প্রতিনিধি
ঢাবি: আমাদের মুক্তিযুদ্ধে তিনি (কাজী নজরুল) ছিলেন অনুপ্রেরণার উৎস। আজ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'তাঁর গান ও কবিতা আমাদের রণাঙ্গনে সাহস ও শক্তি যোগাতো। তিনি প্রেমের কবি, দ্রোহের কবি। সবচেয়ে বড় কথা তিনি মানবিকতার কবি, তিনি অসাম্প্রদায়িকতার কবি এবং গণমানুষের কবি। আজ তিনি নেই কিন্তু তিনি সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ মহান কবির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।'
এ ছাড়া কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পক্ষে কে এম খালিদ, জাসাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কবি নজরুল ইনস্টিটিউট, ছাত্র দল, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, স্বপ্ন সাহিত্য চর্চা, নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাপ, বাসদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রাচ্য বাংলাসহ বিভিন্ন স্তরের মানুষ।
সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ' জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা নজরুলকে ভারত থেকে নিয়ে আসা হয়। পরে তাঁকে জাতীয় কবির মর্যাদায় আসীন করেছিলেন। স্বাধীনতার এই পঞ্চাশ বছরে এই দুর্যোগের সময়ে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের কাছে। তিনি সকল ঝড় ঝঞ্ঝা দূর করার জন্য সব সময় বিজয়ের গান গেয়েছেন। সুতরাং এই দুসময়ে সংকটকে কাটিয়ে ওঠার জন্য জাতীয় কবি নজরুল আমাদের খুবই উদ্বুদ্ধ করে। কবির আজকে জন্মদিনে আমাদের প্রার্থনা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং বৈশ্বিক মহামারি হাত থেকে বিশ্ব এবং আমরাও যেন রক্ষা পায় এটি আমাদের প্রার্থনা।'
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, 'জাতীয় কবির স্বতন্ত্র কিছু মূল্যবোধ আছে। তিনি জীবনে বহুমাত্রিক দর্শনের সমাহার ঘটিয়েছিলেন। কখনো সাম্যের কবি, কখনো অসাম্প্রদায়িক কবি, মানবতার কবি, ভালোবাসার কবিসহ নানা দর্শনের সম্মিলন তিনি তাঁর মাঝে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। অন্যদিকে একটি অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধও তাকে গভীর ভাবে অনুপ্রাণিত করেছিল।
ঢাবি: আমাদের মুক্তিযুদ্ধে তিনি (কাজী নজরুল) ছিলেন অনুপ্রেরণার উৎস। আজ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'তাঁর গান ও কবিতা আমাদের রণাঙ্গনে সাহস ও শক্তি যোগাতো। তিনি প্রেমের কবি, দ্রোহের কবি। সবচেয়ে বড় কথা তিনি মানবিকতার কবি, তিনি অসাম্প্রদায়িকতার কবি এবং গণমানুষের কবি। আজ তিনি নেই কিন্তু তিনি সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ মহান কবির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।'
এ ছাড়া কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পক্ষে কে এম খালিদ, জাসাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কবি নজরুল ইনস্টিটিউট, ছাত্র দল, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, স্বপ্ন সাহিত্য চর্চা, নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাপ, বাসদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রাচ্য বাংলাসহ বিভিন্ন স্তরের মানুষ।
সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ' জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা নজরুলকে ভারত থেকে নিয়ে আসা হয়। পরে তাঁকে জাতীয় কবির মর্যাদায় আসীন করেছিলেন। স্বাধীনতার এই পঞ্চাশ বছরে এই দুর্যোগের সময়ে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের কাছে। তিনি সকল ঝড় ঝঞ্ঝা দূর করার জন্য সব সময় বিজয়ের গান গেয়েছেন। সুতরাং এই দুসময়ে সংকটকে কাটিয়ে ওঠার জন্য জাতীয় কবি নজরুল আমাদের খুবই উদ্বুদ্ধ করে। কবির আজকে জন্মদিনে আমাদের প্রার্থনা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং বৈশ্বিক মহামারি হাত থেকে বিশ্ব এবং আমরাও যেন রক্ষা পায় এটি আমাদের প্রার্থনা।'
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, 'জাতীয় কবির স্বতন্ত্র কিছু মূল্যবোধ আছে। তিনি জীবনে বহুমাত্রিক দর্শনের সমাহার ঘটিয়েছিলেন। কখনো সাম্যের কবি, কখনো অসাম্প্রদায়িক কবি, মানবতার কবি, ভালোবাসার কবিসহ নানা দর্শনের সম্মিলন তিনি তাঁর মাঝে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। অন্যদিকে একটি অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধও তাকে গভীর ভাবে অনুপ্রাণিত করেছিল।
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তাঁর বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।
২৫ মিনিট আগে‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
১ ঘণ্টা আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগে