Ajker Patrika

এক মাসে বন্যার কারণে দেশে মৃত্যু ৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২২, ২০: ১৪
এক মাসে বন্যার কারণে দেশে মৃত্যু ৩৬

দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সর্প দংশন, পানিতে ডোবা ও আঘাতজনিত নানা কারণে গত এক মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে অঞ্চলেই ১৮ জন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ থেকে ২০ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় ভুগেছেন ২ হাজার ১৭৯ জন, আরটিআইতে ৮৭ জন, বজ্রপাতে ১৩ জন, সর্প দংশনে ৪, পানিতে ডোবা ১৯ জন, চর্মরোগে ১৪০ জন, চোখের প্রদাহতে ৪৬ জন, আঘাতপ্রাপ্ত ২৫ ও অন্যান্য সমস্যায় পতিত হয়েছেন ৪৪২ জন। 

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ১৮ জন, ময়মনসিংহে ১৫ জন এবং রংপুরে ৩ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১৫ জন, আরটিআইতে ১১, সর্প দংশনে ৩, পানিতে ডুবে ৩, চর্মরোগে ২২, চোখের প্রদাহ ১৮ ও আঘাত প্রাপ্ত হয়েছে ১০ জন। 

গত এক মাসের বন্যায় চার বিভাগে ১৮৫টি উপজেলার মধ্যে ৬১টি প্লাবিত হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত