Ajker Patrika

মুক্তিযুদ্ধে নজরুল ছিলেন অনুপ্রেরণার উৎস: ওবায়দুল কাদের

প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২১, ১৮: ৩৮
মুক্তিযুদ্ধে নজরুল ছিলেন অনুপ্রেরণার উৎস: ওবায়দুল কাদের

ঢাবি: আমাদের মুক্তিযুদ্ধে তিনি (কাজী নজরুল) ছিলেন অনুপ্রেরণার উৎস। আজ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'তাঁর গান ও কবিতা আমাদের রণাঙ্গনে সাহস ও শক্তি যোগাতো। তিনি প্রেমের কবি, দ্রোহের কবি। সবচেয়ে বড় কথা তিনি মানবিকতার কবি, তিনি অসাম্প্রদায়িকতার কবি এবং গণমানুষের কবি। আজ তিনি নেই কিন্তু তিনি সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ মহান কবির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।'

এ ছাড়া কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পক্ষে কে এম খালিদ, জাসাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কবি নজরুল ইনস্টিটিউট, ছাত্র দল, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, স্বপ্ন সাহিত্য চর্চা, নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাপ, বাসদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রাচ্য বাংলাসহ বিভিন্ন স্তরের মানুষ।

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ' জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা নজরুলকে ভারত থেকে নিয়ে আসা হয়। পরে তাঁকে জাতীয় কবির মর্যাদায় আসীন করেছিলেন। স্বাধীনতার এই পঞ্চাশ বছরে এই দুর্যোগের সময়ে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের কাছে। তিনি সকল ঝড় ঝঞ্ঝা দূর করার জন্য সব সময় বিজয়ের গান গেয়েছেন। সুতরাং এই দুসময়ে সংকটকে কাটিয়ে ওঠার জন্য জাতীয় কবি নজরুল আমাদের খুবই উদ্বুদ্ধ করে। কবির আজকে জন্মদিনে আমাদের প্রার্থনা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং বৈশ্বিক মহামারি হাত থেকে বিশ্ব এবং আমরাও যেন রক্ষা পায় এটি আমাদের প্রার্থনা।'

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, 'জাতীয় কবির স্বতন্ত্র কিছু মূল্যবোধ আছে। তিনি জীবনে বহুমাত্রিক দর্শনের সমাহার ঘটিয়েছিলেন। কখনো সাম্যের কবি, কখনো অসাম্প্রদায়িক কবি, মানবতার কবি, ভালোবাসার কবিসহ নানা দর্শনের সম্মিলন তিনি তাঁর মাঝে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। অন্যদিকে একটি অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধও তাকে গভীর ভাবে অনুপ্রাণিত করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত