Ajker Patrika

‘এমভি বাংলার সমৃদ্ধিকে’ পরিত্যক্ত ঘোষণা 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
‘এমভি বাংলার সমৃদ্ধিকে’ পরিত্যক্ত ঘোষণা 

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিকে’ পরিত্যক্ত করল বাংলাদেশ। এ সংক্রান্ত এক চিঠি বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে পাঠান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখান থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।

সূত্র জানায়, চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। চিঠিতে বাংলার সমৃদ্ধির নাবিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখান থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত