাতি এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।
বন্ধ ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন
কর্ণফুলী কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, ঢাকা চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, টাঙ্গাইল কমিউটার।
আগামী ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ঢাকা: করোনার সংক্রমণের কারণে আজ মঙ্গলবার থেকে ঢাকার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ। এবার যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হলো। আজ দিবাগত রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করার। তবে পণ্যবাহী সব ট্রেন চলবে। একই সঙ্গে আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনও চলবে।’
এদিকে যাঁরা ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিল, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। অগ্রিম টিকিট ফেরত দিতে সংশ্লিষ্ট টিকিট কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৪ মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়েছিল। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল।
করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সাত জেলায় (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং গোপালগঞ্জ) আজ থেকে লকডাউন চলছে। রাজধানী ঢাকার আশপাশের এসব জেলায় লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে বাসের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজ কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
বন্ধ ২২ জোড়া আন্তঃনগর ট্রেন
সুবর্ণা এক্সপ্রেস, মহানগর গোধুলী এক্সপ্রেস, মহানগর প্রভাতি এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।
বন্ধ ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন
কর্ণফুলী কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, ঢাকা চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, টাঙ্গাইল কমিউটার।
আগামী ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
৯ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
৯ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা। তবে ইসি নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরলেও রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দূর করতে পারেনি।
৯ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
১৪ ঘণ্টা আগে