নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বর্তমানে আপনারা যে দৃশ্যপট দেখছেন, যুদ্ধে কী ঘটবে, তা আমরা বলতে পারব না। আরাকান আর্মি কীভাবে এটা শেষ করবে, তা নিয়ে আমরা কোনো ভবিষ্যদ্বাণী করতে পারব না। আমরা মনে করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। যুদ্ধ থামবে এবং তারা তাদের দেশে ফেরত যাবে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে কেবল আরাকান আর্মি না, চীনা সীমান্তে চীনা অধ্যুষিত এলাকায়ও গৃহযুদ্ধ চলছে। ২৫টি দল মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের মধ্যে আরাকান আর্মি অনেকটা সুসংগঠিত। তাদের বিস্তৃতি আরাকান রাজ্যে। সেখান থেকে বারবার তাদের অবস্থান জানান দিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এবার তারা (আরাকান আর্মি) সংখ্যায় বেশি হয়ে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। সেই হামলায় ৩৩০ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সামরিক বাহিনীসহ সরকারি কর্মকর্তা, যারা আমাদের সীমান্তের কাছাকাছি ১০ থেকে ১৫ মাইলের ভেতরে ছিলেন, তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেন।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে তাদের (যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন) এক জায়গায় রেখে মিয়ানমারকে অবহিত করা হয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আমরা এখানে কাউকে ঢুকতে দেব না। আমাদের সীমান্তের মধ্যে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা মনে করি, সবাই যার যার জন্মভূমিতে থাকবে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেককে আমাদের দেশে আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার ও বিশ্বের সব সরকারকে বলেছি, তাদের (রোহিঙ্গা) দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বর্তমানে আপনারা যে দৃশ্যপট দেখছেন, যুদ্ধে কী ঘটবে, তা আমরা বলতে পারব না। আরাকান আর্মি কীভাবে এটা শেষ করবে, তা নিয়ে আমরা কোনো ভবিষ্যদ্বাণী করতে পারব না। আমরা মনে করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। যুদ্ধ থামবে এবং তারা তাদের দেশে ফেরত যাবে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে কেবল আরাকান আর্মি না, চীনা সীমান্তে চীনা অধ্যুষিত এলাকায়ও গৃহযুদ্ধ চলছে। ২৫টি দল মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের মধ্যে আরাকান আর্মি অনেকটা সুসংগঠিত। তাদের বিস্তৃতি আরাকান রাজ্যে। সেখান থেকে বারবার তাদের অবস্থান জানান দিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এবার তারা (আরাকান আর্মি) সংখ্যায় বেশি হয়ে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। সেই হামলায় ৩৩০ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সামরিক বাহিনীসহ সরকারি কর্মকর্তা, যারা আমাদের সীমান্তের কাছাকাছি ১০ থেকে ১৫ মাইলের ভেতরে ছিলেন, তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেন।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে তাদের (যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন) এক জায়গায় রেখে মিয়ানমারকে অবহিত করা হয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আমরা এখানে কাউকে ঢুকতে দেব না। আমাদের সীমান্তের মধ্যে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা মনে করি, সবাই যার যার জন্মভূমিতে থাকবে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেককে আমাদের দেশে আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার ও বিশ্বের সব সরকারকে বলেছি, তাদের (রোহিঙ্গা) দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আজ বুধবার জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ। এর আগে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন।
১৫ মিনিট আগেআদালতে দুদকের করা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নসরুল হামিদ তাঁর স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
১ ঘণ্টা আগে‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেবহু বঞ্চনার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অবশেষে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে