আজকের পত্রিকা ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. জাভেদ নামের এক কয়েদির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে নিহতের খালাতো ভাই শিকদার লিটন বাদী হয়ে এ মামলা করেন।
শুনানি শেষে আদালত আগামী ৫ কর্মদিবসের মধ্যে জাভেদ মারা গেছেন কি না ও এ ঘটনায় ইতিপূর্বে কোনো মামলা দায়ের হয়েছে কি না তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কেরানীগঞ্জ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মাহমুদুল আলম শাহীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, দিলীপ বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী (নওফেল), নসরুল হামিদ বিপু, শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, ডেপুটি জেলার মোমিনুল ইসলাম, জেলার নাসির আহমেদ, ডেপুটি জেলার তানজিল হোসেন ও সৈয়দ হাসান আলী, প্রধান কারারক্ষী শামীম হোসেন, সহকারী কারারক্ষী হানিফ সিকদার, কারারক্ষী আবুল কালাম ও শের আলী কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ, কৃষক লীগের সহসভাপতি আরিফুর রহমান দোলন, সাজ্জাদ হোসেন খান বরকত, ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
মামলার আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদিরা আন্দোলন শুরু করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশের মতো দেশীয় অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের ওপর গুলিবর্ষণ করে। গুলিবর্ষণে অনেক কয়েদি আহত এবং মো. জাভেদ নামে একজন কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার বাদী শিকদার লিটনের পরিচয়ে উল্লেখ করা হয়েছে, তিনি একজন সাংবাদিক। কৃষক লীগের সহসভাপতি সাংবাদিক আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে ২০১৯ সালে তিনি সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় আরিফুর রহমান দোলন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন। ঘটনার দিন কারাগারে থাকা অবস্থায় সিকদার লিটন গুলিবিদ্ধ হন। আর তার খালাতো ভাই জাভেদ নিহত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. জাভেদ নামের এক কয়েদির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে নিহতের খালাতো ভাই শিকদার লিটন বাদী হয়ে এ মামলা করেন।
শুনানি শেষে আদালত আগামী ৫ কর্মদিবসের মধ্যে জাভেদ মারা গেছেন কি না ও এ ঘটনায় ইতিপূর্বে কোনো মামলা দায়ের হয়েছে কি না তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কেরানীগঞ্জ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মাহমুদুল আলম শাহীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, দিলীপ বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী (নওফেল), নসরুল হামিদ বিপু, শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, ডেপুটি জেলার মোমিনুল ইসলাম, জেলার নাসির আহমেদ, ডেপুটি জেলার তানজিল হোসেন ও সৈয়দ হাসান আলী, প্রধান কারারক্ষী শামীম হোসেন, সহকারী কারারক্ষী হানিফ সিকদার, কারারক্ষী আবুল কালাম ও শের আলী কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ, কৃষক লীগের সহসভাপতি আরিফুর রহমান দোলন, সাজ্জাদ হোসেন খান বরকত, ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
মামলার আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদিরা আন্দোলন শুরু করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশের মতো দেশীয় অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের ওপর গুলিবর্ষণ করে। গুলিবর্ষণে অনেক কয়েদি আহত এবং মো. জাভেদ নামে একজন কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার বাদী শিকদার লিটনের পরিচয়ে উল্লেখ করা হয়েছে, তিনি একজন সাংবাদিক। কৃষক লীগের সহসভাপতি সাংবাদিক আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে ২০১৯ সালে তিনি সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় আরিফুর রহমান দোলন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন। ঘটনার দিন কারাগারে থাকা অবস্থায় সিকদার লিটন গুলিবিদ্ধ হন। আর তার খালাতো ভাই জাভেদ নিহত হন।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ বিষয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘বর্ধিত এক মাস সময়ের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে চায় কমিশন। এর জন্য কোনো অবস্থাতেই একমাস লাগবে বলে মনে করি না। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সংবিধান আদেশের মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ায় গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্সে (জিআইসিসি) অংশ নিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। রাজধানী সিউলে ওয়েস্টিন পারনাস হোটেলে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করছেন তিন
৫ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পথ হারানো সংস্থাটিকে শক্তিশালী করে তুলতে দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের চিন্তা করা হচ্ছে। বুধবার সকালে সামাজিক
৬ ঘণ্টা আগে