Ajker Patrika

গৃহায়ণ মন্ত্রণালয়ের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গৃহায়ণ মন্ত্রণালয়ের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ ছড়িয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ সেপ্টেম্বর ‘খন্দকার ট্রেডার্স’ নামের একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানকে দেখিয়ে ১৬১ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ও কার্যাদেশ প্রচার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নিরাপত্তাকর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে নিয়োগের কথা বলা হয়।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন স্ট্যান্ডার্ড ব্যাংকের তোপখানা রোড শাখার একটি নির্দিষ্ট হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি ও কার্যাদেশে মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩-এর উপসচিব আবুল বাকের মো. তৌহিদের নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। অথচ তিনি বর্তমানে মন্ত্রণালয়ে যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা কার্যাদেশ জারি করা হয়নি। প্রকৃতপক্ষে প্রতারণার উদ্দেশ্যেই এ ধরনের কাগজপত্র তৈরি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত