নিজস্ব প্রতিবেদক
ঢাকা: 'আমি মানসিকভাবে ভালো নেই, শারীরিকভাবেও ভালো নেই। আমি বলার শক্তি হারিয়ে ফেলছি। আমি শুধুমাত্র ওনার সন্ধান চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই পারবেন। আমার স্বামী যদি কোন অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রীয় আইনে তাঁর বিচার হোক কিন্তু আমি শুধুমাত্র তাঁর সন্ধানটুকু চাই। অন্তত সে কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে সেটা আমাকে জানান। যদি আপনারা তাঁকে আমার কাছে ফিরিয়ে দিতে না পারেন তাহলে আমাকে তাঁর কাছে নিয়ে যান। সে কোন দলের সঙ্গে যুক্ত না, কোন মতেরও না। সে একটা নিরীহ মানুষ, সাধারণ মানুষ। আপনাদের কাছে আমার মানবিক আবেদন, আপনারা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন।' কথাগুলো বলছিলেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার।
নিখোঁজের সাত দিন পর আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর সন্ধানের দাবি জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কয়েকবার প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ, র্যাব, ডিবির কাছে গেলেও যথেষ্ট সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি।
গত ৮ জুন রাতে রংপুর থেকে ঢাকায় আসার পথে দুজন সহকর্মী আব্দুল মুহিত আনসারী, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিনসহ নিখোঁজ হন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তাঁর সঙ্গে থাকা তিনজন। তারা পুলিশ, র্যাব বা ডিবি হেফাজতে নেই বলে জানিয়েছেন ত্বহার স্ত্রী সাবিকুন নাহার।
ত্বহার স্ত্রী সাবিকুন নাহার বলেন, 'গত ৮ জুন বিকাল ৩টায় তিনি রংপুর থেকে বগুড়ার একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু বগুড়ার অনুষ্ঠান সেদিন হয়নি তাই ঢাকায় রওনা দেন। রাস্তায় একবার ফোনে জানান, দুইটা বাইক তাদের ফলো করছে। তারপর ত্ব-হা এর সঙ্গে বেশ কয়েকবার কথা হয় এবং হোয়াটসঅ্যাপে অবস্থান শেয়ার করেন।'
সাবিকুন নাহার বলেন, 'সর্বশেষ রাত দুইটায় আমি ওনাকে ফোন করলেও তাকে পাইনি। আমি ভেবেছি হয়তো ঘুমিয়ে পড়েছে। ২টা ৩৭ মিনিটে তিনি একটি ম্যাপ শেয়ার করেন। তখন সেখানে দেখা যাচ্ছিল ১৮ মিনিটে তিনি মিরপুর পৌঁছাবেন। তিনটার সময় আমি ওনাকে ফোন করে তাঁর ফোন বন্ধ পাই। কিছুক্ষণ পর আমি গাড়িচালক আমিরের নাম্বারে ফোন করলে তাঁর ফোনও বন্ধ পাই।'
সকাল ৬টায় বাসা থেকে বের হয়ে দারুসসালাম থানায় যান সাবিকুন নাহার। তিনি বলেন, 'দারুসসালাম থানায় বিস্তারিত দেওয়ার পর তারা আমাকে বলে আমরা লোকেশন জেনে আপনাকে কিছু একটা জানাবো। তারা আমাকে সেখান থেকে র্যাব ও ডিবির কার্যালয়ে যোগাযোগ করতে বলে। পরদিন লোকেশন এইখানের না জানিয়ে দারুসসালাম থানা জিডি নেয়নি। তারা পল্লবী থানায় জিডি করতে বলে। সেখানে গেলে তারাও জিডি নেয়নি। গত সোমবার তারা একটি অভিযোগ নেয়। গত শুক্রবার রংপুরের কোতোয়ালি থানায় ওনার (ত্ব-হা) মা একটি জিডি করেছেন।'
সংবাদ সম্মেলনে ত্ব-হা র আইনি সহায়ক আইনজীবী সরোয়ার হোসেন বলেন, 'শুধুমাত্র একজন নয়, চারজন ব্যক্তিকে একটি গাড়িসহ গুম করে ফেলা প্রাইভেট কোনো শত্রুর পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা নিতো তাহলে অবশ্যই তাদের উদ্ধার করা সম্ভব। ৬ দিনে মাত্র একটা জিডি হয়েছে।'
অভিযোগের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, 'রংপুরে যে জিডি হয়েছে সেটির প্রেক্ষিতেই আমরা একটি অভিযোগ নিয়েছি। পরশু ত্বহার একটি ব্যক্তিগত নাম্বার আমাদের দেওয়া হয়েছে। সেই ফোন নাম্বারটিকে কেন্দ্র করেই তদন্ত চালিয়ে যাচ্ছি। তাঁর সর্বশেষ অবস্থান কোথায় ছিল তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের তদন্ত চলছে, আশা করি খুব দ্রুত কিছু একটা পাওয়া যাবে।'
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আবু ত্ব-হাসহ চারজনের নিখোঁজ এবং তাদের উদ্ধারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তাঁর নিখোঁজের রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজের রহস্য উদ্ঘাটন হবে। তিনি কোথায় কি অবস্থায় আছেন, তা এখনও আমরা জানি না। তবে রহস্য উদ্ঘাটন হবে।'
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বুধবার সকালে আনসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকা: 'আমি মানসিকভাবে ভালো নেই, শারীরিকভাবেও ভালো নেই। আমি বলার শক্তি হারিয়ে ফেলছি। আমি শুধুমাত্র ওনার সন্ধান চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই পারবেন। আমার স্বামী যদি কোন অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রীয় আইনে তাঁর বিচার হোক কিন্তু আমি শুধুমাত্র তাঁর সন্ধানটুকু চাই। অন্তত সে কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে সেটা আমাকে জানান। যদি আপনারা তাঁকে আমার কাছে ফিরিয়ে দিতে না পারেন তাহলে আমাকে তাঁর কাছে নিয়ে যান। সে কোন দলের সঙ্গে যুক্ত না, কোন মতেরও না। সে একটা নিরীহ মানুষ, সাধারণ মানুষ। আপনাদের কাছে আমার মানবিক আবেদন, আপনারা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন।' কথাগুলো বলছিলেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার।
নিখোঁজের সাত দিন পর আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর সন্ধানের দাবি জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কয়েকবার প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ, র্যাব, ডিবির কাছে গেলেও যথেষ্ট সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি।
গত ৮ জুন রাতে রংপুর থেকে ঢাকায় আসার পথে দুজন সহকর্মী আব্দুল মুহিত আনসারী, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিনসহ নিখোঁজ হন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তাঁর সঙ্গে থাকা তিনজন। তারা পুলিশ, র্যাব বা ডিবি হেফাজতে নেই বলে জানিয়েছেন ত্বহার স্ত্রী সাবিকুন নাহার।
ত্বহার স্ত্রী সাবিকুন নাহার বলেন, 'গত ৮ জুন বিকাল ৩টায় তিনি রংপুর থেকে বগুড়ার একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু বগুড়ার অনুষ্ঠান সেদিন হয়নি তাই ঢাকায় রওনা দেন। রাস্তায় একবার ফোনে জানান, দুইটা বাইক তাদের ফলো করছে। তারপর ত্ব-হা এর সঙ্গে বেশ কয়েকবার কথা হয় এবং হোয়াটসঅ্যাপে অবস্থান শেয়ার করেন।'
সাবিকুন নাহার বলেন, 'সর্বশেষ রাত দুইটায় আমি ওনাকে ফোন করলেও তাকে পাইনি। আমি ভেবেছি হয়তো ঘুমিয়ে পড়েছে। ২টা ৩৭ মিনিটে তিনি একটি ম্যাপ শেয়ার করেন। তখন সেখানে দেখা যাচ্ছিল ১৮ মিনিটে তিনি মিরপুর পৌঁছাবেন। তিনটার সময় আমি ওনাকে ফোন করে তাঁর ফোন বন্ধ পাই। কিছুক্ষণ পর আমি গাড়িচালক আমিরের নাম্বারে ফোন করলে তাঁর ফোনও বন্ধ পাই।'
সকাল ৬টায় বাসা থেকে বের হয়ে দারুসসালাম থানায় যান সাবিকুন নাহার। তিনি বলেন, 'দারুসসালাম থানায় বিস্তারিত দেওয়ার পর তারা আমাকে বলে আমরা লোকেশন জেনে আপনাকে কিছু একটা জানাবো। তারা আমাকে সেখান থেকে র্যাব ও ডিবির কার্যালয়ে যোগাযোগ করতে বলে। পরদিন লোকেশন এইখানের না জানিয়ে দারুসসালাম থানা জিডি নেয়নি। তারা পল্লবী থানায় জিডি করতে বলে। সেখানে গেলে তারাও জিডি নেয়নি। গত সোমবার তারা একটি অভিযোগ নেয়। গত শুক্রবার রংপুরের কোতোয়ালি থানায় ওনার (ত্ব-হা) মা একটি জিডি করেছেন।'
সংবাদ সম্মেলনে ত্ব-হা র আইনি সহায়ক আইনজীবী সরোয়ার হোসেন বলেন, 'শুধুমাত্র একজন নয়, চারজন ব্যক্তিকে একটি গাড়িসহ গুম করে ফেলা প্রাইভেট কোনো শত্রুর পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা নিতো তাহলে অবশ্যই তাদের উদ্ধার করা সম্ভব। ৬ দিনে মাত্র একটা জিডি হয়েছে।'
অভিযোগের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, 'রংপুরে যে জিডি হয়েছে সেটির প্রেক্ষিতেই আমরা একটি অভিযোগ নিয়েছি। পরশু ত্বহার একটি ব্যক্তিগত নাম্বার আমাদের দেওয়া হয়েছে। সেই ফোন নাম্বারটিকে কেন্দ্র করেই তদন্ত চালিয়ে যাচ্ছি। তাঁর সর্বশেষ অবস্থান কোথায় ছিল তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের তদন্ত চলছে, আশা করি খুব দ্রুত কিছু একটা পাওয়া যাবে।'
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আবু ত্ব-হাসহ চারজনের নিখোঁজ এবং তাদের উদ্ধারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তাঁর নিখোঁজের রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজের রহস্য উদ্ঘাটন হবে। তিনি কোথায় কি অবস্থায় আছেন, তা এখনও আমরা জানি না। তবে রহস্য উদ্ঘাটন হবে।'
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বুধবার সকালে আনসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। আর ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে রাজারবাগ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে।
২১ মিনিট আগেজাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
৩১ মিনিট আগেচলমান ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুট পরিবর্তন করা হয়।
২ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হবে। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে
২ ঘণ্টা আগে