Ajker Patrika

তরুণীর গলাকাটা লাশ উদ্ধার, মহিলা পরিষদের উদ্বেগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২২: ০৪
তরুণীর গলাকাটা লাশ উদ্ধার, মহিলা পরিষদের উদ্বেগ

সাভারের একটি জঙ্গল থেকে মাথাবিহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি মনে করে, নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনার নৃশংস ও বর্বরতার ধরন দিন দিন ভয়াবহভাবে বেড়ে চলেছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা জানায় তারা।

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার রাতে স্থানীয়রা একটি মস্তকবিহীন মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজির পর প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও দুই হাতের কবজি কাটা অবস্থায় উদ্ধার করে। নিহত তরুণীর গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে নারীর প্রতি সহিংসতার ঘটনার নৃশংস ও বর্বরতার ধরন দিন দিন ভয়াবহভাবে বেড়েই চলেছে। তরুণী এবং নারী ও কন্যাশিশুরা ঘরে-বাইরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এ ধরনের সহিংসতার ঘটনা নারীদের সামাজিক নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলছে।

বাংলাদেশ মহিলা পরিষদ এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দ্রুত বিচার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে নারী ও কন্যাশিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত