Ajker Patrika

শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কেউ ছাড় পাবে না: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ২০: ২৫
শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কেউ ছাড় পাবে না: শিক্ষামন্ত্রী 

শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। 

ডা. দীপু মনি বলেন, শিক্ষকদের শুধু রাজনীতি করলে চলবে না, শিক্ষার্থীদের মানুষের মতো  মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। 

ব্লেন্ডেড শিক্ষাবিষয়ক জাতীয় টাস্কফোর্স দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীকের সভাপতিত্বে কর্মশালায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত